Netman MJI

Netman MJI This is an entertaining page. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship and research.

Fair Use Disclaimer
This page may use some copyrighted materials without specific authorisation of the owners but contents used here falls under the "Fair Use" copyright disclaimer under section 107 of the copyright act 1976. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational or personal use tips the balance in favour of fair use.

এই বিএনপি দিয়ে আমরা কী করবো?উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মিলফোর্ডে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে দ্রুত বিচার ট্রা...
12/07/2025

এই বিএনপি দিয়ে আমরা কী করবো?

উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মিলফোর্ডে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সরকারও নড়াচড়া বসেছে, কিছু একটা করতে হবে!!

আফসোস, শুধু হত্যাকাণ্ডের পর তাহাদের চেত্ জাগ্রত হয়। ৫ই আগস্টের পর থেকে এদেশের কোটি কোটি পরিবার ওদের চাঁদাবাজি, লুণ্ঠন, নির্যাতন, সন্ত্রাসের শিকার। বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, রাস্তা-ঘাটে হাট-বাজারে, বাস স্ট্যান্ড-টেম্পু স্ট্যান্ডে, এমনকি সবজির ভ্যানওয়ালাকে চাঁদা দিতে হয় যা স্বাধীনতার পর এদেশে নজিরবিহীন। চাঁদা না দেয়ায় অসংখ্য নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে কিন্তু সরকার কিছুই করেনি। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে শ্লোগান ধরেছে,
নৌকা আর ধানের শীষ,
দুই সাপের এক বিষ।
কিন্তু টনক নড়েনি কারো। এখন পৈশাচিকতা সীমা অতিক্রম করেছে, জাতি ফুঁসে উঠেছে তাই তাহারাও জেগে উঠেছে। তারপরও যদি আসল অপরাধীদের ধরতে পারতো...ধরেছে ছেলা-পোলাকে। আসল চাঁদাবাজরা এখনো ধরাছোঁয়ার বাইরে। কারণ তাদের রিমান্ডে নিলে রথি-মহারথিরাও ফেসে যেতে পারেন...ভাগ তো সবাই পান!!

৫ই আগস্টের পর দেশের একটা বড় রাজনৈতিক দল এখন সন্ত্রাসী দল হিসেবে আবির্ভূত হয়েছে। জনাব তারেক রহমান গত ১০ মাসে ৫ হাজারের বেশি সন্ত্রাসীকে তার দল থেকে বহিষ্কার করেছেন। কিন্তু বহিষ্কৃতরা থামেনি; স্থানীয় নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে তারা আরো শক্তিশালী হয়েছে। ফলে বিএনপি নিজেদের সন্ত্রাসীদের থামাতে ব্যর্থ হয়েছে। একটা রাজনৈতিক দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে তাকে নিষিদ্ধ করার জন্য আর কিছু লাগে না, গত ১০ মাসের আমলনামাই যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এর দায় কার? শুধুই কি বিএনপি'র? না, আইনশৃঙ্খলা রক্ষা সরকারের দায়িত্ব। সরকারের উচিত ছিল অন্তত তারেক রহমান যে কয়জনকে বহিষ্কার করেছে তাদেরকে গ্রেফতার করে দীর্ঘ মেয়াদে শাস্তির ব্যবস্থা করা যাতে অন্যায় মাথাচাড়া দিয়ে না উঠে। জনাব তারেক রহমান ভদ্রলোক, চেষ্টা করছেন সুস্থ রাজনীতি করতে, কিন্তু ব্যর্থ হচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও সরকারের অসহযোগিতার কারণে। এহেন পরিস্থিতিতে সভ্য দেশ হলে নিদেনপক্ষে এই উপদেষ্টা পরিষদ পদত্যাগ করতো, নতুবা বিএনপি'র চেয়ারপার্সন পদত্যাগ করতো।

মজার ব্যাপার হলো, ফ্যাসিস্ট হাছিনার আমলেও দেশবাসী এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন দেখেনি। তখন ৯৯৯ অনেক বেশি সচল ছিল, মানুষ অন্যায় করতে ভয় পেত, পুলিশকে সমীহ করতো। আর এখন থানা ঘেরাও করে সন্ত্রাসীকে ছাড়িয়ে আনে বিএনপি'র লোকজন।

এখন দেশবাসির উচিত রাজপথ দখল করা, শুধু মিলফোর্ডের অপরাধীদের নয়, সমগ্র দেশের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা। এ দাবী জোড়ালো করা- হয় বিএনপি তওবা করে সুস্থ ধারার রাজনীতি করবে, না হয় তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হব। অন্যতায়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দেয়া অসম্ভব হয়ে পড়বে।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, হ্যাঁ।

01/07/2025

ছন্দে ছন্দে ৬৪ জেলার নাম।

ছন্দে সুরে বলছি আমি সকল জেলার নাম
তাল মেলাতে সবার আগে আসলো কুড়িগ্রাম।

প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর
এক জেলার নাম নরসিংদী আর একটা গাজীপুর ।

জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম
রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম।

পাহাড় ঘেরা বান্দরবান ও সিলেট খাগড়াছড়ি
ময়মনসিংহের কিশোরগঞ্জে এই অধমের বাড়ি ।

নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ
সুন্দর বনের কাছে আছে খুলনা বাগেরহাট ।

ভোলা এবং বরিশালে আছে অনেক নদী
পাবনায় আছে পাগলা গারদ বগুড়াতে দধি ।

পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর
আরো দুইটা জেলা হল কুষ্টিয়া যশোর ।

