জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ

জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ, Digital creator, Sylhet.

নিঃস্বার্থভাবে 🇧🇩এর ৬৪ টি জেলায় গীতা দান, সনাতন ধর্মীয় কাজ, মানবকল্যানের হীতে কাজ করার অঙ্গীকারবদ্ধে দৃঢ় তৎপর। যার কার্যক্রম প্রক্রিয়া চলমান 🙏🙏জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র🙏🙏 মন্দির ( গ্রুপ) Featured এর এক নজরে এক ক্লিকে দেখতে পারেন।

- 🚩 হরি 🕉️ তৎ সৎ 🚩-       🚩🚩  ওম নমো ভগবতে বাসুদেবায় 🚩🚩🚩🚩🚩 জয় গীতা 📚 🙏হরে কৃষ্ণ🙏 🚩🚩🚩🚩গীতা দান🔸 গীতা দান🔸 গীতা দান 🚩 🎉🎊...
07/11/2025

- 🚩 হরি 🕉️ তৎ সৎ 🚩-
🚩🚩 ওম নমো ভগবতে বাসুদেবায় 🚩🚩
🚩🚩🚩 জয় গীতা 📚 🙏হরে কৃষ্ণ🙏 🚩🚩🚩
🚩গীতা দান🔸 গীতা দান🔸 গীতা দান 🚩

🎉🎊🎉 গীতা দান - চৌদ্দ নভেম্বর ২০২৫ ইং শুক্রবার সকাল ০৯ঃ০০ ঘটিকা থেকে দুপুর ২ঃ০০ ঘটিকা পর্যন্ত 🎉🎊🎉

স্থান:- রংপুর বিভাগের নীলফামারী জেলার শিমুলবাড়ী উপজেলা শিমুলবাড়ী গ্রামে শিমুলবাড়ী বৈদিক গীতা শিক্ষা বিদ্যাপীঠে।
আসছে আগামী চৌদ্দ নভেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার, 🙏🙏জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র 🙏🙏 মন্দির (গ্রুপ) এর পক্ষ থেকে ৯ম গীতা দান সম্পুর্ন করা হবে।

🙏🙏জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র 🙏🙏 মন্দির (গ্রুপ) এর পক্ষ থেকে শ্রীগীতা দান করতে আমরা যাচ্ছি রংপুর বিভাগের নীলফামারীর জেলায়।

তাই শ্রীগীতা দান এর লাইভ সহ সচিত্র ভিডিও এবং কতেক ছবি ( pictures) দেখতে দৃষ্টি রাখুন জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ ও 🙏🙏
জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র🙏🙏 মন্দির ( গ্রুপ) এ চৌদ্দ নভেম্বর ২০২৫ ইং
সকাল ৯ঃ০০ ঘটিকা হইতে ০২ঃ০০ ঘটিকার মধ্যে।

🙏 সুতরাং সকলের প্রতি নিবেদন এই যে উক্ত স্থানের উল্লেখিত গীতা বিদ্যানিকেতনে গীতা দান হতে যাচ্ছে, তাই আপনারা সকলেই উপস্থিত হয়ে উক্ত দান অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবেন 🙏

🤗🤗 ধন্য হোক পূর্ণ হোক এই মন্দিরের সকল সেবক - সেবিকা ও দান ফান্ডের সহযোগী বৃন্দসহ দান কার্য সম্পূর্ণ হওয়ার পিছনে যাদের রয়েছে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সাহায্য তাদের 🥰🥰

ভগবান শ্রী কৃষ্ণের অশেষ করুণায় ও এই মন্দিরের সবার অক্লান্ত পরিশ্রম এর কারণে এই মন্দির (গ্রুপ) এগিয়ে যাবে দান কার্যের দিকে আরও এক ধাপ।

😘😘 আগামী চৌদ্দ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রী গীতা দান অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন অত্র মন্দির (গ্রুপ) এর সনাতনী লক্ষ্মী ভান্ডার এর কার্যকরী পরীষদ, সেবক এবং দান ফান্ডের সহযোগীবৃন্দ ও অতিথিবৃন্দগন 😊😊

👏👏 সর্ব শেষে এই প্রার্থনা, পরম পূজ্য ভগবান শ্রী কৃষ্ণের নিকট এই ভাবে যেন প্রাণ গোবিন্দের আর্শীবাদ মাথায় নিয়ে এই শ্রী গীতার বানী এই মন্দিরের সেবক - সেবিকা ও দান ফান্ডের সহযোগীরা বাংলাদেশের ০৮ টি বিভাগের ৬৪ টি জেলার ৪৯৫ টি উপজেলায় শ্রী গীতা দান করে শ্রী গীতা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারে এই আশির্বাদ করবেন। এরই মধ্যে এই দান দিয়ে মাত্র ০৯ টি উপজেলার ০৭ টি জেলায় আমরা যাব। অর্থ্যাৎ এখন ৫৭ টি জেলা বাকি আছে। আমাদের প্রথম লক্ষ জেলা।

