জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট

জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট, Video Creator, sylhet Sylhet divisions, Sylhet.

জ্বীন ও যাদুর কোরআনিক চিকিৎসা সিলেট।
চিকিৎসকঃ মাওলানা নোমান আহমদ।
কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা ও
রুকাইয়াহ্ করা হয়।
🇧🇩বাংলাদেশ থেকে~🌏বিশ্বের যেকোন দেশে
আমরা চিকিৎসা দিতে সামর্থ্য রাখি- ইনশাআল্লাহ।
শুধুমাত্র চিকিৎসার জন্য~ যোগাযোগ :☎️01746151530☎️

02/12/2025

জ্বীন ও যাদুর কোরআনিক চিকিৎসা ও রুকিয়াহ সেন্টার সিলেট। রুকিয়াহ চলমান।
চিকিৎসক মাওলানা নোমান আহমদ।
যোগাযোগ +8801746151530
ইমো হোয়াটস অ্যাপে আছে।

01/12/2025

জ্বীন ও যাদুর কুরআনিক চিকিৎসা ও রুকিয়াহ সেন্টার সিলেট
যোগাযোগ 01746151530
ইমো হোয়াটসঅ্যাপ আছে ঐ নাম্বারে।

29/11/2025

🔷জ্বীন ও যাদুর কুরআনিক চিকিৎসা ও রুকিয়াহ সেন্টার সিলেট।
🔷দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক:- মাওলানা নোমান আহমদ।
🔷ঠিকানা :-সিলেট, শাহ পরান, পীরের বাজার, হেড ওয়ে উইমেন্স কলেজের পিছনে, উবায়দা ভিলা, সাদা বিল্ডিং এর নিচ তালায় আমাদের চেম্বার।
🔷রুগীর দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

🔷ট্রিটমেন্ট এর জন্য যোগাযোগ করুন :-
☎️☎️ 01746-151530
ইমো হোয়াটসঅ্যাপ আছে ঐ নাম্বারে।
রুগী নিয়ে আসার আগে সিরিয়াল নাম্বার নিয়ে আসবেন উক্ত নাম্বারে যোগাযোগ করে।

🔷প্রত্যেক শুক্রবার চেম্বার বন্ধ থাকে।
🔷রুকিয়াহ করাতে হলে সকাল ১১টায় আসতেই হবে৷ বাধ্যতামূলক। পরে আসলে আর রুকিয়াহ হবে না।
🔷আমাদের চেম্বারের নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না।
🔷ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিবেন।
🔷আমাদের পেইজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ।
নিত্য নতুন চিকিৎসার ভিডিও দেখতে পাবেন। ইংশা আল্লাহ।

29/11/2025

জ্বীন ও যাদুর কোরআনিক চিকিৎসা ও রুকিয়াহ সেন্টার সিলেট।
রুকিয়াহ চলমান।

🔷দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক:- মাওলানা নোমান আহমদ।
🔷ঠিকানা :-সিলেট, শাহ পরান, পীরের বাজার, হেড ওয়ে উইমেন্স কলেজের পিছনে, উবায়দা ভিলা, সাদা বিল্ডিং এর নিচ তালায় আমাদের চেম্বার।
🔷রুগীর দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

🔷ট্রিটমেন্ট এর জন্য যোগাযোগ করুন :-
☎️☎️ 01746-151530
ইমো হোয়াটসঅ্যাপ আছে ঐ নাম্বারে।
রুগী নিয়ে আসার আগে সিরিয়াল নাম্বার নিয়ে আসবেন উক্ত নাম্বারে যোগাযোগ করে।

🔷প্রত্যেক শুক্রবার চেম্বার বন্ধ থাকে।
🔷রুকিয়াহ করাতে হলে সকাল ১১টায় আসতেই হবে৷ বাধ্যতামূলক। পরে আসলে আর রুকিয়াহ হবে না।
🔷আমাদের চেম্বারের নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না।
🔷ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিবেন।
🔷আমাদের পেইজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ।
নিত্য নতুন চিকিৎসার ভিডিও দেখতে পাবেন। ইংশা আল্লাহ।

29/11/2025

🔷দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক:- মাওলানা নোমান আহমদ।
🔷ঠিকানা :-সিলেট, শাহ পরান, পীরের বাজার, হেড ওয়ে উইমেন্স কলেজের পিছনে, উবায়দা ভিলা, সাদা বিল্ডিং এর নিচ তালায় আমাদের চেম্বার।
🔷রুগীর দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

🔷ট্রিটমেন্ট এর জন্য যোগাযোগ করুন :-
☎️☎️ 01746-151530
ইমো হোয়াটসঅ্যাপ আছে ঐ নাম্বারে।
রুগী নিয়ে আসার আগে সিরিয়াল নাম্বার নিয়ে আসবেন উক্ত নাম্বারে যোগাযোগ করে।

