Sangbad Protidin

Sangbad Protidin একটি আমাদের দৈনিক।
জানতে ও জানাতে চায় https://www.sangbadprotidin.live/

কমলগঞ্জ উপ‌জেলার, ইসলামপুর ইউনিয়‌নের ছয়ঘরী গ্রা‌মের ফারুক(৪৫) মিয়ার পৈ‌তিকজায়গা জুরপূর্বক দখল কর‌তে যায় তার ভা‌তিজা হোস...
02/03/2025

কমলগঞ্জ উপ‌জেলার, ইসলামপুর ইউনিয়‌নের ছয়ঘরী গ্রা‌মের ফারুক(৪৫) মিয়ার পৈ‌তিকজায়গা জুরপূর্বক দখল কর‌তে যায় তার ভা‌তিজা হোসেন মিয়া(৩৮) ও সৎ ভাই আমরু মিয়া(৪৩)। তখন ফারুক মিয়া বিষ‌য়টি জি‌জ্ঞেস কর‌তে গে‌লে হোসেন মিয়া ও আমরু‌ মিয়া বাক বিতর্ক শুরু ক‌রেন এবং এক পর্যা‌য়ে আমরু মিয়া বল্লম বের ক‌রে ফারুক মিয়ার বু‌কের বাম পাশ‌দি‌য়ে ঢু‌কি‌য়ে দে‌য়ে। ফারুক মিয়ার চিৎকার শো‌নে এগি‌য়ে যান উনার স্ত্রী আমিরুন নেছা(৪০) ও বড় ভাই চেরাগ মিয়া(৬০) তখন আমরু মিয়া আবা‌রো ফারুক মিয়ার স্ত্রীর বাম পা‌য়ে বল্লম দি‌য়ে জখম ক‌রেন। এবং আমরু মিয়ার মেয়ের জামাই হোসেন মিয়া লা‌ঠি দি‌য়ে বেড়দক মারধর ক‌রেন ফারুক মিয়ার বড় ভাই চেরাগ মিয়া‌কে। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌দের‌কে উদ্ধার ক‌রে কমলগঞ্জ স্বাস্থ‌্য কমপ্লেক্স নি‌য়ে যাওয়ার প‌থে কমলগঞ্জ থানায় ঢুক‌লে ডিউটি রত পু‌লিশ স্বচক্ষে আহ‌ত‌দের দে‌খে তাড়াতা‌ড়ি হাসপাতা‌লে পাঠান। কমলগঞ্জ স্বাস্থ‌্য কমপ্লেক্স নি‌য়ে গে‌লে চিকিৎসক মৌলভীবাজার ২৫০ শয‌্যা সদর হস‌পিটা‌লে পাঠান। কিন্তু সেখা‌নে ফারুক মিয়ার বড় ভাই চেরাগ মিয়ার চি‌কিৎসা কর‌লেও ফারুক মিয়া ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাড়াতা‌ড়ি পা‌ঠি‌য়ে দেন সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল। সেখা‌নে চিকিৎসাধীন আছেন ফারুক মিয়ার স্ত্রী এবং মৃত‌্যুর সা‌থে পাঞ্জা লড়‌ছেন ফারুক মিয়া। স্থানীয়‌দের সা‌থে জান‌তে চাইলে জানা যায় আমরু মিয়া ও হো‌সেন মিয়া পূর্ব প‌রিকল্পনা ক‌রে দেশীয় অ‌স্ত্র সংগ্রহ ক‌রেই রে‌খে‌ছিল।

13/11/2024

দৈনিক সংবাদ সারাবেলা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সিলেটে আয়োজিত আঞ্চলিক উন্নয়নে জাতীয় সংবাদপত্রের ভূমিকা শীর্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠান থেকে সরাসরি

রাজনীতিবিদ আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন রুচিশীল উন্নত রাজনীতিবিদ, অন্তত তার উপর হামলা করা পরিচয়ধারী (বিএনপি হোক কিংবা ...
09/09/2024

রাজনীতিবিদ আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন রুচিশীল উন্নত রাজনীতিবিদ, অন্তত তার উপর হামলা করা পরিচয়ধারী (বিএনপি হোক কিংবা লীগ) রাজনীতিবিদদের থেকে উন্নত রাজনীতিবিদ… কেন মনে হইলো কারণগুলা বলি…

১। হিরো আলম আদালতে গেছিলো নির্বাচনকালীন সময়ে তার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মামলা করতে… মামলায় আসামী ৩ জন… ওবায়দুল কাদের, বগুড়ার আসনের প্রতিদ্বন্দ্বী ও নির্বাচন কমিশনার… সে ন্যায়বিচার পাওয়ার লক্ষে আইনের সহযোগিতা নেয়ার পথে আগাইছে… তার এই পথে আগানোতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের জন্য ব্যাপারটা সহজ করে দিলো… আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় এবং ৩ অভিযুক্তকে শাস্তিমূলক রায় দেয়া হয়, তাইলে হিরো আলমের চেয়ে বেশি লাভ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের…

২। অথচ, তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগ আইনা আদালত প্রাঙ্গনেই তাকে গণপিটুনী এবং কান ধরে উঠবস করানোটা কতখানি আইন পরিপন্থী তা বলাই বাহুল্য… যে বা যারা এই কাজটা করলো তাদের চিহ্নিত করা কঠিন হবে না… ভিক্টিম হিসাবে এডভান্টেজ পাবে হিরো আলম… কারণ, মারধর ও কান ধরানোর প্রমাণ থাকলেও, কটুক্তির কোন প্রমাণ নাই… যদি কটুক্তি বা সমালোচনা কইরাও থাকে তাতে সমস্যা কিছু তো দেখি না… তারেক রহমান সাহেব তো সমালোচনার উর্ধ্বে কেউ নন… বরং, আদালত প্রাঙ্গনে এমন কান্ড ঘটানো নেতাকর্মীগণ শাস্তিযোগ্য অপরাধ করেছেন…

