Sheikh20

Sheikh20 আসসালামুয়ালাইকুম ❤️
(9)

কারো রুহ টা জবাই করা কষ্ট দিচ্ছেন দিন, তবে দয়া করে একটু যত্ন করে দিন — যেন সে বুঝতেই না পারে!তবে ভুলে যাবেন না, ভবিষ্যত...
19/06/2025

কারো রুহ টা জবাই করা কষ্ট দিচ্ছেন দিন, তবে দয়া করে একটু যত্ন করে দিন — যেন সে বুঝতেই না পারে!

তবে ভুলে যাবেন না, ভবিষ্যতের জন্য নিজেকেও একটু প্রস্তুত করে রাখবেন।

কারণ আপনি যে কষ্ট দিচ্ছেন, তার পুরোটা না হোক, এক-তৃতীয়াংশ হলেও দুনিয়াতেই ফেরত আসবে — ঘুরে, ঘুরে, আপনার দিকেই।

এই পৃথিবী গোল — আপনি যেদিকে ছুঁড়ে দেন, সেদিকেই একদিন ফিরেও আসে!

তখন আপনি থাকবেন অনুশোচনায় পোড়া এক মানুষ — গ্লানিতে ভরা, ক্ষমা চাইতেও পারছেন না ইগোর দেয়ালে আটকে!

মানুষের দীর্ঘশ্বাস সহজ জিনিস নয় —

সামনের পথেই পায়ে শিকলের মতো জড়িয়ে ধরে রাখে।

কারো মুখে উচ্চারিত অভিশাপ না এলেও "রুহের হায়" বলে একটা জিনিস আছে,

যা প্রকৃতির প্রতিশোধ — Nature never forgets. Time is just the gap!

আজ যাকে অন্যায়ভাবে আঘাত করছেন, অপমান করছেন, তার মুখে হাসি না থাকলেও মনে থাকছে দুঃখের স্রোত।

সে হয়তো প্রতিবাদ করবে না, চুপ থাকবে — কিন্তু তার নীরবতা একদিন সাড়া দেবে প্রকৃতিতে।

আর তখন উত্তর দিতে হবে আপনাকেই, কারণ সৃষ্টিকর্তা শুধু একজনের না — তিনি সবার।

সব অন্যায়ের জবাব এখনই দিতে হয় না।

কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয় — নিখুঁত হিসেব নিয়ে।

তাই কাউকে কাঁদিয়ে সুখী হওয়ার অভিনয় আপনি করতে পারেন,

কিন্তু প্রকৃতির চোখ ফাঁকি দেওয়া যায় না!

🔚 শেষ কথা:

মানুষ ভুলে যায়, ক্ষমতাও ক্ষয় হয়…

কিন্তু প্রকৃতির ন্যায়বিচার কখনও পুরনো হয় না।

যে কষ্ট তুমি দাও, ঠিক সেই কষ্টই একদিন তোমার দরজায় কড়া নাড়বে।

অশ্রু সিক্ত রোনালদো, তবে এই কান্না আনন্দের, এই কান্না বিজয়ের। অভিনন্দন রোনালদো, অভিনন্দন পর্তুগাল❤Cristiano Ronaldo Hasa...
09/06/2025

অশ্রু সিক্ত রোনালদো, তবে এই কান্না আনন্দের, এই কান্না বিজয়ের। অভিনন্দন রোনালদো, অভিনন্দন পর্তুগাল❤

Cristiano Ronaldo Hasan Sheikh Sheikh20 #

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার..        Sheikh20 Hasan Sheikh
21/05/2025

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার..
Sheikh20 Hasan Sheikh

ওগুলো কোঁকা কোলা বা পেপসি নয়।ওগুলো আমার ভাই-বোনদের মৃত্যুর সরঞ্জাম।
08/04/2025

ওগুলো কোঁকা কোলা বা পেপসি নয়।
ওগুলো আমার ভাই-বোনদের মৃত্যুর সরঞ্জাম।

রোনালদো'ই পৃথিবীর এক মাএ ব্যক্তি যার অটোগ্রাফ চেয়েছে ব্রিটিশ রানী এলিজাবেথ।🤍Cristiano Ronaldo         Hasan The Vlogger ...
06/01/2025

রোনালদো'ই পৃথিবীর এক মাএ ব্যক্তি যার অটোগ্রাফ চেয়েছে ব্রিটিশ রানী এলিজাবেথ।🤍
Cristiano Ronaldo
Hasan The Vlogger Hasan Sheikh ゚

" ব্ল্যাক সোয়ালোয়ার, বিষ্ফোরক এক সমুদ্র দৈত্য। যার কাজকর্ম সত্যিই ভয়ংকর "ব্ল্যাক সোয়ালোয়ার এই মাছটাকে এককথায় বলা যায় দু...
16/12/2024

" ব্ল্যাক সোয়ালোয়ার, বিষ্ফোরক এক সমুদ্র দৈত্য। যার কাজকর্ম সত্যিই ভয়ংকর "
ব্ল্যাক সোয়ালোয়ার এই মাছটাকে এককথায় বলা যায় দুঃস্বপ্ন। আমাদের সৌভাগ্যই বলা যায়, এরা সমুদ্রের উপরিভাগে থাকে না। যদি এরা সমুদ্রের উপরিভাগে বসবাস করত তাহলে এদের বেশ কিছু কাজকর্ম মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

