Splendid Science

Splendid Science বিজ্ঞান না জেনে প্রযুক্তি নির্ভরতা আত্মধ্বংশের সমতুল্য।

03/04/2025

পিরামিড নিয়ে নতুন রহস্যের জাল #পিরামিড #

With Numan Muttaki – I just got recognised as one of their top fans! 🎉
31/03/2025

With Numan Muttaki – I just got recognised as one of their top fans! 🎉

আমাদের মস্তিষ্ক নিজেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারে!মানুষের মস্তিষ্ক প্রায় ২০ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে, যা একটি ছোট LED ...
26/03/2025

আমাদের মস্তিষ্ক নিজেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারে!
মানুষের মস্তিষ্ক প্রায় ২০ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে, যা একটি ছোট LED বাল্ব চালানোর জন্য যথেষ্ট।

প্রায় ২৮ কোটি বছরের পুরনো এই ক্রিনয়েডগুলোর (Crinoid) ফসিলের সন্ধান মিলেছে বর্তমান অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল থেকে।        ...
25/03/2025

প্রায় ২৮ কোটি বছরের পুরনো এই ক্রিনয়েডগুলোর (Crinoid) ফসিলের সন্ধান মিলেছে বর্তমান অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল থেকে।
#বিজ্ঞানপোকা

একটি পূর্নাঙ্গ কোষের 3D গঠন..!- #বিজ্ঞানপোকা
23/03/2025

একটি পূর্নাঙ্গ কোষের 3D গঠন..!

-

#বিজ্ঞানপোকা

মানুষের দেহ নানাভাবে সংক্রমিত (ইনফেকশন) হয়। দেহে চষে বেড়ানো ব্যাকটেরিয়া যদি মস্তিষ্কে প্রবেশ করে, তাহলে মৃত্যু প্রায় অনি...
23/03/2025

মানুষের দেহ নানাভাবে সংক্রমিত (ইনফেকশন) হয়। দেহে চষে বেড়ানো ব্যাকটেরিয়া যদি মস্তিষ্কে প্রবেশ করে, তাহলে মৃত্যু প্রায় অনিবার্যই ধরে নেওয়া যায়। কিন্তু ৯৯ ভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া মস্তিষ্কে অনুপ্রবেশ করতে পারে না।

মস্তিষ্কের রক্তনালী দেহের অন্যান্য রক্তনালীর তুলনায় একটু আলাদা গঠনের। মস্তিষ্কের রক্তবাহিকার গায়ে এক অদৃশ্য দেয়াল থাকে। নাম ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এটি কোনো দৃশ্যমান দেয়াল নয়, বরং এন্ডোথেলিয়াল কোষের একটা ঘন স্তর। অন্যান্য এন্ডোথেলিয়াল কোষে ফাঁকফোকর থাকলেও এই ব্যারিয়ারে সেটাও থাকে না।

এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারের ভেতর দিয়ে মস্তিষ্কের জগতে পুষ্টি, হরমোন প্রবেশ করতে পারে। এমনকি ক্যাফেইন, অ্যালকোহলও প্রবেশ করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন ও বেশিরভাগ ওষুধ মস্তিষ্কে ঢুকতে পারে না। মস্তিষ্ককে দুর্গের প্রহরীর মতো রক্ষা করে এই ব্যারিয়ার।

এই ব্যারিয়ারের আবার অসুবিধাও আছে। আলঝাইমার, পারকিনসন বা ব্রেইন টিউমারের মতো রোগ নিরাময়ে প্রধান বাধাই এই ব্যারিয়ার। কেননা, ওষুধ ঢুকতে পারে না। তবে ন্যানোটেক আর কেমিক্যাল ট্রান্সপোর্টার ব্যবহার করে এরও সমাধান করা সম্ভব। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

23/03/2025

একটি নতুন গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর গভীরে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস মজুত রয়েছে, যা এখন পর্যন্ত অব্যবহৃত রয়ে গেছে।এই শক্তি সম্পদ পৃথিবীকে শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তি জোগাতে সক্ষম হতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (U.S. Geological Survey)-এর জিওফ্রি এলিসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, এই লুকিয়ে থাকা মজুত এত বিশাল যে এটি আগামী ১,০০০ বছর ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।
এরই মধ্যে আলবেনিয়া এবং মালির মতো কিছু অঞ্চলে হাইড্রোজেনের মজুত শনাক্ত করা হয়েছে। তবে গবেষকরা মনে করেন, বিশ্বজুড়ে এমন আরও অনেক মজুত থাকতে পারে। যদিও এর বেশিরভাগই হয়তো অত্যন্ত গভীরে বা সমুদ্রের নিচে অবস্থান করছে, যা বড় পরিসরে উত্তোলনকে কঠিন করে তুলতে পারে।
তবু গবেষণায় বলা হয়েছে, অনুমানকৃত মোট মজুতের মাত্র ২% কাজে লাগালেই আগামী ২০০ বছরের জন্য বিশ্বে হাইড্রোজেনের চাহিদা পূরণ করা সম্ভব হবে, যা নেট-শূন্য (net-zero) কার্বন নির্গমন লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হতে পারে।

23/03/2025

🀄️ঘুমের সাইকোলজি
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
মানুষের শরীরকে ৪ ঘন্টা করে দিনে ২ বার ঘুমানোর জন্য ডিজাইন করা হয়েছে ১ বারেই ৮ ঘন্টা নয়!
কাওকে দিনের অর্ধেকর বেশি ঘুমোতে দেখতে বুঝে নিবেন সে মানসিক ভাবে সুস্থ নয়!





22/03/2025

সৃষ্টিতত্ত্বের না বলা কথা- কণা আর প্রতি কণিকা জগতের ইতিবৃত্ত

26/01/2023

& Refraction 'Level Physics

23/01/2023

'levelPhysics

Address

Chunarughat
Sylhet

Telephone

+8801682637676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Splendid Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Splendid Science:

Share