Spotters

An amazing Little Bird's scheduled refuel stopover at VGHS, deploying very cute yet effective reverse thruster.Reg: 2-AM...
28/08/2025

An amazing Little Bird's scheduled refuel stopover at VGHS, deploying very cute yet effective reverse thruster.

Reg: 2-AMBO
Aircraft: Gulfstream G100
Woner: Private

This aircraft model was originally developed by Israel Aircraft Industries as the IAI Astra SPX before being acquired by Gulfstream and rebranded.

With the Star of Life emblem on the tail, identifies the possibility of it as an air ambulance or medevac jet.
​Aircraft like this are medical lifelines, providing rapid transport for critically ill or injured patients to hospitals with specialized care. The speed and range of a Gulfstream are essential for these time-sensitive missions.

More: Spotters

© KM Abu Bakar Siddique | Licensed under CC BY-NC-ND 4.0

একটা ট্রেনের নিজস্ব চলনশক্তি নেই তথা লোকোমোশনের ক্ষমতা নেই।তখনই একটি ট্রেন চলতে পারে যখন এতে যুক্ত হয় লোকোমোটিভ, যেটাকে ...
19/08/2025

একটা ট্রেনের নিজস্ব চলনশক্তি নেই তথা লোকোমোশনের ক্ষমতা নেই।তখনই একটি ট্রেন চলতে পারে যখন এতে যুক্ত হয় লোকোমোটিভ, যেটাকে আমরা ইঞ্জিন বলে ডেকে থাকি।

উনবিংশ শতাব্দীতে বাষ্পচালিত লোকো দিয়ে শুরু হয় তৎকালীন উপমহাদেশের রেল পরিসেবা। ১৯৫৩ সালে কানাডার জেনারেল মোটরস ডিজেল (GMD) কর্তৃক তৈরি EMD 12 মডেলের লোকোর মধ্যমে ডিজেল-ইলেক্ট্রিক লোকোমোটিভের যুগে প্রবেশ করে দেশের রেলওয়ে ব্যবস্থা এবং পর্যায়ক্রমে ১৯৮০ সালে বাষ্পীচালিত লোকোমোটিভগুলোকে বাতিল ঘোষণা করা হয়। তবে এখনো দেশের কিছু স্থানে এই বাষ্পচালিত লোকোগুলোকে সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে রাখা হয়েছে।বর্তমানে বাংলাদেশে মিটারগেজ এবং ব্রডগেজ উভয় রেল ব্যবস্থায় ডিজেল-ইলেক্ট্রিক লোকো ব্যবহৃত হচ্ছে।আজকে খুবই সংক্ষিপ্তভাবে আমরা জানবো বাংলাদেশ রেলওয়ের ডিজেল-ইলেক্ট্রিক লোকোমোটিভগুলোর শ্রেণীকরন এবং সংখ্যায়ন পদ্ধতি সম্পর্কে।

ডিজেল লোকোমোটিভের ক্ষেত্রে বাংলাদেশ রেলওযয়ে নিয়মে তিনটি বর্ণ ও দুটি সংখ্যার সমন্বয়ে একটি শ্রেণী নাম নির্ধারণ করে। যেমন-

প্রথম বর্ণ দ্বারা লোকোর গেজ চিহ্নিত করা হয়।

বি = ব্রড-গেজ

এম = মিটার-গেজ

দ্বিতীয় বর্ণ দ্বারা ডিজেল লোকোর ধরন চিহ্নিত করা হয়।

ই = ইলেক্ট্রিক

এইচ = হাইড্রোলিক

(যদিও এখন হাড্রোলিক লোকোমোটিভ দেশে বিলুপ্ত)

তৃতীয় বর্ণ দ্বারা লোকোর প্রস্তুতকারকের নামের প্রথম বা শেষ বর্ণ চিহ্নিত করা হয়।

এ = অ্যামেরিকান লোকোমোটিভ কোম্পানি (অ্যালকো)