🔷প্রত্যেক শুক্রবার চেম্বার বন্ধ থাকে।
🔷রুকিয়াহ করাতে হলে সকাল ১১টায় আসতেই হবে৷ বাধ্যতামূলক। পরে আসলে আর রুকিয়াহ হবে না।
🔷আমাদের চেম্বারের নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না।
🔷আমাদের পেইজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ।
নিত্য নতুন চিকিৎসার ভিডিও দেখতে পাবেন। ইংশা আল্লাহ।

27/11/2025

🔷জ্বীন ও যাদুর কুরআনিক চিকিৎসা ও রুকিয়াহ সেন্টার সিলেট। এর রুকিয়াহ চলমান।

🔷দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক:- মাওলানা নোমান আহমদ।
🔷ঠিকানা :-সিলেট, শাহ পরান, পীরের বাজার, হেড ওয়ে উইমেন্স কলেজের পিছনে, উবায়দা ভিলা, সাদা বিল্ডিং এর নিচ তালায় আমাদের চেম্বার।
🔷রুগীর দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

🔷ট্রিটমেন্ট এর জন্য যোগাযোগ করুন :-
☎️☎️ 01746-151530
ইমো হোয়াটসঅ্যাপ আছে ঐ নাম্বারে।
রুগী নিয়ে আসার আগে সিরিয়াল নাম্বার নিয়ে আসবেন উক্ত নাম্বারে যোগাযোগ করে।

🔷প্রত্যেক শুক্রবার চেম্বার বন্ধ থাকে।
🔷রুকিয়াহ করাতে হলে সকাল ১১টায় আসতেই হবে৷ বাধ্যতামূলক। পরে আসলে আর রুকিয়াহ হবে না।
🔷আমাদের চেম্বারের নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না।
🔷ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিবেন।
🔷আমাদের পেইজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ।
নিত্য নতুন চিকিৎসার ভিডিও দেখতে পাবেন। ইংশা আল্লাহ।

রুকিয়ার পরিচয়, প্রয়োজনীয়তা এবং বর্তমান প্রেক্ষাপটরুকিয়াহ শারইয়াহ কী?‘রুকিয়াহ’ শব্দের অর্থ ফুঁ দেওয়া বা ঝাড়ফুঁকের...
27/11/2025

রুকিয়ার পরিচয়, প্রয়োজনীয়তা এবং বর্তমান প্রেক্ষাপট

রুকিয়াহ শারইয়াহ কী?

‘রুকিয়াহ’ শব্দের অর্থ ফুঁ দেওয়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে উপকার কামনা করা।
পরিভাষায়—শারীরিক, মানসিক, আত্মিক, জ্বীন-যাদু বা বদনজরের কষ্ট হতে আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনার উদ্দেশ্যে কুরআন ও হাদিসের দোয়া পাঠ করাকেই রুকাইয়াহ শারইয়াহ বলা হয়।

মুমিন যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে নিজে কুরআন পাঠ করে, কিংবা অন্য কেউ তাকে পাঠ করে শোনায়—সেটাই প্রকৃত রুকইয়া।

---

কোরআনেই রয়েছে শিফা

মহান আল্লাহ তাআলা বলেন—
﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ﴾
“আমি কোরআন নাজিল করেছি, যাতে মুমিনদের জন্য রয়েছে শিফা ও রহমত।”
— সুরা বনি ইসরাইল: ৮২

এছাড়া সূরা ফালাক ও নাসে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—
যাদু, হিংসা, বদনজর, ওয়াসওয়াসা ও অদৃশ্য জগতের বিভিন্ন অনিষ্ট থেকে তাঁর কাছেই আশ্রয় চাইতে।

রুকিয়াহ হলো—এই আয়াতসমূহের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নববী পদ্ধতি।
সুতরাং ফকির-কবিরাজ, তাবিজ-কবচ বা শিরকীয় পদ্ধতি থেকে সম্পূর্ণ দূরে থাকা অপরিহার্য।

---

আরোগ্যের মালিক একমাত্র আল্লাহ

আল্লাহ তাআলা বলেন—
﴿وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ﴾
“আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন।”
— সুরা শু‘আরা: ৮০

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়া করতেন, পরে প্রচলিত চিকিৎসা গ্রহণ করতেন।
তিনি নিজে, তাঁর পরিবার ও সাহাবাগণের জন্য রুকাইয়া করেছেন এবং অসুস্থ ব্যক্তির জন্য রুকাইয়ার নির্দেশও দিয়েছেন।

---

আপনি কেন রুকাইয়া করবেন?

