RiYad Hub

RiYad Hub Make me Famous ⚠️
(1)

21/05/2025

2024 : USA
2025 : UAE
2026 : ???

14/04/2025

পহেলা বৈশাখ মানে...

Rishad Hossain 🔥
13/04/2025

Rishad Hossain 🔥

ঈদ মোবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম !🤍
31/03/2025

ঈদ মোবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম !🤍

আজ Dhaka Premier Division Cricket Leagueএ Gazi Group Cricketers এর বিপক্ষে Mohammedan Sporting Club Ltd এর হয়ে ১০ ওভারে ...
18/03/2025

আজ Dhaka Premier Division Cricket Leagueএ Gazi Group Cricketers এর বিপক্ষে Mohammedan Sporting Club Ltd এর হয়ে ১০ ওভারে ১০৭ রান দিয়েছে Taskin Ahmed 😀

14/02/2025

শিক্ষা সফরের পাশাপাশি কোটি টাকা কনফার্ম 😍

|

For the first time ever, I actually feel good about my college~EMON Nation
07/02/2025

For the first time ever, I actually feel good about my college
~EMON Nation

মনে রাখবে Sami পৃথিবী কিন্তু গোল।
07/02/2025

মনে রাখবে Sami পৃথিবী কিন্তু গোল।

কাম'ডা করলো কি 😧°
04/02/2025

কাম'ডা করলো কি 😧

°

ভাই, ২০ সেকেন্ডের রিলসে কথার পূর্নতা আসে না৷ ১ মিনিটের কথার মাঝে ২০ সেকেন্ড কেটে দেয় তারা৷  নুর হোসেন মুন্নাকে ক্রিস গেই...
04/02/2025

ভাই, ২০ সেকেন্ডের রিলসে কথার পূর্নতা আসে না৷ ১ মিনিটের কথার মাঝে ২০ সেকেন্ড কেটে দেয় তারা৷ নুর হোসেন মুন্নাকে ক্রিস গেইলের সামনে বোলিং এ এনেছে ক্যাপ্টেন৷ ফ্যাক্ট হল, ওইদিন ওই এক ম্যাচেই তার ক্যারিয়ার শেষ৷ ওইদিন ২০+ রান দেয়ার পরই "সে খারাপ বোলার" তকমা পেয়ে আর ক্যারিয়ার শেষ করে দেয়া। এটাই এদেশের ট্রেডিশন৷ ট্রেডিশন যেহেতু এমন, তাইলে তো বোলিং এ আনাই উচিত না ডেব্যুট্যান্টকে এমন ব্যাটারের সামনে৷

সাকলাইন সজীবের ডেব্যু ম্যাচ৷ তাকে বোলিং এ আনা হল ম্যাক্সওয়েলের সামনে৷ ব্যাস, ক্যারিয়ার শেষ৷ ওই একটা ওভার দেখেই ক্যারিয়ার শেষ হয়ে গেল৷ ক্যাপ্টেন যেহেতু জানেন, এদেশের ট্রেডিশনটা, তাইলে ম্যাক্সওয়েলের সামনে ডেব্যুট্যান্টকে আনলেন কেন?

মাহফুজ রাব্বীর ব্যাপারটা চিন্তা করেন৷ এক ওভারই তার বিপিএল ক্যারিয়ারের স্থায়িত্ব পেল এবার৷ সমস্যাটা এখানে৷

এদেশে একটা প্লেয়ার যে চলে না সেটা জাজ হয়ে যায় এক ওভারে৷ সেক্ষেত্রে ক্যাপ্টেনের তো উচিত তারে সেইভ করা। কমফোর্ট জোনে বোলিং করানো। কমফোর্ট জোন না আসলে বোলিং করানোরই দরকার নাই৷ এটা পৃথিবীর অন্য কোন দেশ হলে বলতাম না, বাংলাদেশে প্লেয়ারদের ভাগ্য নির্ধারিত হয় ১ ওভারে৷

~ সৈয়দ আবিদ হোসেন সামির মন্তব্য

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ৬ জন বাংলাদেশি ব্যাটসম্যানদের লাস্ট ১০ ম্যাচের পারফরমেন্স। শান্তর পারফরমেন্স নিয়ে কম...
25/01/2025

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ৬ জন বাংলাদেশি ব্যাটসম্যানদের লাস্ট ১০ ম্যাচের পারফরমেন্স।

শান্তর পারফরমেন্স নিয়ে কম ট্রল হয়নি, টি২০তে আহামরি পারফরমেন্স না থাকলেও ওডিআইতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, শেষ ১০ ইনিংসে দ্বিতীয় সফল ব্যাটসম্যান হলো মাহমুদুল্লাহ রিয়াদ ও তৃতীয় সফল ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।
তবে রিয়াদের টপ অর্ডার থেকে ভালো পারফরমেন্সে আমার কাছে দৃষ্টিকটু লাগে। টপ অর্ডার পেয়িয়ে শেষের দিকে এই দুইজনকে ব্যাট করতে হয়, এর মধ্য ওপেনার মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও মুশফিকের চেয়েও এই দুইজনের পারফরমেন্স ভালো। অথচ রিয়াদের চেয়ে উপরের ব্যাটম্যানের পারফরমেন্স ভালো হ‌ওয়ার কথা ছিলো।

এখানে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে চিন্তার সবচেয়ে বড় কারণ হলো টপ অর্ডার থেকে রিয়াদের তুলনামূলক ভালো পারফরমেন্সে। এটা অবশ্যই বাংলাদেশকে ভুগাবে।

[মেহেদি হাসান মিরাজ লাস্ট ১০ ইনিংস ৩০৫ এভারেজ ৩৮.১২। ওকে নিয়ে ৭জন ব্যাটসম্যান। আসলে ওর কথা মনে ছিলো না ইডিট করার সময়]

Address

Sylhet

Telephone

+8801874392495

Website

Alerts

Be the first to know and let us send you an email when RiYad Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RiYad Hub:

Share