06/08/2024
গতকাল রাত থেকেই দেশে বেশির ভাগ ই এই অরাজকতা দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ ই করছে কেননা তারা চায় দেশে অরাজকতা পরিস্থিতির তৈরী হোক, এতে বিশ্ববাসী বুঝতে পারবে দেশে সত্যি সত্যিই বিশৃঙ্খলার সৃষ্টি করে জঙ্গীবাদী করে আসছিলো বিরোধী দলীয় রাজনৈতিক দল, সদ্যসাবেক আওয়ামী লীগ সরকারের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোও ভাঙচুর, জ্বালাও পোড়াও করছে এতে কোনো সন্দেহ নেই, এতে ক্ষতিটা কার হচ্ছে? গত ১৬ বছর ধরে যেই স্বৈরাচার সরকার দেশের সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করেছে সেই স্বৈরাচারের পতনে দেশের মানুষ আল্লাহর দরবারে শুকরিয়া না জানিয়ে বরং এক পার্টি বিবেকহীন ভন্ডরা নতুন করে অরাজকতার সৃষ্টি করছে কেন রে ভাই?
আমরা কি এইসব অরাজকতা দেখার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি? এইসব কর্মকান্ডের জন্য দেশের শিক্ষিত ছাত্রসমাজ নিজের জীবন বিসর্জন দিয়েছে? এই যে দেশে নতুন করে আবার জ্বালাও পোড়াও শুরু হইছে তাহলে এখানে স্বৈরাচারের সাথে আপনাদের আর তফাত রইলো কই? দেশ কি আদৌ স্বাধীন হইছে? যদি স্বাধীন ই হয় তাহলে এতো নাশকতা কেন? ১৬ বছরের নির্যাতনে আমরা কি সত্যি সত্যিই আমাদের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলছি? মনে রাখবেন দেশ স্বাধীন করার চেয়ে দেশ রক্ষা করা বেশী কঠিন