Amjad Hussain Rifat

Amjad Hussain Rifat If you want to buy things without looking at the price, then work without looking at the clock⏰ My name is Amjad Hussain Rifat.

I am a Social Media Marketing Specialist. Everyday single day I enjoy my work and gain massive knowledge from those work. My passion is to learn new things from internet everyday. What's more I love to help online business to grow fast.

20/09/2023

আসলেই কি আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার? আসুন নিচের কয়েকটা চেকলিস্ট চেক করে দেখি।

যদি নিচের চেকলিস্টের কাজগুলা আপনি প্রায়োরিটি দিয়ে থাকেন তবে ধরেই নেয়া যায় আপনি আসলেই একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আর উল্টো হল Vice Verse.

1. একজন ক্লায়েন্ট অনবোর্ড হবার আগেই আপনি তার কম্পিটিটর লিস্ট খুজে নিয়েছেন এবং প্রিভিয়াসলি ক্লায়েন্ট কিভাবে কাজ করেছে সেটার একটা রিপোর্ট চেয়ে নিয়েছেন।
2. শুরুতেই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, এড একাউন্ট এর এক্সেস চেয়ে নিয়েছেন। না থাকলে ক্রিয়েট করার ব্যাবস্থা করেছেন।
3. ওয়েবসাইট থাকলে ওয়েবের টুকটাক যা কারেকশান আছে করিয়ে নিয়েছেন, ওয়েবে পিক্সেল সেট করেছেন, দরকারি ইভেন্ট গুলো তৈরি করে নিয়েছেন।
4. আপনি আরো প্রফেশনাল হলে GTM এবং GA4 কনফিগার করে ফেলেছেন।
5. আপনি আরো প্রফেশনাল হলে Looker Studio ও সেট করে ফেলছেন ইতোমধ্যে।
6. ক্লায়েন্ট এড চালাতে বললে আপনি আগে একটা সুন্দর মিডিয়া প্ল্যান বানিয়েছেন তারপর সেই প্ল্যান অনুযায়ী কন্টেন্ট রেডি করিয়েছেন এবং তারপর বেশ কিছু A/B Test করেছেন এবং ফাইনলী ক্যাম্পেইনে গিয়েছেন।
7. আপনার ক্যাম্পেইনে শুধু মাত্র ম্যাসেজ বা সেলস অব্জেক্টিভ না রেখে কিছু বাজেট এওয়ারনেস বা এনগেজমেন্ট বা লিড কালেকশনে ব্যাবহার করেছেন।
8. টোটাল বাজেটকে কম করে দুই ভাগে ভাগ করেছেন। একভাগ বাজেট দিয়ে অডিয়েন্স টার্গেট করেছেন এবং আরেক ভাগ দিয়ে রিটার্গেট করেছেন।
9. ফাইনালি জাস্ট ফেসবুকে বায়িং কে লিমিটেড না রেখে অনান্য প্লাটফর্ম লাইক গুগলে যাবার জন্য ও ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করেছেন।

আপনি প্রফেশনাল তো নাকি?

একটা কথা মন দিয়ে শুনেন স্পেশালি যারা ডিজিটাল এডভারটাইজমেন্ট এবং ফেসবুক পেইজ ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন। ফেসবুকে, ম্যা...
19/09/2023

একটা কথা মন দিয়ে শুনেন স্পেশালি যারা ডিজিটাল এডভারটাইজমেন্ট এবং ফেসবুক পেইজ ম্যানেজমেন্টের সাথে জড়িত আছেন। ফেসবুকে, ম্যাসেজে, ম্যাসেঞ্জারে, মেইলে বা যে কোথাও পাওয়া লিংক কোন ভাবেই ক্লিক করা যাবে না। মেইল বডিতে এমন ও লেখা থাকতে পারে যে এই লিংক ক্লিক না করলে আপনি মা*রা যাবেন, বাট তাও ক্লিক করা যাবে না। ঠান্ডা মাথায় আগে দেখবেন যেই লিংকটা ক্লিক করতে বলা হচ্ছে সেইটা আদৌ আসল লিংক কিনা। লাইল ফেসবুক থেকে কোন লিংক প্রোভাইড করা হলে সেটা ফেসবুকের ডোমেইন ব্যাবহার করেই ক্রিয়েট করা হবে, ড্রপবক্সের লিংক ক্রিয়েট করা হলে সেটা ড্রপবক্সের ডোমেইন ব্যাবহার করেই করা হবে। লাইক: www.dropbox.com/#########x. মানে শুরুতেই www.dropbox.com থাকবেই। এখন যদি লিংক হয় এরকম www.droopbox.com/######. তাড়াহুড়া করে যদি খেয়াল ই না করে O ব্যাবহার হইছে দুইটা। তাইলে আপনার কেল্লাফতে।

আরেকটা বেটার এপ্রোচ হচ্ছে, লিংক পাওয়ার পর সেইটা কপি করবেন দ্যান গুগলে সার্চ দিবেন সেফ লিংক চেকার। অসংখ্য ওয়েব পাবেন যেগুলায় ঢুকে লিংকটা পেস্ট করে দিলে তারাই আপনাকে বলে দিবে whether you should click or not.

