27/04/2025
*গায়রত কী?*
'সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।'
এটাই গায়রত!
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!
*ঘটনা ১*
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো, তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া]
*ঘটনা ২*
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো, এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত!!! আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্!
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
وَ مَا الْحَيَوةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ (۲۰)
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)
এবং সেদিন জাহান্নামকে আনা হবে!সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর, আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!! নিজের আপন ভাই স্ত্রীর জন্য গায়রে মাহরাম (বাকি দূর সম্পর্কের মামাতো,ফুফাতো ভাই তো দূর কি বাত) জানা সত্বেও খোশ আলাপে মত্ত হওয়া,দেখা দেওয়া,মলিন কণ্ঠে গায়রে মাহরামের সাথে আলাপ করতে দেখে যেন গায়রতে মাখেই না। বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!! বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে! আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!
আল্লাহুম্মাগফিরলী!
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,, অনেকে গায়রত কি সেটাও জানেনা। পরিবারের মাহরাম মহিলাদের শপিংয়ে বা সফরের দূরত্বে একা যেতে দেওয়া,হারাম সহশিক্ষা পদ্ধতিতে বোন-সন্তানদের শিক্ষিত করে আবার ফেতনাহর এই সমাজে রিযিক সন্ধানে নামিয়ে দিতেও গায়রতে মাখে না।
হায় আফসোস!
এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী!
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম। উলটো তারা নিজেদের মাহরাম পুরুষদেরকেও গায়রে মাহরাম মহিলার দিকে তাকাতে দেখে,কথা বলতে দেখে,মেলামেশা করতে দেখেও তাদের গায়রতে মাখে না।
তারাও গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা। এই সমাজ আমাদের নজরে পরিবারের গায়রে মাহরামদের সাথে মেলামেশাকেও সাধারণ বিষয় করে দিয়েছে।
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
আর গায়রতহীন, বেপর্দা, গুনাহগার মহিলারা জাহান্নামে যাওয়ার সময় কিন্তু একা যাবে না। সাথে করে পিতা,ভাই,স্বামী,ছেলে সন্তান যারা তার গুনাহে শামিল অর্থাৎ কখনো গুনাহ করতে দেখেও বুঝানোর চেষ্টা করেনা সকলেই জাহান্নামের অধিবাসী হবে।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই-বোনকে। আমীন।
[সংগৃহীত]