৩। হিরো আলম মারের বিপরীতে মারবেন বইলা ঘোষণা দেন নাই… বরং, সংবাদ সম্মেলন ডেকে জোরদার হুঁশিয়ারি দিয়ে আইনানুগ ব্যাবস্থা নিবেন বলে জানাইছেন… এখান থেকেও রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আছে যে মব এটাক বাদ দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন…

৪। শিক্ষা তো নেয়ই নাই উল্টা এর প্রেক্ষিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, “বিএনপি হিরো আলমের মত লোককে মেরে আরো হিরো করবে এটা ভাবা ঠিক নয়… সে একজন রুচিহীন মানুষ… তাকে নিয়ে আমাদের ভাবার কোন সুযোগ নেই…”
হিরো আলম রুচি না বম্বে সুইটস সেইটা ইম্পর্টেন্ট হবার কথা ছিলো না… উচিত ছিল এমন একটা ঘটনায় হিরো আলমকে বিএনপির সহযোগিতা করা, ব্যাপারটি খতিয়ে দেখা হবে বইলা আশ্বাস দেয়া… কারণ,

৫। হিরো আলম যতই রুচিহীন মানুষ হন না কেন, এই মানুষটাই আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ঢাকা-১৭ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আরাফাতের বিপরীতে দাঁড়াইয়া আরাফাতকে অগুনিত অদৃশ্য চটকনা দেয়ার মত লজ্জায় ফেলতে পারছিলেন… বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এই কারণে হইলেও হিরো আলমের গলায় মালা পড়ানো উচিত…

সুতরাং, বলা যাইতেই পারে রাজনীতিবিদ আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন রুচিশীল উন্নত রাজনীতিবিদ…

(বি.দ্র.- এই পোস্টের প্রেক্ষিতে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে হিরো আলম নিয়া লিখতে পারেন কিন্তু খুলনার ঘটনা, চট্টগ্রামের ঘটনা কিংবা বর্ডারে স্বর্ণা দাশের সাথে হওয়া ঘটনা নিয়া কিছু বলেন না বা লিখেন না কেন???
তাদের জন্য উত্তরে বলে রাখি, এইসব ঘটনা নিয়া আমি কিছু বলবো না, লিখবো না… এইসব ঘটনা নিয়া আমি আঁকবো… কোথায় আঁকবো, কখন আঁকবো, কি আঁকবো তা আঁকা শেষে দেখতে পাবেন ইনশাআল্লাহ …)

জী ধন্যবাদ …

লিখেছেন Mishu জনপ্রিয় কার্টুনিস্ট

27/08/2024

কমলগঞ্জের ইসলামপুরে জমি দখলের অভিযোগ: সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং দূর্বৃত্তদের পলায়ন।

23/08/2024

বিশ-ত্রিশ হাজার টাকা উঠিয়ে গাড়ি ভাড়া করে কয়েকজনের কাফেলা বানিয়ে দৌড়াবেন না।
এটা গতানুগতিক ট্যুর নয়।
নৈতিকতা, জিম্মাদারী ও আমানতদারির ব্যাপার।
ছোটখাটো আমানতগুলো বিশ্বস্ত বড় কাফেলার হাওয়ালা করে দিন। ওখানে সকলের উপস্থিতি জরুরী নয়।

আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। বন্যাদুর্গত এলাকায় সকলকে হেফাজত করুন।
Sheikh Anam ভাই যথাযথ বলেছেন।

যে চিন্তায় আপনি নির্ঘুম কিংবা যে চিন্তায় আপনি বিষন্ন। যে সফলতায় আপনি আনন্দিত কিংবা যে জীবনে আপনি সুখী। যে মন-মানসিকতায় আ...
25/01/2024

যে চিন্তায় আপনি নির্ঘুম কিংবা
যে চিন্তায় আপনি বিষন্ন।
যে সফলতায় আপনি আনন্দিত কিংবা
যে জীবনে আপনি সুখী।
যে মন-মানসিকতায় আপনি উৎফুল্ল কিংবা
যে জীবনে আপনি প্রচুর আড়ম্বরপূর্ণ।

একদিন ইনশাআল্লাহ আপনার মধ্যে এই চিন্তা রোগের পোকার আক্রমণ থাকবে না। হয়তো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে উথাল-পাতাল ঢেউ খেলানো হাসিতে নিজেকে জড়িত রাখতে ভূল করবেন না।
সে-ই দিন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আল্লাহ তায়ালা সবর পরিশ্রম আর দোয়ার উছিলায় সকলের প্রতি দয়া করুন।
তবে
তুমি যদি সফল না হয়েও ব্যর্থ হও তবুও বন্ধুদের ছাড়া একা থেকো না -কবি!

#দিন_বদলের_ইঙ্গিত
#আত্মবিশ্বাস

Historical building
19/01/2024

Historical building

15/01/2024

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ১৬তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ২০২৪

12/01/2024

ডামি নির্বাচনপ্রত্যাখান দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসুচি বিক্ষোভ মিছিল

28/12/2023

Let’s Talk - তারুণ্যের মুখোমুখি শেখ হাসিনা

24/12/2023

বড়দিন-২০২৩ উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

Address

Faridabad, Kuarpar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sangbad Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sangbad Protidin:

Share