এরা কিন্তু দৈর্ঘ্যে খুবই ছোট। সর্বোচ্চ দৈর্ঘ্যই হয় এক ফুটের মতো, তবে বেশিরভাগের ক্ষেত্রে দৈঘ্যের পরিমাণ হয় ৬-৮ ইঞ্চি। কিন্তু মুখটা এদের প্রকান্ড। বিশাল সব শিকারকে অনায়াসে গিলে ফেলতে পারে। নিজেদের থেকে বিশাল কাউকে চট করে ঢুকিয়ে ফেলা তো সহজ কথা না। কাজেই, রেজর ব্লেডের মতো ধারালো দাঁত রয়েছে এদের। আর, একবার শিকার ঢুকে গেলে আর যেন বেরিয়ে আসতে না পারে, সেজন্য রয়েছে কাঁটাযুক্ত তালু।

কিন্তু কোন প্রাণীকে শিকার করে তাকে খালি গিললেই তো হবে না, জায়গাও তো দিতে হবে। ছোট্ট দেহের নিচে তাই একটি বেলুনের মতো পেট আছে এদের। দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ এবং ভরের দিক থেকে নিজের দশগুণ যেকোনো মাছকে এরা আস্ত গিলে ফেলতে পারে। সম্পূর্ণ অদ্ভুত ধরনের এক গঠন এদের শরীরের। শিকারকে এরা ঠেসে পেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। আর এভাবে স্বীকারকে আসতো পেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে এরা এদের তীক্ষ্ণ দাঁতের সাহায্য নিয়ে থাকে।

শুনতে অদ্ভুতুড়ে মনে হলেও এদের কাজকর্মের পেছনের ব্যাপারটা আসলে খুব সরল। এরা থাকে আটলান্টিক মহাসাগরের ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অংশে, সমুদ্রের ব্যাথিপেলাজিক অঞ্চলে। কালিগোলা এই গভীর অন্ধকারময় জলে খুব সহজে শিকার পাওয়ার উপায় নেই। এরা তাই একবারে পুরোটুকু খেয়ে নিয়ে সেটাকে জমিয়ে রেখে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি সংরক্ষণ করার চেষ্টা করে।

কিন্তু সবসময় ব্যাপারটা এত শান্তিপূর্ণ হয় না এদের জন্য।খাদ্যের পরিমাণ অতিরিক্ত বেশি হলে যথা সময়ে এরা পুরো খাবার হজম করতে পারে না। তখন এই খাবার পঁচতে শুরু করে, যার ফলে গ্যাস তৈরি হয়। এই গ্যাস পেটের মধ্যে চাপ দিতে থাকে। ফলাফল ক্ষেত্রবিশেষে পেটে অতিরিক্ত পরিমাণ গ্যাস হওয়ার কারণে বিস্ফোরিতও হতে দেখা যায় ব্ল্যাক সোয়ালোয়ারকে। অনেক সময় বিস্ফোরণের ফলে ব্ল্যাক সোয়ালোয়ারের মৃতদেহ সমদ্রপৃষ্ঠে ভেসে ওঠে।

From #জ্ঞানওবিজ্ঞান

সংগৃহীত পোস্ট

Carry on we are always with you ❤️🔥 Cristiano Ronaldo  Hasan The Vlogger Hasan Sheikh      ゚viralシ
13/12/2024

Carry on we are always with you ❤️🔥 Cristiano Ronaldo Hasan The Vlogger Hasan Sheikh ゚viralシ

In 2017 John Cena met Cristiano Ronaldo after the UCL Match ⚽🔥Cristiano Ronaldo   Hasan The Vlogger Hasan Sheikh  ゚viral...
12/12/2024

In 2017 John Cena met Cristiano Ronaldo after the UCL Match ⚽🔥
Cristiano Ronaldo Hasan The Vlogger Hasan Sheikh ゚viralシ

রিয়ালের ইতিহাসে সেরা ছিলেন রোনালদো...    Cristiano Ronaldo Hasan The Vlogger Hasan Sheikh    ゚viralシ
25/11/2024

রিয়ালের ইতিহাসে সেরা ছিলেন রোনালদো...

Cristiano Ronaldo Hasan The Vlogger Hasan Sheikh ゚viralシ

ইনস্টাগ্রামে ভিনির উদ্দেশ্যে পর্তুগিজ যুবরাজ রোনালদোঃ- আমার জন্য তুমি সেরা ভিনি ❤️🥺 Cristiano Ronaldo Vinicius Jr
30/10/2024

ইনস্টাগ্রামে ভিনির উদ্দেশ্যে পর্তুগিজ যুবরাজ রোনালদোঃ- আমার জন্য তুমি সেরা ভিনি ❤️🥺 Cristiano Ronaldo Vinicius Jr

Address

Sylhet

Telephone

+8801790534684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category