বি = বোম্বারডিয়ার

ডি = ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস (ডিএলডব্লিউ)

ই = ইংলিশ ইলেক্ট্রিক

জি = জেনারেল মোটরস ডিজেল (জিএমডি)

এইচ = হিটাচি

আই = হুন্দাই রোটেম

এল = হ্যানসেল

এম = মন্ট্রিয়ল লোকোমোটিভ ওয়ার্কস (এমএলডব্লিউ)

জেড = গ্যাঞ্জ–ম্যাভেজ

পি= প্রগ্রেস রেল

দুই ঘরের সংখ্যা দ্বারা লোকোর ক্ষমতা (অশ্বশক্তিতে × ১০০) চিহ্নিত করা হয়।

উদাহরণস্বরূপ- বিইপি-৩২( BEP-32) তথা আমেরিকা থেকে আমদানীকৃত EMD GT42ACL মডেলের শ্রেণীবিন্যাসকে টেনে আনা যায়। যেটাকে ৬৬০০ সিরিজ হিসেবে সংখ্যায়িত করা হয়েছে।

এখানে,

বি= ব্রডগেজ

ই= ইলেক্ট্রিক (ডিজেল-ইলেক্ট্রিক)

পি= প্রগ্রেস রেল

এবং ৩২×১০০ = ৩২০০ অশ্বশক্তি বোঝায়।

ব্যতিক্রম হিসেবে এম.ই.আই-২০( MEI-20) তথা কোরিয়া থেকে আমদানীকৃত EMD GT38ACL মডেলের লোকোর কথা বলা যায়। যেখানে

এম= মিটারগেজ

ই= ইলেক্ট্রিক (ডিজেল-ইলেক্ট্রিক)

আই= হুন্দাই রোটেম

এবং ২০×১০০= ২০০০ অশ্বশক্তি হওয়ার কথা থাকলেও আসলে লোকোমোটিভগুলো ২২০০ অশ্বশক্তি সম্পন্ন।

আজকের আলোচনার এখানেই ইতি টানছি।আবারো হয়তো রেলের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা থাকবে।কমেন্টের জানাতে পারেন আপনি কোন বিষয়ে পড়তে বা জানতে ইচ্ছুক।

©

🛩️ Super Rare Bird, The Mad Dog in DhakaTezJet MD-83 “The Last Mad Dog” 🛬Today at Hazrat Shahjalal International Airport...
11/08/2025

🛩️ Super Rare Bird, The Mad Dog in Dhaka
TezJet MD-83 “The Last Mad Dog” 🛬

Today at Hazrat Shahjalal International Airport (DAC), TezJet’s iconic McDonnell Douglas MD-83, registration EX-80017, made a special appearance.
Nicknamed “Last Mad Dog” (Dec 1999), this classic jet is one of the very few MD-80 series aircraft still flying in passenger service.

The MD-80 family, fondly called “Mad Dogs” by aviation enthusiasts, is known for its distinctive T-tail and rear-mounted engines. With its graceful lines and deep engine roar, it’s always a treat to witness such a legend in our skies.

📍 Location: VGHS

© KM Abu Bakar Siddique | Licensed under CC BY-NC-ND 4.0

Spotters

---

08/08/2025

:
Emirates Airline announced Ban on using Power Banks on board starting October 10, 2025.

আরব আমিরতের বিমানে হামলা
08/08/2025

আরব আমিরতের বিমানে হামলা

🛩️ ফাইটার জেট কি হ্যাক করা যায়?ছোট উত্তর: না, সাধারণভাবে ফাইটার জেট হ্যা/ক করা প্রায় অসম্ভব। তবে কেন অসম্ভব? সেটা জানা...
03/08/2025

🛩️ ফাইটার জেট কি হ্যাক করা যায়?

