
18/07/2025
আচ্ছা আমরা বাঙ্গালীরা এমন কেন?
কারো একটা কাজ/মত আমার অপছন্দের হতে পারে,কোন দ্বায়িত্বশীল তার দ্বায়িত্বে আপনার আমার চুখে ভুল হতে পারে।
সে যা করছে তার তরফে অনেক যৌক্তিকতা থাকতে পারে, এখন এটা আমাদের মনে হচ্ছে ভূল সিদ্ধান্ত আমরা গঠনমূল সমালোচনা করতে পারি,সাক্ষাৎ করে এর বিপরীতে আমাদের মতামত তুলে ধরতে পারি।
কিন্তু এটা না করে ব্যক্তিআক্রমণ ও বিভিন্ন ট্যাগ দিয়ে গায়েল করতে উঠে পড়ে লেগে যাই কেন।
আর ফেসবুকতো মাশাল্লাহ আমাদেরকে (বাঙ্গালীদের কে) চরিত্র চরিতার্থ কারার মহা সুযোগ তৈরি করে দিয়েছে।
আল্লাহ আমাদের হেফাজত করুন এমন চলতে থাকলে একদিন হয়তো এজাতির হাল ধরতে কেউ এগিয়ে আসবে না।