উপসংহার - Uposonghar

উপসংহার - Uposonghar উপসংহারে তুমি না হয় অ'প্রাপ্তি হয়ে'ই থেকে যেও!🖤

Permanently closed.
বিশ্বাসে মিশে থাকা মানুষ, বিশ্বাসের মূল্য দিতে জানে না.! 🖤💔
08/07/2025

বিশ্বাসে মিশে থাকা মানুষ, বিশ্বাসের মূল্য দিতে জানে না.! 🖤💔

06/07/2025

বেঁচে আছি - এরচেয়ে বিস্ময়কর ও আনন্দময় পৃথিবীতে আর কিছুই নেই!

যতটা আলাপ করলে, না ভুলবার মতো স্মৃতির জন্ম নেয়, ঠিক ততটাই আলাপ হয়ে ছিলো আমাদের! ❤️‍🩹
04/07/2025

যতটা আলাপ করলে, না ভুলবার মতো স্মৃতির জন্ম নেয়, ঠিক ততটাই আলাপ হয়ে ছিলো আমাদের! ❤️‍🩹

04/07/2025

mosharraf karim 🔥

03/07/2025

এই বারের মতো পাস করিয়ে দেও মাবুদ🤲

কিছু কথা আকাশের মেঘের মতো, জমে থাকে বুকে,কিছু অনুভূতি কখনো বলা হয় না,থেকে যায় চোখের কোণে। আজকাল কেমন যেন শূন্যতায় ডুব...
03/07/2025

কিছু কথা আকাশের মেঘের মতো, জমে থাকে বুকে,
কিছু অনুভূতি কখনো বলা হয় না,
থেকে যায় চোখের কোণে। আজকাল কেমন যেন শূন্যতায় ডুবে থাকি,
যেন সবকিছু আছে, কিন্তু কিছুই নেই।

তুমি ছাড়া জীবনটা কেমন যেন বেমানান। আজও অপেক্ষা করি, হয়তো একদিন ফিরে আসবে!🖤

যে চলে গেছে, সে ফেরার জন্য যায়নি, ফেরলেও সে আবার চলে যাইতে একটুও দ্বিধাবোধ করবে না!❤️‍🩹
02/07/2025

যে চলে গেছে, সে ফেরার জন্য যায়নি, ফেরলেও সে আবার চলে যাইতে একটুও দ্বিধাবোধ করবে না!❤️‍🩹

02/07/2025

আমি তোমায় ভালোবাসি জগৎ এ হইয়াছি দোষি,,,,

যেদিন তোমার সাথে কথা হয় না— সেদিনটা জীবনানন্দের কবিতার মত দীর্ঘ লাগে,পৃথিবীকে লাগে অসহায়, নিজেকে নিজের কাছে লাগে বিষের ম...
01/07/2025

যেদিন তোমার সাথে কথা হয় না— সেদিনটা জীবনানন্দের কবিতার মত দীর্ঘ লাগে,
পৃথিবীকে লাগে অসহায়, নিজেকে নিজের কাছে লাগে বিষের মতো রুচিহীন।

যেদিন তোমার সাথে কথা হয় না— সেদিন আমার বয়স বেড়ে যায়।
হাত-পা অবস অবস লাগে, অলস অলস লাগে, আমি যেখানে সেখানে ঘুমাইয়া যাই,
একজায়গাতে বইসা পার কইরা দেই ঘন্টার পর ঘন্টা এমন-যেন আমার কোথাও যাওয়ার যায়গা নাই।

তোমারে যে কীভাবে বোঝাই— তোমার সাথে আমার কথা হওয়া কতোটা জরুরী
কতোটা জরুরী তোমার আশেপাশে থাকা।

তুমি জানো না — যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন পৃথিবী জুড়ে বইতে থাকে নরকের হাওয়া,
আর আমার বুকপকেটে চেচামেচি করতে থাকে এমনই এক বিষণ্ণ কবিতা,
যে কবিতা আমি কোনদিও লিখতে পারি নাই!🖤

আমারও একটা দুঃখের গল্প আছে, শুনতে চাইলে সময় করে একদিন আসিও!🙂❤️‍🩹
30/06/2025

আমারও একটা দুঃখের গল্প আছে,
শুনতে চাইলে সময় করে একদিন আসিও!🙂❤️‍🩹

30/06/2025

ভালোবাসা বাতাসের মতো, মুঠোয় বন্দি করা যায় না কখনো, বুক ভরে শ্বাস নিতে হয়!

15/11/2024

💚💙

Address

Sylhet

Telephone

+8801643086250

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপসংহার - Uposonghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share