25/08/2025
"ব্যবসার গোপন রহস্য হলো এমন কিছু জানা, যা অন্য কেউ জানে না।"🫢
এই কথাটি বলেছেন বিখ্যাত দার্শনিক Aristotle. আসলেই তিনি এই কথা বলেছেন কিনা আমি জানি না (কারণ এই তথ্য আমি গুগল করে পেয়েছি)। যদি বলে থাকেন তবে যথার্থই বলেছেন। 🤔
✍️"মেহেদী/হেনা" এই শব্দকে ঘিরে এখন অনেকেই ব্যবসায়ী। কেউ প্রফেশনাল হেনা মেকার্স আবার কেউ প্রফেশনাল হেনা আর্টিস্ট। আবার অনেকে উভয় দিকেই পারদর্শিতা অর্জন করেছেন। এরই প্রেক্ষিতে এখন হাজার হাজার হেনা আর্টিস্ট এবং তাদের পেইজ বাংলাদেশসহ সারা পৃথিবী জুড়ে। সব মিলিয়ে মেহেদী প্রেমীদের নিয়ে তৈরি হওয়া জগৎ বিশাল, যা একদিনে তো হয়নি অবশ্যই। 💁♀️
✍️আপনি যদি এই সেক্টরের যেকোনো ক্ষুদ্র নির্দিষ্ট অংশ নিয়েও ব্যবসা করতে চান তাহলে আপনার এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান লাভ করতে হবে। অল্প সল্প দক্ষতা দিয়ে কিছু দূর হয়ত যেতে পারবেন তবে বেশিদূর না। 🙇♀️
📢এবার এই জ্ঞান অর্জন করার প্রবল আগ্রহের বশে আপনি চাইলেই কোনো সুপরিচিত মেহেদী মেকার্সকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন না যে,
"আপু আমাকে একটু 🤌 বলেন না আপনি কোন ব্র্যান্ডের মেহেদী ব্যবহার করেন?" ❌
"আপু কত গ্রাম পাউডারের সাথে কত গ্রাম এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন?"❌
"আপু এসেনশিয়াম অয়েলের নাম কি? কোথা থেকে আনেন প্রোডাক্ট?"❌
"আপু আমার কাছে সব ম্যাটেরিয়েল আছে, শুধু কিভাবে বানায় তা জানি নাহ"।❌
-----------------------------------Stop----------------------------------------
নিজেকে প্রশ্ন করুন, 🫵
আপনি কেনো মেহেদী/ হেনা নিয়েই ব্যবসা করতে চান?🧐
এখন,
🖋️শুধুমাত্র ব্যবসা বুঝলেই হবে না আবার শুধুমাত্র হেনা আর্টে দক্ষ হলেই হবে না। আর্টওয়ার্ক এবং বিজনেস উভয় বিষয়েই আপনাকে দক্ষ হতে হবে। 💯
🖋️ হেনা/মেহেদী আর্টের বিষয়ে দক্ষতা অর্জন করে মেহেদী আর্টিস্ট হতে হলে আপনার জন্য প্রথম পরামর্শ হলো,
✅ ধাপে ধাপে সকল ধরণের মেহেদী নকশা অনুশীলন করা। এক্ষেত্রে যদি নিজে নিজে পরিকল্পনা মাফিক অনুশীলন করতে চান তাহলে আপনি এই বিষয়ে ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়েলস পাবেন। এক্ষেত্রে, সবার জন্য উন্মুক্ত এই সকল ভিডিওতে আপনি প্রথমেই প্রোপার প্ল্যান খুজে পাবেন না। নিজেই নিজের জন্য একটি প্র্যাকটিস প্ল্যান রেডি করবেন।📝 তবে এক্ষেত্রে যেকোনো একজনের কাজ ফলো করবেন।📢 কাজ করাকালীন নিজের কাজের প্রতি ডিটেইলস-এ নিজেই খুঁত বের করুন। আপনাকে প্রকৃত অর্থে চেষ্টা করতে হবে। এই পথ ভীষণ সময়সাপেক্ষ, এটা ব্যক্তিবিশেষে কয়েকমাস থেকে কয়েকবছর হতে পারে। এক্ষেত্রে ধৈর্য্য আর সাহস লাগবে। 💯
✅ তবে, আপনার মধ্যে শুরুতেই কনফিডেন্স না থাকে তবে, আপনার পছন্দ অনুযায়ী যেকোনো মেহেদী আর্টের কোর্সের এনরোল করতে পারেন। মনে রাখবেন, কোর্স করা মানেই দক্ষ হয়ে যাওয়া না বরং আপনার দক্ষ হওয়ার পথটা কিছুটা সহজ হওয়া। সফলতার দীর্ঘ পথটা শুরুতে সবার জন্য একই থাকে। শুধু আপনার পরিশ্রমই পারে এই দীর্ঘ পথকে কিছুটা সহজ আর কমিয়ে আনতে। 🖤
🖋️ এবার আপনি যদি নিজেই মেহেদী মেকার এবং সেলার হতে চান। তাহলে বিজনেসে নামার শুরুতে আপনাকে দক্ষ মেহেদী মেকার হতে হবে।
