ডোরা দ্যা পাছু বিলাই

ডোরা দ্যা পাছু বিলাই অতীত আর বর্তমান নিয়ে সমুদ্রে ভাসি।।🍂✨

" Flora " is no more.💔~10:55বুক খালি করে দিয়ে চলে গেল। বাচ্ছাটার জন্য সবাই একটু প্রার্থনা/দোয়া করবেন।
15/05/2025

" Flora " is no more.💔
~10:55
বুক খালি করে দিয়ে চলে গেল।
বাচ্ছাটার জন্য সবাই একটু প্রার্থনা/দোয়া করবেন।

05/05/2025

আমার প্রথম ফ্যামেলি মেম্বার। ছোট থাকতে অনেক ঘাউ*ড়া ছিলো এখনও তার কমতি নেই।
ছোট ডোরা এখন ৫ বাচ্ছার মা হয়ে গেসে। দোয়া করবেন।🤍



05/02/2025

শুভ সকাল✨


এগুলো নিজে শিখুন, বাচ্চাদেরকে শেখান। এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।কুকুর কখনো বিনা কারণে মানুষকে আক্রমণ করে না।  করে তখনই...
30/01/2025

এগুলো নিজে শিখুন, বাচ্চাদেরকে শেখান।
এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
কুকুর কখনো বিনা কারণে মানুষকে আক্রমণ করে না। করে তখনই, যখন মানুষটাকে তার হুমকি স্বরূপ মনে হয়, মনে হয় যে মানুষটা তাকে ক্ষতি করবে। এছাড়াও-নেশাখোর, হিরোঞ্চি, চোর, ছিনতাইকারী এদেরকে কুকুররা আগে থেকেই চিনতে পারে। তাই এদেরকে দেখলে ঘেউ ঘেউ করে।
কুকুররা যদি কোন মানুষকে দেখে চিৎকার করে, বা আক্রমণাত্মক হয়ে ওঠে... তাহলে কুকুরকে দোষ দেবেন না, বরং সেই মানুষ থেকে সচেতন হোন। কারণ সেই মানুষের কাছে নিশ্চয়ই ক্ষতিকর কিছু আছে, অথবা সে মাদকাসক্ত, অথবা সে খারাপ উদ্দেশ্য নিয়ে ঘোরাফেরা করছে। কুকুর সেটা বুঝতে পেরেছে এবং বুঝে সবাইকে সতর্ক করার চেষ্টা করছে।
কুকুরেরা এগুলো ন্যাচারেলি বুঝতে পারে বলেই পুলিশেরা অপরাধী ধরার জন্য কুকুর ব্যবহার করেন। সামান্য একটু ট্রেনিং পেলেই কুকুরেরা এক্সপার্ট পুলিশ ডগ হয়ে যায় ওদের এই ন্যাচারাল ইন্সটিংক্ট এর জন্য।
এরা একটু ভালোবাসা পেলে নিজের জীবনেরও ভয় করে না।তাহলে আমরা সবাই সচেতন হই।🤍

Kaniva Pet Food থেকে কিছু উপহার এসেছে।বেশ কয়েকধরণের ক্যাট ফুড পাঠিয়েছে।এগুলোতে আছে প্রচুর প্রোটিন,ক্যালসিয়াম ইত্যাদি।খুব...
29/01/2025

Kaniva Pet Food থেকে কিছু উপহার এসেছে।বেশ কয়েকধরণের ক্যাট ফুড পাঠিয়েছে।এগুলোতে আছে প্রচুর প্রোটিন,ক্যালসিয়াম ইত্যাদি।খুবই খুশি সবাই ক্যাট ফুড পেয়ে।😇

আমার মতো আপনারাও পেয়ে যেতে পারেন এই উপহার শুধু ফর্ম ফিলাপ করতে হবে।ক্যানিভা ক্যাট ফুড নিশ্চিত করে বিড়ালের দৈহিক সুস্থতা তাই আপনারাও নিয়ে দেখতে পারেন।🤍

ধন্যবাদ Kaniva Bangladesh আমাদের ভালোবেসে উপহার দেয়ার জন্য।✨




বিড়াল সুস্থ আছে কি না তা আপনারা কিভাবে বুঝবেন!একটা সুস্থ বিড়ালের নাক,মুখ,জিহ্বা,হাত পায়ের তালু পিংক থাকবে, টেম্পারেচার ন...
01/05/2024

বিড়াল সুস্থ আছে কি না তা আপনারা কিভাবে বুঝবেন!
একটা সুস্থ বিড়ালের নাক,মুখ,জিহ্বা,হাত পায়ের তালু পিংক থাকবে, টেম্পারেচার নরমাল থাকবে,বমি ডাইরিয়া থাকবে না।তাই সবাই গরমে একটু যত্ন নিবেন নিজের বাচ্চা গুলোদের।আর অবশ্যই জল দিবেন বেশি বেশি করে।



টম নাকি বিলাই,,, কিন্তু আমাকে তো জেরির মতো লাগে, তাইলে কি আমি ইন্দুর🫠😅!!!!
30/04/2024

টম নাকি বিলাই,,, কিন্তু আমাকে তো জেরির মতো লাগে, তাইলে কি আমি ইন্দুর🫠😅!!!!

30/04/2024

আজকের টেম্পারেচার প্রায় ৪২°। এটা আরোও বাড়বে।এই গরমে একটু আরামের জন্য কুকুর/ বিড়ালরা গাড়ির নিচে ছায়ায় রেস্ট নেয়।যাদের ট্রাক/ গাড়ি আছে তারা অবশ্যই গাড়ি স্ট্রার্ট দেয়ার আগে দেখে নেবেন নিচে কোনো কুকুর / বিড়াল আছে কিনা।
আপনার একটু সতর্কতা একটি প্রাণীর জীবন বাঁচাতে পারে।



গরমের জন্য বিড়াল আইসক্রিম ফ্রিজের উপরে রেস্ট নিতাছে😍
27/04/2024

গরমের জন্য বিড়াল আইসক্রিম ফ্রিজের উপরে রেস্ট নিতাছে😍

গরমে অতিষ্ঠ হয়ে দোকানে গিয়ে আইস্ক্রিম চাইলে তাঁরা বললেন- "ভাই, কিছু না মনে করলে পাশের দোকান থেকে নেন দয়া করে,, বিড়ালটা ঘ...
26/04/2024

গরমে অতিষ্ঠ হয়ে দোকানে গিয়ে আইস্ক্রিম চাইলে তাঁরা বললেন- "ভাই, কিছু না মনে করলে পাশের দোকান থেকে নেন দয়া করে,, বিড়ালটা ঘুমাচ্ছে"-
সৃষ্টিকর্তা এজন্যই হয়তো মানুষকে 'সৃষ্টির সেরা জীব' বলেছেন...


Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডোরা দ্যা পাছু বিলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share