ছোট উত্তর: না, সাধারণভাবে ফাইটার জেট হ্যা/ক করা প্রায় অসম্ভব। তবে কেন অসম্ভব? সেটা জানাটা গুরুত্বপূর্ণ:

1. ফাইটার জেটের ভেতরের সাধারণ কোন কম্পিউটার ব্যবহার করা হয় না, এগুল বলতে পারেন এক ধরনের হাইব্রিড কম্পিউটার যেগুলোতে ফাইটার জেট চালানোর জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম (যেমন RTOS) ব্যবহার করা হয়। অবশ্যই এটা linux কার্নালের উপরে তৈরি করা হয়, এই লিনাক্স কার্নেল সেটা নয় যেটা আপনারা ব্যবহার করেন... ফাইটারে VxWorks, Integrity RTOS, PikeOS ইত্যাদি কম্পোনেন্ট অনুযায়ী ব্যবহৃত হয়। এগুলো মারাত্মক রকমের জটিল ... মানব ইতিহাসে তৈরি করা সবচেয়ে জটিল system লিস্টে ফাইটার জেটের সিস্টেম ২ নাম্বারে..

2. সফটওয়্যার এ কথা যদি বলি মিডলেয়ারের ক্ষেত্রে Ada ও C++ ব্যবহার হয়, জটিল নিরাপত্তা ফাংশন গুলোর ক্ষেত্রে Rust‑এর ব্যবহার বাড়ছে। ফাইটার জেটের সফটওয়্যার আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। কেউ চাইলেই সেখানে নতুন কোড ঢুকাতে পারে না।

একটা সফটওয়্যার দাম কোটি টাকার উপরে তাই এই সফটওয়্যার গুলো স্বাভাবিক কোন কম্পিউটারের রান করা পসিবল নয়.. যদি কোন সিস্টেম আপডেটের প্রয়োজনও পড়ে তাও ওই যে কান্ট্রি এটা ম্যানুফ্যাকচার করেছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়.. নিরাপত্তা কোড এবং ফিজিক্যাল অ্যাকসেস লাগে।

3. যদি হার্ডওয়ার বা ফিজিক্যাল হ্যাকিং এর কথা বলি: ফাইটার জেট কোনো পাবলিক নেটওয়ার্কে যুক্ত থাকে না।
এগুলোতে ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, ব্লুটুথ নাই .. ইলেকট্রোম্যাগনেটিক ফোল্ট ইনজেকশন (যেমন BadFET) দিয়ে হলেও জেটের Critical প্রসেসরে কোড চালানো কঠিন ও প্রটেক্টেড....

Shielded PCB, রেডিয়েশন‑হ্যার্ডেনিং ও ফিজিক্যাল লকিং ব্যবস্থার মাধ্যমে external ফোল্ট আক্রমণও রোধ করা হয়।

এমনকি যে সমস্ত হার্ডওয়ার ব্যবহার করা হয় সেগুলোতে আলাদা কোন মাইক্রোচিপ আছে কিনা সেটাও প্রতিবার চেক করে নেওয়ার পরেই লাগানো হয়... তাই প্রতিটা যন্ত্রাংশ প্রত্যেকটা সূক্ষ্ম যন্ত্রাংশ চেক করা হয়..

☠️ মাল্টি লেয়ার মডেল ইউজ করা হয় তাই কমিউনিকেশন মডিউল বা যে অংশটা internet সাথে যুক্ত থাকে সেটা এবং কন্ট্রোলিং প্যানেল দুটো আলাদা আলাদা ভাবে থাকে দুটোই কানেক্টেড না...

hardware + network segmentation + RTOS validation + anomaly detection + EM-fault security— এত কিছু পার করে কোটি টাকার এই ফাইটার জেটে software-based, generic attack চালানো প্রায় অবাস্তব।

মেলেটারি গ্রেট প্রযুক্তি আমাদের সাধারণ প্রযুক্তি থেকে অনেক বেশি এগিয়ে ... এটা একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তাই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম

