Rolling with Rubel

Rolling with Rubel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rolling with Rubel, Video Creator, Sylhet.

“অতএব, যখন দৃষ্টি বিস্ময়ে স্থির হয়ে যাবে, আর চাঁদ অন্ধকারে ঢেকে যাবে, এবং সূর্য ও চাঁদ একত্রিত করা হবে — সেদিন মানুষ বলব...
07/09/2025

“অতএব, যখন দৃষ্টি বিস্ময়ে স্থির হয়ে যাবে, আর চাঁদ অন্ধকারে ঢেকে যাবে, এবং সূর্য ও চাঁদ একত্রিত করা হবে — সেদিন মানুষ বলবে, ‘কোথায় আশ্রয়স্থল?’” সূরা- কিয়ামাহ ৭-১০

👉 এখানে আল্লাহ তাআলা কিয়ামতের ভীতিকর দৃশ্য বর্ণনা করেছেন, যেখানে মানুষ পালানোর কোনো পথ খুঁজে পাবে না। 🥺🥺

Bangladeshi Sylheti Girl Host UCL Draw.🤯🇧🇩🫰❤️
29/08/2025

Bangladeshi Sylheti Girl Host UCL Draw.🤯🇧🇩🫰❤️

19/08/2025

নিশ্চয়ই তোমার রব তোমাকে ছেড়ে যাননি! 🥺🥺

গাড়ির অটোমেটিক গিয়ারের অর্থ ও ব্যবহার জেনে নিন!🚘 P – পার্ক (Park)🔹 কাজ: গিয়ারের লক করে দেয়🔹 ব্যবহার: গাড়ি পার্ক করার সময়...
13/08/2025

গাড়ির অটোমেটিক গিয়ারের অর্থ ও ব্যবহার জেনে নিন!

🚘 P – পার্ক (Park)
🔹 কাজ: গিয়ারের লক করে দেয়
🔹 ব্যবহার: গাড়ি পার্ক করার সময় বা ইঞ্জিন চালু করার সময় নির্বাচন করুন
🔹 নোট: পাহাড়ি জায়গায়ও গাড়ি চলবে না

🔄 R – রিভার্স (Reverse)
🔹 কাজ: গাড়িকে পেছনে চালানোর গিয়ার
🔹 ব্যবহার: পেছনে যাওয়ার সময়
🔹 টিপস: রিভার্সে যাওয়ার আগে সম্পূর্ণ থেমে যান

⛔ N – নিউট্রাল (Neutral)
🔹 কাজ: ইঞ্জিন ও চাকাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে
🔹 ব্যবহার: গাড়ি ওয়াশ, টো করা, বা জ্যামে দাঁড়িয়ে থাকা অবস্থায়
🔹 সতর্কতা: ঢালে থাকলে গাড়ি গড়িয়ে যেতে পারে — হ্যান্ড ব্রেক ব্যবহার করুন

🚗 D – ড্রাইভ (Drive)
🔹 কাজ: স্বাভাবিক সামনে চলার মোড
🔹 ব্যবহার: শহর, হাইওয়ে বা প্রতিদিনের ড্রাইভিং
🔹 নোট: গিয়ার অটোমেটিকভাবে পরিবর্তন হয়

🏁 S – স্পোর্ট / ড্রাইভ (Sport / S)
🔹 কাজ: গিয়ার নিচে ধরে রাখে উন্নত পারফর্মেন্সের জন্য
🔹 ব্যবহার: দ্রুত গতি, ওভারটেকিং বা আঁকাবাঁকা রাস্তায়
🔹 উপযুক্ত: স্পোর্টি ড্রাইভিং

⬇️ L – লো গিয়ার (Low Gear)
🔹 কাজ: কেবল নিচু গিয়ারে সীমাবদ্ধ রাখে
🔹 ব্যবহার: ঢালু বা উঁচু রাস্তায় অতিরিক্ত পাওয়ার প্রয়োজন হলে
🔹 টিপস: নিচে নামার সময় ইঞ্জিন ব্রেকিং সাহায্য করে

🔘 Release Button – রিলিজ বোতাম
🔹 কাজ: গিয়ার পরিবর্তনের সময় চাপতে হয়
🔹 ব্যবহার: বিশেষ করে P, R বা N থেকে অন্য গিয়ারে যেতে হলে চাপা বাধ্যতামূলক

✅ গাড়ির অটোমেটিক গিয়ার বুঝে চালান — নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করুন।

13/08/2025

হোয়াইট গোল্ড 🤣🤣
ওয়াও😤😤

13/08/2025

গ্রামের বাজারে তাজা মাছ কাটার চমৎকার দৃশ্য! 🐟
এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে নিখুঁতভাবে মাছ কাটা ও পরিষ্কার করা হয়।
If you love watching village lifestyle and fresh fish cutting, then this video is for you.
Subscribe for more Bangladesh village market videos.

07/08/2025

"পাথর নয় এবার ইট দিয়ে মাথা থেতলে
দেয়া হলো সাংবাদিকের"

সম্প্রতি 'বাংলাদেশের আলো' পত্রিকা গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের করা চাঁদাবাজির একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্ট করার জেরে গাজীপুর সদর মেট্রো থানা ভবনের পাশে পুলিশের সামনে চাঁদাবাজরা প্রকাশ্যে সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেঁতলে দিচ্ছে! তার দেহের উপর নেচে নেচে উল্লাস প্রকাশ করছে।

আর কতো মায়ের বুক খালি হলে নেতৃবৃন্দের চোখ খুলবে? কিংবা আর কতো নৃশংসতা আমাদের দেখতে হবে? তা আমাদের জানা নেই। শুধু জানি আমরা কেউ ই এ দেশে নিরাপদ নই, আর এও জানিনা এ সন্ত্রাসের পরিসমাপ্তি আপাতত নিরাময়ের কোন লক্ষ্মণ নেই!!

07/08/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ,মৌলভীবাজারের শমশেরনগর রোডস্থ, রুবেল হার্ডওয়্যার ব‍্যবসায়ী ও সদাই পাতি মালিক (শাহ ফয়জুর রহমান রুবেল )কে নিজ প্রতিষ্ঠানের স*ন্ত্রা*সী হামলা আহত হলে সিলেট মেডিকেল হাসপাতালে যাবার পর ইন্তেকাল করেন।

02/08/2025

সূরা আল-মাউন (সূরা ১০৭)

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

1. আপনি কি তাকে দেখেছেন, যে বিচার দিবসকে মিথ্যা বলে?

2. সেতো সেই ব্যক্তি, যে এতিমকে তাড়িয়ে দেয়,

3. এবং মিসকিনকে (অভাবগ্রস্তকে) অন্নদানে উৎসাহ দেয় না।

4. অতএব দুর্ভোগ সেসব নামাযকারীর জন্য,

5. যারা তাদের নামাযে অসাবধান,

6. যারা লোক দেখানোর জন্য নামায পড়ে,

7. এবং সাধারণ উপকারের বস্তু (ছোটখাটো দান) দিতেও বিরত থাকে।🕋🤍

1950 সালের কোন এক বিয়ের দাওয়াত পত্র 🤍
02/08/2025

1950 সালের কোন এক বিয়ের দাওয়াত পত্র 🤍

23/08/2024

সিলেট কানাইঘাট সীামন্তে বিচারপতি শামসুদ্দিন মানিক আটক।🐸🐸

05/08/2024

গণভবনের বিরিয়ানি খাচ্ছি আরাম পাচ্ছি 😋✌️🫰❤️🇧🇩😍😍

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rolling with Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category