আরেকটা ঘটনা আপনার সাথে ঘটতে পারে। এটা স্পেশালি তাদের সাথে হতে পারে যারা ক্লায়েন্ট ডিল করেন। অনলাইনে ক্লায়েন্ট সেজে এসে একটা অরিজিনাল Dropbox বা Google Drive লিংক দিয়ে বলবে এই লিংকে তোমার কাজ করার জন্য যা যা ফাইল দরকার সব ফাইল আছে। ওকে ফাইন, আপনি ও ক্লিক করলে দেখবেন ভিতরে একটা Zip ফাইল পাবেন। Zip কে Unzip করলেই এর ভিতরে কিছু ইমেজ, কিছু ভিডিও এবং একটা .exe ফাইল পাবেন। না বুঝে ক্লায়েন্টকে যখন জিজ্ঞাসা করবেন স্যার পিডিএফ তো পেলাম না। সে বলবে work-pdf.exe এই ফাইলটার ভিতর পেয়ে যাবা। আপনি ও সরল মনে. exe ক্লিক মারবেন এন্ড বোল্ড আউট। এখানে হয়কি, exe ব্যাসিকিলি একটা installation file. মামুরা একটা সফটওয়্যার ইন্সটল করে দিতে পারলে আপনার পিসিতে এই পিসির একটা রিমোট এক্সেস তারা পেয়ে যায় এন্ড তাদের পিসিতে বসে আপনার পিসিকে তারা কন্ট্রোল করতে পারে। ব্যাস আপনার পিসির কন্ট্রোল যদি কারো হাতে চলে যায় তাদেরকে আর ঠেকাবে কে।

আরো একটা ঘটনা ঘটতে পারে, কারো সাথে ধরেন আপনি কাজ করতাছেন। আপনাকে বলল তুমি anydesk বা Team viewer এ বসে আমাকে তোমাএ পিসির রিমোট এক্সেয়া দাও তোমাকে কাজটা বুঝাই দেই। আপনি সরল মনে রিমোট এক্সেস দিয়ে দিলেন। ওইদিকে যেই মামু বসছে সে হইল গিয়া হ্যা*কার। সে চোখের পলকেই দেখবেন আপনার ব্রাউসার বা অপারেটিং সিস্টেম বা ফেসবুকের Inspect অপশন ( softwear এর Coding part যেটা সেটা) এ গিয়ে কি যেন কোড চেঞ্জ করে ফেলবে। ব্যাস আপনি আবার খতম, টাটা, বাই বাই। সো এই কাজ ও করা যাবে না।

ইদানিং আবার নতুন একটা বুদ্ধি আরম্ভ করছে ওস্তাদেরা। তারা এখন ফেসবুক প্রোফাইল বানাচ্ছে ওই নামে, "Your page has been scheduled for deletion" / "Your page has vio*lated some policy"। তারপর তাদের ওই প্রোফাইল ব্যাবহার করে আপনার একটা পোস্ট শেয়ার করতাছে। আর তাদের এই শেয়ারিং আপনার প্রোফাইলে নোটিফিকেশান হিসেবে দেখাচ্ছে এভাবে, Your page has been scheduled for deletion shared your post.

প্রথম লাইন দেখেই আপনি ভয় পেয়ে যাবেন আপনার মাথায় ই হয়তো আর ঢুকবে না। আরে shared your post মানে?

আর শেয়ার করার সময় তাদের ডেস্ক্রিপশান অপশনে লিখে দিচ্ছে তুমি ভাই আমাদের পলিসি মানো নাই তাই তোমার পেজ গায়েব করে দিব দুইদিনের মধ্যে। যদি পেজ বাচাতে চাও নিচের লিংক থেকে এপ্লাই কর। যদি এইটা আপনি বিশ্বাস করেন এবং ক্লিক করে বসেন আপনি আবার টাটা, খাতাম, বাই বাই।

উপরেই বলছি মা*রা যাবেন বললে ও চেক না করে, না বুঝে লিংক ক্লিক করা যাবে না বস।

তাইলে বুঝা গেলো, কেন আপনাকে লিংক ক্লিক করা থেকে দূরে থাকা লাগবে?

08/08/2023
07/08/2023
Threads App এর মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় নতুন একটি অধ্যায় এর সূচনা হতে যাচ্ছে।যেভাবে সবাই Threads App ব্যবহার করছে তাতে মন...
10/07/2023

Threads App এর মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় নতুন একটি অধ্যায় এর সূচনা হতে যাচ্ছে।

যেভাবে সবাই Threads App ব্যবহার করছে তাতে মনে হচ্ছে Twitter App এর বড় একটা ক্ষতি হতে যাচ্ছে।

Address

Pirizpur, South Surma
Sylhet
3100

Telephone

+8801885750651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amjad Hussain Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amjad Hussain Rifat:

Share