Sheikh20

Sheikh20 আসসালামুয়ালাইকুম ❤️
(9)

কারো রুহ টা জবাই করা কষ্ট দিচ্ছেন দিন, তবে দয়া করে একটু যত্ন করে দিন — যেন সে বুঝতেই না পারে!তবে ভুলে যাবেন না, ভবিষ্যত...
19/06/2025

কারো রুহ টা জবাই করা কষ্ট দিচ্ছেন দিন, তবে দয়া করে একটু যত্ন করে দিন — যেন সে বুঝতেই না পারে!

তবে ভুলে যাবেন না, ভবিষ্যতের জন্য নিজেকেও একটু প্রস্তুত করে রাখবেন।

কারণ আপনি যে কষ্ট দিচ্ছেন, তার পুরোটা না হোক, এক-তৃতীয়াংশ হলেও দুনিয়াতেই ফেরত আসবে — ঘুরে, ঘুরে, আপনার দিকেই।

এই পৃথিবী গোল — আপনি যেদিকে ছুঁড়ে দেন, সেদিকেই একদিন ফিরেও আসে!

তখন আপনি থাকবেন অনুশোচনায় পোড়া এক মানুষ — গ্লানিতে ভরা, ক্ষমা চাইতেও পারছেন না ইগোর দেয়ালে আটকে!

মানুষের দীর্ঘশ্বাস সহজ জিনিস নয় —

সামনের পথেই পায়ে শিকলের মতো জড়িয়ে ধরে রাখে।

কারো মুখে উচ্চারিত অভিশাপ না এলেও "রুহের হায়" বলে একটা জিনিস আছে,

যা প্রকৃতির প্রতিশোধ — Nature never forgets. Time is just the gap!

আজ যাকে অন্যায়ভাবে আঘাত করছেন, অপমান করছেন, তার মুখে হাসি না থাকলেও মনে থাকছে দুঃখের স্রোত।

সে হয়তো প্রতিবাদ করবে না, চুপ থাকবে — কিন্তু তার নীরবতা একদিন সাড়া দেবে প্রকৃতিতে।

আর তখন উত্তর দিতে হবে আপনাকেই, কারণ সৃষ্টিকর্তা শুধু একজনের না — তিনি সবার।

সব অন্যায়ের জবাব এখনই দিতে হয় না।

কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয় — নিখুঁত হিসেব নিয়ে।

তাই কাউকে কাঁদিয়ে সুখী হওয়ার অভিনয় আপনি করতে পারেন,

কিন্তু প্রকৃতির চোখ ফাঁকি দেওয়া যায় না!

🔚 শেষ কথা:

মানুষ ভুলে যায়, ক্ষমতাও ক্ষয় হয়…

কিন্তু প্রকৃতির ন্যায়বিচার কখনও পুরনো হয় না।

যে কষ্ট তুমি দাও, ঠিক সেই কষ্টই একদিন তোমার দরজায় কড়া নাড়বে।

অশ্রু সিক্ত রোনালদো, তবে এই কান্না আনন্দের, এই কান্না বিজয়ের। অভিনন্দন রোনালদো, অভিনন্দন পর্তুগাল❤Cristiano Ronaldo Hasa...
09/06/2025

অশ্রু সিক্ত রোনালদো, তবে এই কান্না আনন্দের, এই কান্না বিজয়ের। অভিনন্দন রোনালদো, অভিনন্দন পর্তুগাল❤

Cristiano Ronaldo Hasan Sheikh Sheikh20 #

Address

Lalabazar Dakshin Surma
Sylhet

Telephone

+8801790534684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category