রেডিও সিলেট

রেডিও সিলেট সত্যের সন্ধানে রেডিও সিলেট
01600504572

20/09/2025

সিলেট হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ
রেডিও সিলেট

সিলেটের গোয়াইনঘাটে স্বামীর হাতে প্রা ণ গেল স্ত্রীর। #রেডিও  #সিলেট সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া ...
20/09/2025

সিলেটের গোয়াইনঘাটে স্বামীর হাতে প্রা ণ গেল স্ত্রীর।
#রেডিও #সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি আজকে ব্যাংক খোলা নেই না এলাকার বগাইয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী রুবেনা বেগম (৩০)। এই ঘটনায় রুবেনার স্বামী আলী আহমদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আলী আহমদ দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় কলহ চলত। হয়তো সেই কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

20/09/2025

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগাল ভিটা বিওপি দিয়ে চোরাইপথে আনা ১২ টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগম (২৭) কে দা দিয়ে কু,পি,য়ে হ,ত্যা করেছেন স্বামী আলী আহ...
20/09/2025

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগম (২৭) কে দা দিয়ে কু,পি,য়ে হ,ত্যা করেছেন স্বামী আলী আহমদ (৩৫)রুবেনা বেগম তিন সন্তানের জননী। শনিবার ২০ সেপ্টেম্বর বেলা দুইটায় এই ম,র্মা,ন্তিক ঘটনা ঘটে।

19/09/2025
19/09/2025

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বুধিগাও হাওড় গ্রামের
রাহেদ মিয়ার ছেলে মুজিবুর
অবৈধ বালু উত্তোলনের ড্রেজার নৌকা পুলিশের নামে চাদাবাজি র টাকা বুকে নিয়ে উল্লাস করে।

18/09/2025

হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল ও সেলফি তুললেন পুলিশ কমিশনার...

#রেডিও #সিলেট

18/09/2025

ছিলো আওয়ামীলীগ ডেবিল সেজেছে বিএনপি রুহুল আমিন-পারভেজ-সাফওয়ান-সামাদ ওদের থামাবে কে?

রেডিও সিলেটঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রুহুল আমিন, পারভেজ, সাফওয়ান এবং সামাদ নামের আওয়ামী দোসরদের পরিচয় নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। তারা আগে আওয়ামীলীগের ডেবিল থাকলেও এখন বিএনপি সেজে বিভিন্ন অনুষ্টানে অংশগ্রহণ করছেন। আসলে তাদের মূল উদ্দেশ্য কি বুঝা বড়ই মুসকিল। তবে তারা অতীত কর্মকান্ডে প্রমাণিত তারা সবাই আওয়ামী দোসর। তাদের আস্থা ভাজন নেতা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী শাফি এলিম, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল এবং নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

আওয়ামী দোসর রুহুল আমিন, পারভেজ, সাফওয়ান এবং সামাদ বিভিন্ন সময় ফেসবুক লাইভে বিএনপির বিভিন্ন স্থরের নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ করে, দালাল বলে আখ্যা দেয়। অথচ তারা নিজেরাই একেকজন দালাল। তাদের নিজের দালালী দামাচাপা দিতে অন্য বিএনপি নেতাদের নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে।

আওয়ামীলীগের সাথে আঁতাত করে সব সময় আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে প্রত্যেক নির্বাচনে আওয়ামী প্রার্থীর হয়ে এলাকা লিজ নিতেন মহান দুই ব্যাক্তিত্ব সাফওয়ান ও রুহুল। উনারা এখন বি এন পি এর বড় নেতা দাবি করেন।

রুহুল আমিন, পারভেজ, সাফওয়ান এরা যুবদল বলে দাবী করলেও এরা হলো আসল ডেবিল । ছাএলীগ নেতা সামাদ ডেবিল রুহুল আমিনের নেতৃত্বে গোলাপগঞ্জে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে।

রুহুল আমিন ও সামাদ এর ফেসবুক ঘুরে দেখা যায় তারা আওয়ামীলীগ এর একজন সক্রিয় কর্মী। এই দালালদের চিনে রাখা বিএনপির জন্য জরুরী। নয়তো আবারও বিএনপি বিপদগ্রস্থ হবে।
#রেডিও #সিলেট

18/09/2025

#সিলেট
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রত্যেকটি আবাসিক হোটেলে চলে পতিতা ব্যবসা,ওসির নামে আদায় হয় বখরা

18/09/2025

রেডিও সিলেট
জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপি'র ৩৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াকে জাতীয়তাবাদী পরিবার সিলেট ল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।
#রেডিও #সিলেট

13/01/2025

Address

Sylhet

Telephone

+8801924391822

Website

https://www.facebook.com/share/1FByMZ4vE1/, https://www.facebook.com/share/1

Alerts

Be the first to know and let us send you an email when রেডিও সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share