27/11/2025
রুকিয়ার পরিচয়, প্রয়োজনীয়তা এবং বর্তমান প্রেক্ষাপট
রুকিয়াহ শারইয়াহ কী?
‘রুকিয়াহ’ শব্দের অর্থ ফুঁ দেওয়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে উপকার কামনা করা।
পরিভাষায়—শারীরিক, মানসিক, আত্মিক, জ্বীন-যাদু বা বদনজরের কষ্ট হতে আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনার উদ্দেশ্যে কুরআন ও হাদিসের দোয়া পাঠ করাকেই রুকাইয়াহ শারইয়াহ বলা হয়।
মুমিন যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে নিজে কুরআন পাঠ করে, কিংবা অন্য কেউ তাকে পাঠ করে শোনায়—সেটাই প্রকৃত রুকইয়া।
---
কোরআনেই রয়েছে শিফা
মহান আল্লাহ তাআলা বলেন—
﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ﴾
“আমি কোরআন নাজিল করেছি, যাতে মুমিনদের জন্য রয়েছে শিফা ও রহমত।”
— সুরা বনি ইসরাইল: ৮২
এছাড়া সূরা ফালাক ও নাসে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—
যাদু, হিংসা, বদনজর, ওয়াসওয়াসা ও অদৃশ্য জগতের বিভিন্ন অনিষ্ট থেকে তাঁর কাছেই আশ্রয় চাইতে।
রুকিয়াহ হলো—এই আয়াতসমূহের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নববী পদ্ধতি।
সুতরাং ফকির-কবিরাজ, তাবিজ-কবচ বা শিরকীয় পদ্ধতি থেকে সম্পূর্ণ দূরে থাকা অপরিহার্য।
---
আরোগ্যের মালিক একমাত্র আল্লাহ
আল্লাহ তাআলা বলেন—
﴿وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ﴾
“আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন।”
— সুরা শু‘আরা: ৮০
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়া করতেন, পরে প্রচলিত চিকিৎসা গ্রহণ করতেন।
তিনি নিজে, তাঁর পরিবার ও সাহাবাগণের জন্য রুকাইয়া করেছেন এবং অসুস্থ ব্যক্তির জন্য রুকাইয়ার নির্দেশও দিয়েছেন।
---
আপনি কেন রুকাইয়া করবেন?
✔ শারীরিক সুস্থতার জন্য (চিকিৎসার পাশাপাশি)
✔ মানসিক প্রশান্তি ও স্বস্তির জন্য
✔ জ্বীন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি থেকে মুক্ত হতে
✔ আত্মার পরিশুদ্ধি ও ঈমানি দৃঢ়তা বৃদ্ধির জন্য
---
শেষ কথা
শারীরিক—মানসিক—আত্মিক যেকোনো সমস্যায় সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
পবিত্র কোরআন হলো আমাদের জন্য সর্বোত্তম শিফা, আর রুকিয়াহ হলো সেই শিফা পাওয়ার সুন্নাহসিদ্ধ পদ্ধতি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত ও সুস্থতা নসিব করুন।
আল্লাহুম্মা আমীন।
রাক্কী: মাওলানা নোমান আহমদ।
📞 01746-151530
📍❝ জ্বীন ও যাদুর কুরআনিক চিকিৎসা ও রুকিয়াহ্ সেন্টার সিলেট।❞™
🧰🔊আমাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনকিছু জানতে_ বা বুঝতে চাইলে উক্ত নাম্বারে সরাসরি বয়েজ দিয়া অথবা মেসেজ লিখে বলতে পারেন, আমরা যথাসময়ে রিপ্লাই দিব ইনশাআল্লাহ...!
🔽আমাদের চেম্বারঃ🔽
সিলেট, শাহপরান, পীরের বাজার হেডওয়ে উইমেন্স কলেজের পিছনে উবায়দা ভিলা সাদা বিল্ডিং এর নিচ তলায়।
... ধন্যবাদ....।
#কালোযাদু
#রুকইয়াহশারইয়াহ
#কুরআানীচিকিৎসা।
#আশিকজ্বীন
#কোরআনীচিকিৎসা
#ওয়াসওয়াসা
#বদনজর