
11/04/2025
সমুদ্রের আশান্ত শব্দ
ইফতেখার তামিম
অশান্ত, নিঃশব্দ সমুদ্রের ঝিরিঝিরি শব্দে দূরত্বে ছুটে চলা বাতাস, সূর্যের ফেঁসে রাখা আলোঝমঝম রাতের আঁধার, জীবনের বাস্তবতায় মহাক্লান্ত মানুষের ভিড়, পানি বিসিক্ত জীবনে চামিয়ে নেমে ছোট ছোট কেমিক্যাল বাঁচা আর দায়সারা কর্ম; তাদের মাঝে আমি হৃদয়ের পরিবেষ্টনে ডুব দিয়ে যাই। কক্সবাজারের হোটেলখানা, জোহান্সবার্গের বালিতে জীবনের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে রাত্রি আর মানুষ — আমি মানুষের জীবনে, সমুদ্রের অতলস্পর্শ থেকে — গোহীন নিরবতায় এই দৃশ্য দেখি — কখনো কল্পনাবিলাসে, কখনো বদলাতে না; আমি বদলে যাই। কখনো মনে হয় বুঝে না, যেহা হারিয়ে যায়, পৃথিবীর বাচাকাঁচা ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করল যে, গোলমাল ছড়িয়ে, সবার চোখ সহস্র সেকন্ড থেকে নিলাম।
সমুদ্রের অথৈর গভীর আমার মনে দিল, শিক্ষার। শুভ বাণী বলে ঘুমিয়ে থাকা মানুষের পর আমি একাই ছিলাম সমুদ্রের সঙ্গী হয়ে। এই শহর যেন নিঃসঙ্গতায় আমাকে নিয়ে ঘুরে বেড়ায়, যেখানে মেঘের ভিতরেও আলো, নীরবতায় আমার ভিতরেও চেতনার ঝিলিক। যত হতাশা দুটো ধারা—আকাশ থেকে মেঘেদের কান্নার, মনের থেকে নীরবতার অনুভূতি ভালোবাসায়।
রাতটি কেটে গেল, দিন ফুটল, জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অন্তর করে দিয়ে গোপনীয় ভালোবাসা-বাতাসে মেলে দিলো সমুদ্রের গভীরতা—সমুদ্রের বিশালতা বুকের ভিতরে ধারণ করে, বারবার ফিরে যেতে মন চায় সমুদ্রের তটরেখায়। সমুদ্র শুধু একটি জায়গা নয়, একটি অনুভব, একটি চেতনা। একদিন তোমাদের ফিরে ফেরা, ইনশাআল্লাহ আবার ফিরবে তোমাদের বুকে। আমার যে তোমাকে ভালোবাসা তোমার মাঝে—পাহাড়, সমুদ্র এবং…
কক্সবাজার, কাবারাজার
এলা পরিবহনের বিকেল ৫:২২ মিনিটে
১৮-০৩-২০২২