আপনাদের সাহায্য অনুযায়ী উক্ত ৫৭ টি জেলায় শ্রী গীতা দান করতে সনাতনী লক্ষ্মী ভান্ডার এর দান ফান্ড এর সদস্যগণের অতি কস্টে উপার্জিত টাকা অত্র মন্দির (গ্রুপ) এর সনাতনী লক্ষ্মী ভান্ডারে অর্ঘ্য স্বরুপ জমা করেছেন ও ভবিষ্যতে করিবেন এই আশা রাখি। আপনাদের উক্ত অতি কস্টের উপার্জিত টাকায় দান সমুহ সহ উদ্ভোদন হচ্ছে বিধায় আপনাদের অতিকস্টের টাকা দান করায় উক্ত দান ফান্ড এর সহযোগীদের দানের টাকার দাবি আপনারা রাখিবেন না এই আশা রাখি বিদায় আপনাদের সহিত দান ও উদ্ভোদন তথা ধর্মীয় কল্যানের জন্য আপনাদের উপর কখনো কখনো রাগান্বিত হই, তার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। 🙏

🌄 আপনাদের অর্ঘ্যের নিমিত্তে অত্র মন্দির (গ্রুপ) একটি অরাজনৈতিক ফেইসবুক উন্নয়ন মুলক সংগঠন এর পক্ষ থেকে ৯ম দান সম্পুর্ন হচ্ছে। আমাদের সাথে সদস্য হওয়ার জন্য আপনাদের নিকট অনুমতি প্রার্থনা করিতেছি। আশা করি নিরাশ করিবেন না।

🕉️ সার্বিক সহযোগিতায় 🕉️

🙏🙏জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র🙏🙏 মন্দির ( গ্রুপ)

ফেসবুক কমিউনিটি সিলেট, (শ্রীহট্ট) বাংলাদেশ।
স্থাপিত- ২০২২ সন।

উক্ত দান কাজ সম্পুর্ন করার জন্য নীলফামারীর সভাপতি মহোদয়ের নিকট বিনীত অনুমতি প্রার্থনা করি।


সিলেট বা অন্যান্য জায়গা থেকে যদি কেউ আমাদের সাথে নীলফামারিতে যেতে চান তবে ইনবক্সে যোগাযোগ করুন আমার সাথে।

🚩🚩যোগাযোগক্রমে ও অনুমতি প্রার্থনা ক্রমে🚩🚩
Anupom Dey Arjun
অনুপম দে অর্জুন
সভাপতি (মেইন এডমিন, প্রতিষ্ঠাতা)
🙏🙏জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র🙏🙏 মন্দির (গ্রুপ)।

আমাদের দান ফান্ড এর নাম- #সনাতনী_লক্ষ্মী_ভান্ডার
উক্ত ফান্ডেও প্রতিমাসে ১০০/- হারে অর্ঘ্য প্রদান করে দান ফান্ড এর সদস্য হতে চাইলে দান ফান্ড এর সদস্য সংগ্রহ পোস্ট দেখে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

07/11/2025

চল নীলফামারি গীতা দানে

06/11/2025

⭐ “ভক্তির সুরে যেন মিলে ঈশ্বরের সান্নিধ্যে ✨🙏❤️

06/11/2025

কৃষ্ণ নাম বিলাতে যদি কলংক লাগে মোর গায়, তবুও আমি নাম বিলাতে পিছু হাটব না যেতায়।
゚ #সনাতনী_লক্ষ্মী_ভান্ডার
্রী_শ্রী_চৈতন্য_মহাপ্রভুর_লীলা_ক্ষেত্র #মন্দির #গ্রুপ

05/11/2025

'' গৌড় গৌড় গৌড় বলে—একবার নাচিবো...
আহ কি দিব্য আনন্দ...🔥⚡

03/11/2025

🔥 “আনন্দের বাজারে নিতাই প্রেমেরই বাজারে — 💛🙏✨”

01/11/2025

জাতপাতের রেষারেষিটা ছেড়ে একটিবার বের হয়ে আসুন,, দেখবেন সনাতন কত সুন্দর

01/11/2025

“রাধে রাধে… 🌸🎶 রাধার নাম সে মন মাতোয়ারি 🌿??✨”

26/10/2025

যশোদারেও কোলে কৃষ্ণ আসিলা শয়ণে।
হেন কালে রাধার কথা পড়ে গেলো মনে।
#সিলেট ゚

25/10/2025

দামোদর মাসে দামোদর প্রভুকে মঙ্গলা কির্তনে আলতি। ঁ ব্রজেন্দ্র কুঠিরে।

24/10/2025

✨🙏✨ রাধে রাধে ✨🙏✨

সবাইকে জানাই ভ্রাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও সকল বোন দের প্রতি আমার প্রণাম, ভালোবাসা  ❤️🙏🌿 #শুভ...
23/10/2025

সবাইকে জানাই ভ্রাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও সকল বোন দের প্রতি আমার প্রণাম, ভালোবাসা ❤️🙏🌿

#শুভ_ভাতৃদ্বিতীয়া

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share