✔ শারীরিক সুস্থতার জন্য (চিকিৎসার পাশাপাশি)
✔ মানসিক প্রশান্তি ও স্বস্তির জন্য
✔ জ্বীন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা ইত্যাদি থেকে মুক্ত হতে
✔ আত্মার পরিশুদ্ধি ও ঈমানি দৃঢ়তা বৃদ্ধির জন্য

---

শেষ কথা

শারীরিক—মানসিক—আত্মিক যেকোনো সমস্যায় সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
পবিত্র কোরআন হলো আমাদের জন্য সর্বোত্তম শিফা, আর রুকিয়াহ হলো সেই শিফা পাওয়ার সুন্নাহসিদ্ধ পদ্ধতি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত ও সুস্থতা নসিব করুন।
আল্লাহুম্মা আমীন।

রাক্কী: মাওলানা নোমান আহমদ।
📞 01746-151530
📍❝ জ্বীন ও যাদুর কুরআনিক চিকিৎসা ও রুকিয়াহ্ সেন্টার সিলেট।❞™

🧰🔊আমাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনকিছু জানতে_ বা বুঝতে চাইলে উক্ত নাম্বারে সরাসরি বয়েজ দিয়া অথবা মেসেজ লিখে বলতে পারেন, আমরা যথাসময়ে রিপ্লাই দিব ইনশাআল্লাহ...!
🔽আমাদের চেম্বারঃ🔽
সিলেট, শাহপরান, পীরের বাজার হেডওয়ে উইমেন্স কলেজের পিছনে উবায়দা ভিলা সাদা বিল্ডিং এর নিচ তলায়।
... ধন্যবাদ....।
‎ #কালোযাদু
#রুকইয়াহশারইয়াহ
#কুরআানীচিকিৎসা।
#আশিকজ্বীন

#কোরআনীচিকিৎসা
#ওয়াসওয়াসা



#বদনজর

26/11/2025

🔴সরাসরি রুকিয়াহ চিকিৎসা চলমান 🔴
২১ পারার হাফেজা মেয়ের সাথে দুষ্ট জ্বীন, এ-ই দুষ্ট জ্বীনের কারনে মেয়েটা অধিকাংশ সময় অসুস্থ থাকে,পড়তে পারেনা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন থাকে শিফায়ে কামিলা দান করেন,এবং ভালো একজন হাফেজা হতে পারে।

🔷দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক:- মাওলানা নোমান আহমদ।
🔷ঠিকানা :-সিলেট, শাহ পরান, পীরের বাজার, হেড ওয়ে উইমেন্স কলেজের পিছনে, উবায়দা ভিলা, সাদা বিল্ডিং এর নিচ তালায় আমাদের চেম্বার।
🔷রুগীর দেখার সময় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

🔷ট্রিটমেন্ট এর জন্য যোগাযোগ করুন :-
☎️☎️ 01746-151530
ইমো হোয়াটসঅ্যাপ আছে ঐ নাম্বারে।
রুগী নিয়ে আসার আগে সিরিয়াল নাম্বার নিয়ে আসবেন উক্ত নাম্বারে যোগাযোগ করে।

🔷প্রত্যেক শুক্রবার চেম্বার বন্ধ থাকে।
🔷রুকিয়াহ করাতে হলে সকাল ১১টায় আসতেই হবে৷ বাধ্যতামূলক। পরে আসলে আর রুকিয়াহ হবে না।
🔷আমাদের চেম্বারের নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না।
🔷ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিবেন।
🔷আমাদের পেইজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ।
নিত্য নতুন চিকিৎসার ভিডিও দেখতে পাবেন। ইংশা আল্লাহ।

25/11/2025

জ্বীন ও যাদুর কোরআনিক চিকিৎসা ও রুকিয়াহ সেন্টার সিলেট।
চিকিৎসক মাওলানা নোমান আহমদ
ঠিকানা সিলেট শাহপরান পীরের বাজার হেডওয়ে উইমেন্স কলেজের পিছনে সাদা বিল্ডিং এর নিচ তালায় আমাদের চেম্বার।
যোগাযোগ +8801746151530
ইমো হোয়াটস অ্যাপে।
#কোরআনী_তদবীর #জ্বীনের_রুগী #জ্বীন_যাদুর_কোরআনী_চিকিৎসা #জ্বীন_ছাড়ানো #জ্বীনের_চিকিৎসা #জ্বিন_হুজুর #তদবীর #হাজিরাত

১১ টা থেকে জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট এর রুকিয়াহ/ চিকিৎসার কার্যক্রম শুরু হয়। যারা আসতে চান 01746-151530 এ-ই নাম্বারে ...
25/11/2025

১১ টা থেকে জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট এর রুকিয়াহ/ চিকিৎসার কার্যক্রম শুরু হয়। যারা আসতে চান 01746-151530 এ-ই নাম্বারে যোগাযোগ করে টাইমের মধ্যে চেম্বারে আসবেন। ধন্যবাদ।

Address

Sylhet Sylhet Divisions
Sylhet
3103

Alerts

Be the first to know and let us send you an email when জ্বীন ও যাদুর চিকিৎসা সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category