Fun Factory

Fun Factory never give up

বসির দা একটা চা, - কবে এলে তুমি?-এইত আজ ভোরে, এসে এসে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র ঘুম ভাঙ্গলো।-ভালো করেছ অনেক দিন পর দেখা...
11/07/2025

বসির দা একটা চা,

- কবে এলে তুমি?

-এইত আজ ভোরে, এসে এসে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র ঘুম ভাঙ্গলো।

-ভালো করেছ অনেক দিন পর দেখা হল তোমার সঙ্গে।

-হ্যাঁ, কোরোনা তে গোটা কলেজ টায় কেটে গেল।

-এনাও তোমার চা আর সিগারেট। সিগারেট এর ব্রান্ডটা দেখছি মনে রেখেছ।

বসির দা হাসল,

- মনেত রাখতে হবে তোমরাত আমার কাস্টমার।

সিগারেটা ধরিয়ে চা এর ভাঁরে চুমুক দিলাম। (যেন ক্যান্সার আর গ্যাসের পারফেক্ট কম্বিনেশন।)

-হঠাং এখানে আসা, কলেজে কিছু কাজ ছিল বুঝি?

-হ্যাঁ...

-তোমার ওই বান্ধবী টাও এসেছিল কাল দেখলাম।

চা এর কাপে দ্বিতীয় চুমুক দিতে গিয়ে হঠাৎ বান্ধবীর নাম শুনে একজনেরই কথা মনে পড়ল রিতু।

রিতু আমার শুধু বান্ধবী না বান্ধবীর থেকে অনেক টা বেশি সে আমার প্রেমিকা।

কলেজের শেষে হওয়ার পর প্রায় বসির দার দোকানে চা খেতে আসতাম।

- আচ্ছা, ও এসেছিল...

শেষ দিন ঝগড়াটা করার পর এক সপ্তাহ হয়ে গেল ফোন করা হয়নি।



চা টা শেষ করে কলেজের অফিসে গেলাম।

বিকেল ৫:৩০, কলেজের থেকে অনেক আগেই চলে এসেছি, এখন যাব আমার প্রিয় প্রেমিকাকে সারপ্রাইজ দিয়ে রাগ ভাঙাতে।

প্রায় এক ঘন্টা ধরে হাতে গোলাপ নিয়ে রিতুর অফিসের সামনের চা এর দোকানে বসে মশা মারছি।

হাত ঘড়িটা দেখলাম ৭:৩০ রিতুর অফিস থেকে বেরোনোর সময় হয়ে এসেছে, তার সঙ্গে আস্তে আস্তে আমার হৃদপিন্ডের স্পন্দন বেড়ে যাচ্ছে, মনে এক রাশ অনুভূতি, দীর্ঘ দুটো বছরের ফোনের ঝগড়াটা আজ শেষ হবে, আজ বুঝিয়ে দেব দূরে থেকেও আমি ঠিক আগের মতই ভালোবেসে গেছি।

অফিস থেকে আস্তে আস্তে লোক বেড়োছে, আমার হৃদস্পন্দন অনুভূতি থেকে শব্দে রূপান্তরিত হয়েছে।

সামনে রিতু একটা কালো টপ আর জিন্স পড়ে কাঁধ সাইড ব্যাগ নিয়ে একটা handsome ছেলের হাত জড়িয়ে ধরে গল্প করতে করতে অফিস থেকে বের হচ্ছে।

রাস্তার এইপাশে চা এর দোকান থেকে আমি দেখছি।

রিতুকে দাঁড় করিয়ে কোথায় যেন গেল ছেলেটা। আমি যাব রিতুর সামনে দ্বন্দ্ব চলছে মনে, এখান সামনে হঠাৎ দাঁড়ালে কি তার সারপ্রাইজটা ভালো লাগবে। ছেলেটা আবার এলো বাইক নিয়ে রিতুর সামনে এসে দাঁড়ালো। রিতু কাঁধে হাত রেখে উঠে পড়লো তার বাইকে। মাথাটা ঘুরিয়ে ছেলেটা কিছু একটা বলে বাইক নিয়ে চলে গেল, আমার প্রেমিকাকে না, প্রেমিকা নয় আজ থেকে আমার প্রাক্তন।

03/07/2025

@@@ফেসবুক পেআউট অ্যাকাউন্ট সেটআপ করার পুরো প্রক্রিয়াটি (A to Z) নিচে ধাপে ধাপে দেওয়া হলো। এটি মূলত তাদের জন্য যারা Facebook Monetization (যেমন Reels Bonus, In-Stream Ads, Stars ইত্যাদি) থেকে ইনকাম পান এবং টাকা তোলার জন্য পেমেন্ট সেটআপ করতে চান।

# # # -by-Step: Facebook Payout Account Setup (A to Z)

1. Business Manager বা Professional Dashboard এ লগইন করুন

আপনার page এ যান

"Professional Dashboard" অথবা "Monetization" অপশন সিলেক্ট করুন

যদি Business Manager ইউজ করছেন, তাহলে business.facebook.com থেকে লগইন করুন

2. Payouts Section এ যান

Monetization বা Professional Dashboard থেকে “Payouts” এ ক্লিক করুন

যদি এটা প্রথমবার হয়, তাহলে আপনাকে নতুন Payout অ্যাকাউন্ট সেট করতে বলবে

3. পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন

“Add Payout Account” বা “Set Up Payouts” বাটনে ক্লিক করুন

এরপর Facebook আপনাকে Stripe বা Direct Bank পদ্ধতি বেছে নিতে বলবে (বাংলাদেশে সাধারণত ব্যাংক ট্রান্সফারই হয়)

4. ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্য দিন

আপনার পূর্ণ নাম (ন্যাশনাল আইডি অনুযায়ী)

জন্ম তারিখ

ঠিকানা (ঠিকমতো দিন)

মোবাইল নম্বর (OTP আসবে)

National ID / Passport ইনফরমেশন (যদি চায়)

5. ট্যাক্স ইনফরমেশন দিন (Tax Form)

Facebook মার্কিন কোম্পানি হওয়ায় Tax Form পূরণ করতে হয়

আপনি যদি বাংলাদেশে থাকেন:

Individual সিলেক্ট করুন

W-8BEN ফর্ম পূরণ করুন (নন-ইউএস রেসিডেন্টদের জন্য)

TIN না থাকলে ফাঁকা রাখতে পারেন, তাতে সমস্যা হয় না

6. ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিন

Bank Name

SWIFT Code (বাংলাদেশের ব্যাংকের SWIFT Code)

Bank Account Number

Account Holder Name

Routing Number (অনেক সময় লাগে না)

7. রিভিউ ও সাবমিট করুন

সব তথ্য একবার দেখে নিন

“Submit” চাপুন

Facebook সাধারণত 1–3 দিনে রিভিউ করে নেয়

8. পেমেন্ট পেতে প্রস্তুত!

যদি সবকিছু ঠিক থাকে, তাহলে Approved স্ট্যাটাস দেখাবে

ইনকাম করলে মাসের নির্দিষ্ট তারিখে (যেমন 21 তারিখ) ব্যাংকে টাকা চলে আসবে

টিপস:

ব্যাংক হিসেবে BRAC Bank, DBBL, City Bank, Standard Chartered ভালো কাজ করে

NID অনুযায়ী নাম ও ইনফো অবশ্যই ঠিক রাখুন

নিয়মিত “Payouts” এবং “Monetization” সেকশন চেক করুন।

25/06/2025

সমুদ্রের ঢেউ ডেকে বলে, “চলে এসো, হারিয়ে যাও আমার বিশালতার মাঝে!” এখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ব্যস্ততা, শুধু মুক্ত বাতাস, নীল জলরাশি আর অন্তহীন প্রশান্তি!

আল্লাহর বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই।  স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরক...
23/06/2025

আল্লাহর বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অজুহাতও নেই। স্বামী অন্ধ, স্ত্রী দুই পায়েই প্রতিবন্ধী, তবুও দুজনেই একে অপরকে সমর্থন করে মর্যাদার সাথে জীবনযাপন করছে।

এই ছবিটি দুটি অসাধারণ অনুপ্রেরণা দেয়। প্রথমত, জীবনে যতই সমস্যা আসুক না কেন, অজুহাত নয়, সমাধান খুঁজো। আর দ্বিতীয়ত, প্রয়োজনের সময়ও কখনো তোমার জীবনসঙ্গীকে ত্যাগ করো না। 💔 #

যেখানে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষ বিবাহ বিচ্ছেদ করছে, সেখানে এই দম্পতি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং নিষ্ঠা যেকোনো পরিস্থিতিতেই টিকে থাকে। 🥰*
এই অনুপ্রেরণামূলক দম্পতি আমাদের সকলের জন্য একটি জলজ্যান্ত উদাহরণ।🙏🏻

22/06/2025

medical engineer doctor 💥

21/06/2025

সকালে বিয়ে হয়েছে, সন্ধ্যায় শশুর মাথা ফাটায় দিছে! ফলাফল ইমার্জেন্সিতে এডমিট !!

অপরাধঃ শশুরের সামনে বিড়ি ধরাইছিলো ।।

৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্টকে রেডি করে দিলাম!!
***** রোগীর_ভাষ্যঃ
শশুর আমার খালু!@@@আগেও একসাথে বিড়ি খাইছি!!বিয়ের পরেই খালু শশুর হয়ে গেছে,
মুরুব্বির সামনে বিড়ি ধরাইয়া নাকি বেয়াদবি করে ফেলছি !!!****

জুমু’আ- হাদিস নংঃ[১৮২৪- ১৮২৫]  ➢ হাদিস নংঃ ১৮২৪ ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া তামিমী, মুহাম্মাদ ইবনু রুমহ ইবনু মুহাজির ও কুতায়বা ...
20/06/2025

জুমু’আ- হাদিস নংঃ[১৮২৪- ১৮২৫]





➢ হাদিস নংঃ ১৮২৪ ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া তামিমী, মুহাম্মাদ ইবনু রুমহ ইবনু মুহাজির ও কুতায়বা (রহঃ) আবদুল্লাহ (রাঃ)- থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, তোমাদের কেউ জুমুআর সালাতে যেতে ইচ্ছা করলে সে যেন গোসল করে নেয়।

➢ হাদিস নংঃ ১৮২৫ কুতায়বা ইবনু যাঈদ ও ইবনু রুমহ (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমাদের কেউ জুমুআয় এলে সে যেন গোসল করে নেয়।

16/06/2025

ভয়াবহ একটা অ্যাক্সি*ডেন্ট দেখুন


13/06/2025

এক*জন পতাকা ওয়ালাকে সেনাবাহিনী লাঠি*চার 😰🥲

13/06/2025

৮ বছরের বাচ্চার ১২০ স্পিডে গাড়ী চালানো দেখুন

12/06/2025

বাংলাদেশ হল একমাত্র দেশ যেখানে নিজের দেশের পতাকা বিক্রি করলেও মাইর খাইতে হয়



Address

Sylhet

Telephone

+8801874478837

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fun Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share