
01/03/2025
আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হলো সব জা'হান্নামের দরজা।আযাব বন্ধ করে দেওয়া হলো সব কবরবাসীদের।
৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হলো সব বড় শয়তানদের। প্রত্যেকটা মুহুর্তে দুয়া কবুল করা হবে। ইফতারীতে সাহরীতে তাহাজ্জুদ কবুল করা হবে
এমন একটি রাত দান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুরু হয়ে গেলো এক মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা
আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
আহলান ওয়া সাহলাম
মাহে রমাদান🍂🕊