Sheikh Sahan

Sheikh Sahan এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে ত?

30/07/2025
‎মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় তালামীযে ইসলামিয়ার শোক ও সমবেদনা প্রকাশ‎‎ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইল...
21/07/2025

‎মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় তালামীযে ইসলামিয়ার শোক ও সমবেদনা প্রকাশ

‎ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশংকাজনক। বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই স্কুলের একটি একাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

‎হৃদয়বিদারক এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
‎শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের হৃদয়বিদারক এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন ও আহতদের দ্রুত সূস্থ করে দিন। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই।

‎তারা আরও বলেন, ঢাকার মতো জনবহুল শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ পরিচালনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের ঘটনার দায়ভার বিমান বাহিনী কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করার জন্য সরকারের প্রতি আমরা আহবান জানাচ্ছি।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি নির্বাচিত হবার পর যারা কৃতজ্ঞতায় লুতুপুতু খেয়ে বলেছিলো ‘উনি এমপি হবার পর শান্তিতে...
14/07/2025

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি নির্বাচিত হবার পর যারা কৃতজ্ঞতায় লুতুপুতু খেয়ে বলেছিলো ‘উনি এমপি হবার পর শান্তিতে ঘুমাতে পারছি; আগে পুলিশ দৌড়ান দিতো’— সেই তারাই এখন সময় বুঝে সুর পাল্টায়। নানা রকম বিদ্বেষপূর্ণ কথা বলে।

বিগত সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়া কতটা সঠিক ছিলো, এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। যে কেউ গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু গঠনমূলক সমালোচনা আর গোপনে লালিত বিদ্বেষ থেকে ছড়ানো ঘৃণা ভিন্ন বিষয়। জকিগঞ্জ কানাইঘাটের মানুষ একটা উদাহরণ কি দিতে পারবেন যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি হবার পর তিনি ক্ষমতার নূন‍্যতম অপব্যবহার করেছেন? কাউকে হয়রানি করেছেন? কারও হক নষ্ট করেছেন? তাঁর কথা কিংবা কাজ দিয়ে কাউকে আঘাত করেছেন? এরকম একটা নজিরও তো কেউ দেখাতে পারে নি।

নির্বাচনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ছাড়াও অন‍্যান‍্য ইসলামী দলের আরও অনেক নেতাই অংশ নিয়েছিলেন। কিন্তু সমালোচনা আর বিদ্বেষের তীর শুধুই হুছামুদ্দীন চৌধুরীর দিকে কেন? শেখ হাসিনাকে কোন কোন ইসলামী দলের কোন কোন নেতা কী কী রকমভাবে তোষামোদ করেছেন, আনন্দে আত্মহারা হয়ে কারা কোন উপাধি দিয়েছেন, সেইসব উদাহরণ নাই টানলাম। ইসলামী শিক্ষার স্বকীয়তা রক্ষা করাই ছিলো মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সংসদে যাওয়ার অন‍্যতম প্রধান লক্ষ্য। সংসদে দাঁড়িয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ‘ইবলিসি’ শিক্ষা ব‍্যবস্থা বলার হিম্মত ক’জন রাখে! মাওলানা হুছামুদ্দীন চৌধুরী তাঁর কাজের মাধ‍্যমেই প্রমাণ করেছেন ঈমান আকিদার প্রশ্নে তিনি আপোসহীন। জকিগঞ্জ কানাইঘাটের কৃতজ্ঞ মানুষ যাঁরা তাঁরা নিশ্চয়ই সাক্ষী দিবেন, মাত্র ৭ মাসে একজন এমপির কাছ থেকে সাধারণ জনগণ যা আশা করে মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর কাছ থেকে তাঁরা তার চেয়ে অনেক বেশিই পেয়েছেন।

গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তবে ঘৃণা আর বিদ্বেষমূলক কথাবার্তা ভেতরে জমানো আক্রোশকে সামনে নিয়ে আসে। একজন হুছামুদ্দীন চৌধুরী এই দেশ, জাতি, এই উম্মাহর সম্পদ। আল্লাহ পাক সকল প্রকার অনিষ্ট থেকে তাঁকে হেফাজত করুন।

[যৌক্তিক, গঠনমূলক যে কোন সমালোচনাকে স্বাগতম। অসুন্দর, বিদ্বেষমূলক কমেন্ট দেখামাত্র ডিলেটসহ আইডি ব‍্যান করা হবে। ধন্যবাদ।] লেখক বুলবুল ভাই

এরা শুধু দল থেকে বহিষ্কার করে। কিন্তু তাদের দলের কর্মীদেরকে শাস্তির আওতায় আনতে পারেনা। একটি রাষ্ট্রের মূল বৃত্তি হলো ন্য...
11/07/2025

এরা শুধু দল থেকে বহিষ্কার করে। কিন্তু তাদের দলের কর্মীদেরকে শাস্তির আওতায় আনতে পারেনা। একটি রাষ্ট্রের মূল বৃত্তি হলো ন্যায়বিচার। ন্যায়বিচার ছাড়া কোন রাষ্ট্র শান্তি হতে পারেনা। এমন কি কোন দল ঠিকে থাকতে পারেনা। এদেরকে আইনের আওতায় এনে ফাঁশি দেওয়া হউক।

মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নার নিথর দেহ রাখা হয় মসজিদে 😭😭ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িয়ে ছিলো ময়নার চাচার সা...
10/07/2025

মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নার নিথর দেহ রাখা হয় মসজিদে 😭😭

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িয়ে ছিলো ময়নার চাচার সাথে,গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা ময়নার মা ও চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না।

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন, তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকে। দেখা গেলো ময়না মরে না!!তাই চাচা ময়নার লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেয় তখন ময়না "মুহূর্তে" মারা যায়।😓

তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করে-- মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে, ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ, কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম, এরকম মা কারো যেন না হয় !! শিয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন । (কপি পোস্ট)

আশারকান্দি ইউনিয়ন তালামীয শাখার বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে। জগন্নাথপুর, সুনামগঞ্জ
05/07/2025

আশারকান্দি ইউনিয়ন তালামীয শাখার বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে। জগন্নাথপুর, সুনামগঞ্জ

Address

Guwala Bajar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Sahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share