সোপান

সোপান কাগজে স্বপ্নের বুনন।

সমুদ্রের আশান্ত শব্দইফতেখার তামিমঅশান্ত, নিঃশব্দ সমুদ্রের ঝিরিঝিরি শব্দে দূরত্বে ছুটে চলা বাতাস, সূর্যের ফেঁসে রাখা আলোঝ...
11/04/2025

সমুদ্রের আশান্ত শব্দ
ইফতেখার তামিম

অশান্ত, নিঃশব্দ সমুদ্রের ঝিরিঝিরি শব্দে দূরত্বে ছুটে চলা বাতাস, সূর্যের ফেঁসে রাখা আলোঝমঝম রাতের আঁধার, জীবনের বাস্তবতায় মহাক্লান্ত মানুষের ভিড়, পানি বিসিক্ত জীবনে চামিয়ে নেমে ছোট ছোট কেমিক্যাল বাঁচা আর দায়সারা কর্ম; তাদের মাঝে আমি হৃদয়ের পরিবেষ্টনে ডুব দিয়ে যাই। কক্সবাজারের হোটেলখানা, জোহান্সবার্গের বালিতে জীবনের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে রাত্রি আর মানুষ — আমি মানুষের জীবনে, সমুদ্রের অতলস্পর্শ থেকে — গোহীন নিরবতায় এই দৃশ্য দেখি — কখনো কল্পনাবিলাসে, কখনো বদলাতে না; আমি বদলে যাই। কখনো মনে হয় বুঝে না, যেহা হারিয়ে যায়, পৃথিবীর বাচাকাঁচা ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করল যে, গোলমাল ছড়িয়ে, সবার চোখ সহস্র সেকন্ড থেকে নিলাম।

সমুদ্রের অথৈর গভীর আমার মনে দিল, শিক্ষার। শুভ বাণী বলে ঘুমিয়ে থাকা মানুষের পর আমি একাই ছিলাম সমুদ্রের সঙ্গী হয়ে। এই শহর যেন নিঃসঙ্গতায় আমাকে নিয়ে ঘুরে বেড়ায়, যেখানে মেঘের ভিতরেও আলো, নীরবতায় আমার ভিতরেও চেতনার ঝিলিক। যত হতাশা দুটো ধারা—আকাশ থেকে মেঘেদের কান্নার, মনের থেকে নীরবতার অনুভূতি ভালোবাসায়।

রাতটি কেটে গেল, দিন ফুটল, জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অন্তর করে দিয়ে গোপনীয় ভালোবাসা-বাতাসে মেলে দিলো সমুদ্রের গভীরতা—সমুদ্রের বিশালতা বুকের ভিতরে ধারণ করে, বারবার ফিরে যেতে মন চায় সমুদ্রের তটরেখায়। সমুদ্র শুধু একটি জায়গা নয়, একটি অনুভব, একটি চেতনা। একদিন তোমাদের ফিরে ফেরা, ইনশাআল্লাহ আবার ফিরবে তোমাদের বুকে। আমার যে তোমাকে ভালোবাসা তোমার মাঝে—পাহাড়, সমুদ্র এবং…

কক্সবাজার, কাবারাজার
এলা পরিবহনের বিকেল ৫:২২ মিনিটে
১৮-০৩-২০২২

ঘোষণা 📌মাওলানা নুর হুসাইন কাসেমী রাহি.- দেশের মানিত আলেম ছিলেন। বহু গুণের সম্মিলন তার মধ্যে একত্রিত হয়েছিল। তাই তার জীবন...
27/09/2024

ঘোষণা 📌

মাওলানা নুর হুসাইন কাসেমী রাহি.- দেশের মানিত আলেম ছিলেন। বহু গুণের সম্মিলন তার মধ্যে একত্রিত হয়েছিল। তাই তার জীবন, আদর্শ, চিন্তা-চেতনাকে ছড়িয়ে দিতে সোপান হাজির হচ্ছে মাওলানা নুর হুসাইন কাসেমী রাহ. সংখ্যা নিয়ে।

আপনার স্মৃতি, মূল্যায়ন, গবেষনাধর্মী প্রবন্ধসহ তার জীবনের নানা দিক নিয়ে লেখা পাঠাতে পারেন সোপানের ঠিকানায়।

লেখা পাঠানোর ঠিকানা: [email protected]/ সোপান পেইজে।

দূরে, বহুদূরে...সোপানের ভ্রমনসংখ্যা বিভিন্ন সীমাবদ্ধতায় প্রিন্ট হয়নি। পিডিএফ যাদের লাগবে, জনাবেন।
05/04/2024

দূরে, বহুদূরে...

সোপানের ভ্রমনসংখ্যা বিভিন্ন সীমাবদ্ধতায় প্রিন্ট হয়নি। পিডিএফ যাদের লাগবে, জনাবেন।

এম আবু বকর সাদী— একজন ভালো মানুষ।  সাহিত্য সাংবাদিকতার সাথে তার নিবিড় সম্পর্ক। সবার কণ্ঠ 24- এর সম্পাদক। কাতার জমিয়তের গ...
30/06/2023

এম আবু বকর সাদী— একজন ভালো মানুষ। সাহিত্য সাংবাদিকতার সাথে তার নিবিড় সম্পর্ক। সবার কণ্ঠ 24- এর সম্পাদক। কাতার জমিয়তের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক। সবচেয়ে বড় কথা— তিনি সোপানের বিজ্ঞাপন সহযোগী। সম্পাদক ইমরান হাসিব এক সন্ধ্যায় তার হাতে তুলে দেন সোপানের বেশ কয়েকটি সংখ্যা। বর্তমানে তিনি কাতারে আছেন। আমরা দোআ করি— তার প্রবাস জীবন সুখী হোক।

ঈদ মোবারক—🌿
29/06/2023

ঈদ মোবারক—🌿

—আম্মা আব্দুল মান্নান সৈয়দ
28/06/2023


আম্মা
আব্দুল মান্নান সৈয়দ

সোপান ভ্রমন সংখ্যার প্রচ্ছদ। আশা করছি, সবার ভালো লাগবে।প্রচ্ছদ: সোপান টিম
02/06/2023

সোপান ভ্রমন সংখ্যার প্রচ্ছদ। আশা করছি, সবার ভালো লাগবে।

প্রচ্ছদ: সোপান টিম

11/05/2023

ভ্রমণপিয়াসী মানুষ ভ্রমণ করতেই ভালোবাসে। শুধু কী ভ্রমণই করবেন—? এই সম্পর্কে লেখালেখির সুযোগ হলে লিখবেন না? অবশ্যই লিখবেন, তাই না—? তাই পাঠকপ্রিয় প্রিন্ট ম্যাগাজিন আপনাদের সোপানের এই সংখ্যার প্রতিবাদ্য বিষয় হচ্ছে; ‘ভ্রমণ।’ ভ্রমণ নিয়ে আপনিও লিখতে পারেন আমাদের এই সংখ্যায়।

শেষ তারিখ: ২০-০৫-২৩'
ইমেইল: [email protected]

সোপানের সপ্তম সংখ্যার বিজ্ঞাপন। ধন্যবাদ সবাইকে। সোপান কিনুন। পড়ুন। বিজ্ঞাপন দিন
04/02/2023

সোপানের সপ্তম সংখ্যার বিজ্ঞাপন। ধন্যবাদ সবাইকে।

সোপান কিনুন। পড়ুন। বিজ্ঞাপন দিন

Address

Sylhet

Telephone

+8801837537982

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোপান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোপান:

Share

Category