একজন হ্যাকার ল্যাপটপ দিয়ে ফাইটার জেট হ্যা/ক করছে — এটা শুধু সিনেমাতেই সম্ভব।

Credit: Naem Azam Chowdhury

The Baby Aircraft AKA    Operator: Sichuan AirlinesReg: B-2300Spotted at- Xi'an Xianyang International Airport Airbus A3...
01/08/2025

The Baby Aircraft AKA
Operator: Sichuan Airlines
Reg: B-2300
Spotted at- Xi'an Xianyang International Airport

Airbus A319 — ছোটেখাটো, কিন্তু কাজের জিনিষ।
ছবিতে Sichuan Airlines-এর A319 (B-2300), এক সময়ের বিখ্যাত প্লেন যা এখনো চীনের দুর্গম রুটে সমুহের আকাশ ছুঁয়ে চলে।

Airbus A319 — A320 ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য হলেও, পারফরম্যান্সে কোনও কমতি নেই। এই বিমান আজও বিশ্বজুড়ে বহু এয়ারলাইনস ব্যাবহার করে, বিশেষ করে ছোট রানওয়ে, উঁচু এলাকা, আর কম যাত্রীসংখ্যার ইফিশিয়েন্ট রুটে।

কেন A319 এখনো ইউনিক? কারন-
১। Steep Approach Certified — এই বিমান স্টিপ ল্যান্ডিং সার্টিফায়েড। বিশেষ ভাবে ডিজাইন করা এমন সব রানওয়ের জন্য যেখানে অনেক স্টিপ এংগেলে ল্যান্ড করতে হয়। যেমন: লন্ডন সিটি এয়ারপোর্ট (LCY), পারো এয়ারপোর্ট (PBH), মাদেইরা এয়ারপোর্ট (FNC), তেনজিং- হিলারি এয়ারপোর্ট (LUA), এমন আরো অনেক।

২। 319LR/XLR ভ্যারিয়েন্ট — ছোট হলেও ওভার-৭০০০ কিমি উড়তে পারে!

৩। স্ট্রং Takeoff পারফর্ম্যান্স — পাহাড়ি রিজিয়ন বা চায়নার মতো অঞ্চলের জন্য আদর্শ।

এই ছবিতে যে প্লেনটা দেখা যাচ্ছে, সেটি চীনের নামকরা Sichuan Airlines এর বহরে থাকা A319 — যেটি মাঝারি রেঞ্জের ইনল্যান্ড রুটে নির্ভরযোগ্যভাবে কাজ করছে।





© Spotters
📸 KM Abu Bakar Siddique

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছ...
31/07/2025

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরেক কর্মচারী।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

  | A US Navy F-35 fighter jet crashed near Naval Air Station Lemoore, California.The pilot ejected safely The aircraft ...
31/07/2025

| A US Navy F-35 fighter jet crashed near Naval Air Station Lemoore, California.

The pilot ejected safely

The aircraft belonged to Strike Fighter Squadron VF-125, the “Rough Raiders.”


মাঝ আকাশে বন্ধ বোয়িংয়ের ইঞ্জিন, আসে ‘মে ডে’ কল। বিস্তারিত কমেন্ট ছবি - সংগৃহীত
29/07/2025

মাঝ আকাশে বন্ধ বোয়িংয়ের ইঞ্জিন, আসে ‘মে ডে’ কল। বিস্তারিত কমেন্ট
ছবি - সংগৃহীত

যে কিনিবে সে নিজেই জানেনা। ইহা কেমন সার্কাস
28/07/2025

যে কিনিবে সে নিজেই জানেনা। ইহা কেমন সার্কাস

Address

Sylhet
Sylhet
3100

Telephone

+8801710808780

Website

https://youtube.com/@spotters8104

Alerts

Be the first to know and let us send you an email when Spotters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spotters:

Share