Online 24 News tv

Online 24 News tv Online 24 News Tv Sagor Ahmed

ইন্নানিল্লাহী ওয়া ইন্নানিল্লাহী রাজিউন।  বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে আমির হোসেন(১৩)  নামের ছেলেটি বজ্রপাতে মারা গেছে...
28/05/2025

ইন্নানিল্লাহী ওয়া ইন্নানিল্লাহী রাজিউন।
বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে আমির হোসেন(১৩) নামের ছেলেটি বজ্রপাতে মারা গেছে।
আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, মা বাবাকে ধৈর্য্য ধারণের তৌফিক দান করুক। বাংলা বাজার, বক্তারপুর, লক্ষিপুর, দোয়ারা বাজার সুনামগঞ্জ।

বয়কট করুন বিশ্বনাথের পুরানবাজারের রাজধানী রেষ্টুরেন্টকে  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, নোংরা ময়লা পানি জনগনকে পান ...
24/05/2025

বয়কট করুন বিশ্বনাথের পুরানবাজারের রাজধানী রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন
, নোংরা ময়লা পানি জনগনকে পান করানো হচ্ছে,
খোলা অপরিষ্কার নর্দমার মতো ড্রেইনের পানি খেয়ে
আপনারা সুস্থ আছেন তো -! এখুনি ওদের আইনের আওতায় আনুন!সিলগালা ও বয়কট করুন এই রেষ্টুরেন্টকে!

‘ড. ইউনূস পদত্যাগ করবেন না’প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযু...
23/05/2025

‘ড. ইউনূস পদত্যাগ করবেন না’

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ।

শুক্রবার (২৩মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে ফাইজ তাইয়েব আহমেদ লিখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।

তিনি লিখেন, বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।

তিনি আরও লিখেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লিখেন, পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।

21/05/2025

সুনামগঞ্জের দেখার হাওয়ারে প্রচুর পরিমান পানি বাড়তেছে।

কোন কোন হাওরে এমন আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। হাওরের খারাপ আবহাওয়া বা বজ্রপাতের সময় এটি আশ্রয় দিতে পারে।
21/05/2025

কোন কোন হাওরে এমন আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। হাওরের খারাপ আবহাওয়া বা বজ্রপাতের সময় এটি আশ্রয় দিতে পারে।

21/05/2025

তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে পানি প্রবাহ বাড়ছে, তবে উপজেলার অনেক হাওরেই পানি ঢুকে নাই। বন্যায় শঙ্কিত হওয়ার কারণ নেই।

বজ্রপাতে বুক ছিদ্র হয়ে স্ত্রীর মৃত্যু, অক্ষত পাশে থাকা স্বামীপাবনা সদরে গয়েশপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহ...
21/05/2025

বজ্রপাতে বুক ছিদ্র হয়ে স্ত্রীর মৃত্যু, অক্ষত পাশে থাকা স্বামী

পাবনা সদরে গয়েশপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। তার পাশে থাকা অন্য একজনও আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার আগে উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ছুম্মা খাতুন (৫০) দক্ষিণ মাছিমপুর গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী। আহত একই গ্রামের ফরিদা খাতুন (৫৫)। গয়েশপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, নিহত ছুম্মা খাতুন ও স্বামী খাজা অত্যন্ত পরিশ্রমী। বাড়িতে গরুর খামার করেছেন। এ খামারেই কাজ করছিলেন ছুম্মা খাতুন। এরপর ভারী বৃষ্টি নামার পর বাড়ি থেকে একটু দূরে মাঠে থাকা ছাগল আনতে যান তিনি। তার সাথে স্বামী খাজা ও বড় জা ফরিদা খাতুনও ছিলেন।

তিনি আরও বলেন, এ সময় হঠাৎই তার ওপর বজ্রপাত পড়লে বুকের একপাশ ছিদ্র হয়ে মারা যান তিনি। এ ঘটনায় তার স্বামীর কিছু নাহলেও জা ফরিদা খাতুন আহত হন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, বজ্রপাত সরাসরি বুকে আঘাত হেনেছিল বোধ হয়। ফলে বুকের একপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। এ ব্যাপারে পুলিশকে অবহিত করলে তাদের কোনো আপত্তি না থাকায় জানাজা শেষে রাত তার মরদেহ দাফন করা হয়। নিহতের বড় জা বজ্রপাতের উচ্চ শব্দে কিছুটা আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সমস্ত প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে বলে জেনেছি। বৃষ্টি বজ্রপাতের সময় সাবধানে থাকা উচিত সবাইকে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর - আনোয়ারপুর সড়কের ফতেপুর ইউনিয়নের সাজনার স্টীলের ব্রীজটি পশ্চিমপাড়ের অংশ বালু...
21/05/2025

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর - আনোয়ারপুর সড়কের ফতেপুর ইউনিয়নের সাজনার স্টীলের ব্রীজটি পশ্চিমপাড়ের অংশ বালুবাহী একটি ট্রাকের চাপে আজ ভোর রাতে ভে*ঙ্গে পড়েছে । এসময় ট্রাক ড্রাইভার গুরুতর আ'হ'ত হয়েছে।.....,,,

আমরা সুনামগঞ্জ বাসি মনে মনে প্রস্তুত থাকতে হবে ---জাতিয় কয়েকটি মিডিয়া দেখলামসিলেট, নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর এই চার স্...
20/05/2025

আমরা সুনামগঞ্জ বাসি মনে মনে প্রস্তুত থাকতে হবে ---
জাতিয় কয়েকটি মিডিয়া দেখলাম
সিলেট, নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর
এই চার স্থানে #বন্যা হওয়ার সম্ভাবনা আছে
ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্চে
#মহান_আল্লাহ হেফাজতের মালিক

25/04/2025

ছাতকে এই মুহূর্তে
কাল বৈশাখী ঝড়

ছাতক এর/কয়েকটি/গ্রামে/ তুফানে ব্যাপক কয়কতি!
31/03/2025

ছাতক এর/কয়েকটি/গ্রামে/ তুফানে ব্যাপক কয়কতি!

13/03/2025

না ফেরার দেশে চলে গেল
আছিয়া🤲😥

Address

Sylhet To Sunamgon
Sylhet
#####

Alerts

Be the first to know and let us send you an email when Online 24 News tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online 24 News tv:

Share