✅ এক্ষেত্রেও আপনি ইউটিউবে মেহেদী তৈরির প্রক্রিয়া সম্পর্কে অনেক তথ্য পাবেন। প্রোডাক্ট কোথায় পাবেন এ বিষয়েও আপনি জানতে পারবেন। এবার এক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে প্রোডাক্ট এনে সেই তথ্যের ভিত্তিতে মেহেদী তৈরি করতে পারেন। এবার বার বার এক্সপেরিমেন্ট করবেন যতক্ষণ অব্দি আপনি পারফেক্ট পেস্ট না পাচ্ছেন। এ যাত্রায় আপনার সময়⏱️বেশি লাগবে, ধৈর্য্য বেশি লাগবে সাথে লাগবে অর্থও। তবে, যদি বুঝতে পারেন পারিপার্শ্বিক তাপমাত্রা🌡️ বায়ুর চাপ🌤️একথায় আবহাওয়ার🌦️ সাথে অর্গানিক মেহেদী তৈরির উপকরণগুলো মাঝে কি সম্পর্ক তাহলে আপনার তৈরি মেহেদীর পেস্ট হবে সবচেয়ে আলাদা। আপনার তৈরি পেস্টই হবে তখন একটি রহস্যের নাম, একটি ব্র্যান্ড।🔥
✅ ভাবছেন, "এতো ধৈর্য্য আমার নেই, আমি তাড়াতাড়ি মেহেদী তৈরি করা শিখতে চাই।"⏰ তাহলে এনরোল করে ফেলুন আপনার পছন্দের যেকোনো মেহেদি মেকিং কোর্সে। এক্ষেত্রেও আপনি দক্ষ এবং পারদর্শী অর্গানিক মেহেদী মেকার হতে পারবেন। তবে, আপনার তৈরি মেহেদীর পেস্টে ভিন্ন থাকবে না। যার কাছ থেকে শিখেছেন তারই কপি তৈরি হবে।
🖋️ এবার আপনি ব্যবসা শুরু করতে পারেন যেহেতু আপনি আর্ট অথবা অর্গানিক পেস্ট তৈরিতে দক্ষতা অর্জন করতে পেরেছেন। আপনার দক্ষতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত অনুশীলনের পাশাপাশি মার্কেটিং এর দিকেও মনোযোগী হতে হবে৷ 📝
✅ এধাপে ফেইসবুক পেইজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, থ্রেড যেকোনোটিই হতে পারে আপনার বিজনেস প্লাটফর্ম। এ পর্যায়ে, আপনার ব্যবসা চালিয়ে নিতে বা সুপরিচিতি লাভ করতে আপনার কাজে বুস্টার ডোজ দিতে হবে। আপনার পেইজ বা একাউন্ট ইউনিক কিছু দিয়ে সাজাতে শুরু করেন এবং পাশাপাশি চিরুনি অভিযান চালিয়ে খুজে বের করুন এই সেক্টরে গ্যাপ কোথায়। খাতা কলম নিয়েই গবেষণা শুরু করুন। মার্কেটিং এর এই ধাপেই অর্ধেকেরও বেশি ব্যবসায়ী ধাক্কা খায়, অনেকে ঝড়ে যায়। আর অনেকে খুব সুন্দরভাবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটায়। 🔥❤️
কয়েকটা উদাহরণ দেই-
১) কিছু ডিজাইন দেখেই আপনি বলতে পারবেন এর আর্টিস্ট কে।🥰
২) কারো কারো মেহেদী ডিজাইনের ধরণ অন্য কারো সাথে মিলবে, তবে মিলবে না তার ছবি তোলার ধরণ। 🫶
৩) মেহেদী আর্টের ধরণকে কেউ কেউ নিয়ে গিয়েছে অনন্য পর্যায়ে যা গতানুগতিক ধারার বাইরে। 💫🫰
৪) অনেকেই মেহেদী আর্টের প্রতি তার ভালোবাসাকে খুবই মনোমুগ্ধকরভাবে মৌখিক উপায়ে উপস্থাপন করছেন। 🗿
৫) অনেকের লিখনি পড়লে আপনার পড়তেই ইচ্ছা করবে। 👌
etc. etc.........
মোটকথা, তাদের একটা মেহেদী রিলেটেড পোস্ট আপনাকে বাধ্য করবে তাদের পেইজ ঘুরে দেখে আসার জন্য। আর সম্পূর্ণ পেইজ ঘুরে দেখার পর আপনার মনে হবে,
🍃 They are born to do it. 🍃
চাইলে তাদের এই দলে আপনিও যুক্ত হতে পারবেন। যদি না শুধুমাত্র, ☘️
Practice makes a man perfect - এ বিশ্বাসী না হয়ে,
Specialization leads to Mastery - তেও বিশ্বাসী হোন।☘️🪄
আর ব্যবসা শুরু করার আগে বুঝতে হবে, আর মনে ধারণ করতে হবে,
"ব্যবসা শুধুমাত্র একটি আয়ের উৎস-ই নয়, বরং একজন মানুষের চিন্তাশক্তি, পরিশ্রম আর সততার সাথে সময়ের ব্যবধানে নিজেকে প্রমাণ করার একটি সর্বোত্তম সুযোগ।"
Mehendi Mark ✍️