09/09/2024
রাজনীতিবিদ আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন রুচিশীল উন্নত রাজনীতিবিদ, অন্তত তার উপর হামলা করা পরিচয়ধারী (বিএনপি হোক কিংবা লীগ) রাজনীতিবিদদের থেকে উন্নত রাজনীতিবিদ… কেন মনে হইলো কারণগুলা বলি…
১। হিরো আলম আদালতে গেছিলো নির্বাচনকালীন সময়ে তার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মামলা করতে… মামলায় আসামী ৩ জন… ওবায়দুল কাদের, বগুড়ার আসনের প্রতিদ্বন্দ্বী ও নির্বাচন কমিশনার… সে ন্যায়বিচার পাওয়ার লক্ষে আইনের সহযোগিতা নেয়ার পথে আগাইছে… তার এই পথে আগানোতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের জন্য ব্যাপারটা সহজ করে দিলো… আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় এবং ৩ অভিযুক্তকে শাস্তিমূলক রায় দেয়া হয়, তাইলে হিরো আলমের চেয়ে বেশি লাভ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের…
২। অথচ, তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগ আইনা আদালত প্রাঙ্গনেই তাকে গণপিটুনী এবং কান ধরে উঠবস করানোটা কতখানি আইন পরিপন্থী তা বলাই বাহুল্য… যে বা যারা এই কাজটা করলো তাদের চিহ্নিত করা কঠিন হবে না… ভিক্টিম হিসাবে এডভান্টেজ পাবে হিরো আলম… কারণ, মারধর ও কান ধরানোর প্রমাণ থাকলেও, কটুক্তির কোন প্রমাণ নাই… যদি কটুক্তি বা সমালোচনা কইরাও থাকে তাতে সমস্যা কিছু তো দেখি না… তারেক রহমান সাহেব তো সমালোচনার উর্ধ্বে কেউ নন… বরং, আদালত প্রাঙ্গনে এমন কান্ড ঘটানো নেতাকর্মীগণ শাস্তিযোগ্য অপরাধ করেছেন…
৩। হিরো আলম মারের বিপরীতে মারবেন বইলা ঘোষণা দেন নাই… বরং, সংবাদ সম্মেলন ডেকে জোরদার হুঁশিয়ারি দিয়ে আইনানুগ ব্যাবস্থা নিবেন বলে জানাইছেন… এখান থেকেও রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার আছে যে মব এটাক বাদ দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন…
৪। শিক্ষা তো নেয়ই নাই উল্টা এর প্রেক্ষিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, “বিএনপি হিরো আলমের মত লোককে মেরে আরো হিরো করবে এটা ভাবা ঠিক নয়… সে একজন রুচিহীন মানুষ… তাকে নিয়ে আমাদের ভাবার কোন সুযোগ নেই…”
হিরো আলম রুচি না বম্বে সুইটস সেইটা ইম্পর্টেন্ট হবার কথা ছিলো না… উচিত ছিল এমন একটা ঘটনায় হিরো আলমকে বিএনপির সহযোগিতা করা, ব্যাপারটি খতিয়ে দেখা হবে বইলা আশ্বাস দেয়া… কারণ,
৫। হিরো আলম যতই রুচিহীন মানুষ হন না কেন, এই মানুষটাই আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ঢাকা-১৭ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আরাফাতের বিপরীতে দাঁড়াইয়া আরাফাতকে অগুনিত অদৃশ্য চটকনা দেয়ার মত লজ্জায় ফেলতে পারছিলেন… বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এই কারণে হইলেও হিরো আলমের গলায় মালা পড়ানো উচিত…
সুতরাং, বলা যাইতেই পারে রাজনীতিবিদ আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন রুচিশীল উন্নত রাজনীতিবিদ…
(বি.দ্র.- এই পোস্টের প্রেক্ষিতে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে হিরো আলম নিয়া লিখতে পারেন কিন্তু খুলনার ঘটনা, চট্টগ্রামের ঘটনা কিংবা বর্ডারে স্বর্ণা দাশের সাথে হওয়া ঘটনা নিয়া কিছু বলেন না বা লিখেন না কেন???
তাদের জন্য উত্তরে বলে রাখি, এইসব ঘটনা নিয়া আমি কিছু বলবো না, লিখবো না… এইসব ঘটনা নিয়া আমি আঁকবো… কোথায় আঁকবো, কখন আঁকবো, কি আঁকবো তা আঁকা শেষে দেখতে পাবেন ইনশাআল্লাহ …)
জী ধন্যবাদ …
লিখেছেন Mishu জনপ্রিয় কার্টুনিস্ট