মনের মত একটা জেলা নাম তার মাগুরা
দন্তন্য তে নারায়ণগঞ্জ নাটোর ও নওগাঁ ।

দন্তন্য তে আরো চারটি জেলা বলতে পারি
নবাবগঞ্জ ও নোয়াখালী নড়াইল নীলফামারী ‌।

গঞ্জ দিয়া মানিকগঞ্জ হয় আরো মুন্সিগঞ্জ
গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ ।

চাঁপাইনবাবগঞ্জ ও কিন্তু গঞ্জ দিয়া ভাই
এদের ছাড়া বাংলাদেশে আর কোন গঞ্জ নাই ।

রংপুর এবং রাঙ্গামাটির নামটা রঙে রাঙা
নামের জন্য আরও সুন্দর চাঁদপুর চুয়াডাঙ্গা ‌।

কক্সবাজার নামের জেলা আছে সাগর পাড়ে
পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে ।

ফেনী জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া
সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে বি-বাড়িয়া ।

ছয়টা অক্ষর লিখতে লাগে মৌলভীবাজার
এদিক থেকে শরীয়তপুর সমান তাহার ।

শেষের দিকে এসে দেখি বসছে পুরের মেলা
নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা ।

পুর দিয়ে ভাই শেরপুর আছে আছে পিরোজপুর
মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর।

ফরিদপুর ও লক্ষিপুর এই দুই টা জেলার সাথে
পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে ।

আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ
ঘুরে এলাম রাজবাড়ী তার সঙ্গে ঝিনাইদহ ‌।

গাইবান্ধার নাম বাদে থাকে আর মাত্র এক হালি
তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়াখালী ।

এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম
এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম ‌।

সাতক্ষীরায় আর ঠাকুরগাঁয়ে হইল এই গান শেষ
এদের নিয়েই গড়া আমার সোনার বাংলাদেশ ।

ফেরদৌস আহমেদ-এর ওয়াল থেকে সংগৃহীত।

24/06/2025

তড়িঘড়ি করে কেন যুদ্ধ বিরতি?

হিজ্রায়েল-এর আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম শেষ হয়ে আসছে, আর চারদিন চলবে হয়তো। এদিকে মেরিকার কংগ্রেসে ট্রাম্প ব্যাপক চাপে পরেছে, চলছে গদি নিয়ে টানাটানি। হিরানের সাথে সর্বাত্মক যুদ্ধ লাগলে তাকে অভিসংশন/পদচ্যুত করা হবে। বার্নি স্যান্ডার্সের মতো প্রভাবশালী সিনেটররা তার টুঁটি চেপে ধরেছেন। এখন হিজ্রায়েল-মেরিকার পরাজয় কেবল সময়ের ব্যাপার। এদিকে ফিলিস্তিন স্বাধীন করার সুযোগও কড়া নাড়ছে। এ অবস্থায় তড়িঘড়ি করে ওরা যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। হিরানের উচিত ব্রেইন দিয়ে কাজ করা।

অন্যতায় দেখবেন ওরা গুছিয়ে নিয়ে আবার আক্রমণ করবে, ওরা বিশ্বাসঘাতক।

22/06/2025

বিশ্বাসঘাতক...কাফের মাত্রই বিশ্বাসঘাতক!

আলোচনায় ব্যস্ত রেখে আক্রমণ...কাপুরুষোচিত!!

31/05/2025

গভীর উদ্বেগ-উৎকন্ঠায় বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কী হবে আগামী দিনে? জনগণ সামান্য ভুল করলেই একটা রাক্ষস সবকিছু গ্রাস করে নেবে।

24/05/2025

ড. ইউনূসের উচিত সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় সরকারের রূপরেখা ঠিক করা, অদক্ষ উপদেষ্টাদের অব্যহতি দেয়া, জুলাই-এর স্টেকহোল্ডারদের সরকারে অন্তর্ভুক্ত করা।

19/05/2025

ঐক্য অনৈক্য ও বাংলাদেশ।

'মার্চ ফর গাজা' কর্মসূচি থেকে 'আওয়ামী লীগ নিষিদ্ধ' আন্দোলন পর্যন্ত এনসিপি'র সাথে ইসলামীক দলগুলোর যে লৌহ কঠিন ঐক্য তৈরি হয়েছিল তা তাঁদেরকে চূড়ান্ত বিজয় এনে দিতো। কিন্তু এই ঐক্য বিনষ্ট করেছে আমাদের স্নেহের মাহফুজ ও তার অনুসারীরা।

আমি আশ্চর্য হয়ে গেলাম, এনসিপি'র কিছু তরুণ নেতার গোলামীর মানসিকতা দেখে। এমন তো হতেই পারে মাহফুজ একটা ফাঁদে পা দিয়েছে, কিংবা মূহুর্তের উত্তেজনায় সে একটা ভুল করে ফেলেছে। আশেপাশে যারা আছে তারা তাকে ধাক্কা দেবে, ইশারা দেবে কোথাও কোন ভুল হলো কি না... কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তারা অন্ধের মতো তাকে সমর্থন দিয়ে বিবৃতি দিতে থাকলো। ফলাফল... পুরো পরিস্থিতি দেশবাসীকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলো। দেশপ্রেমিক যে শক্তি শিরদাঁড়া শক্ত করে দাড়াচ্ছিল তা গুরুতরভাবে আহত হলো।

তবে হাসনাতরা যেভাবে দেশবাসীকে একত্রিত করতে পারছে, সংগঠিত করতে পারছে, তাতে আমরা এখনো আশাবাদী। কিন্তু তাদের একাংশ যেভাবে বারবার ভুলের চোরাবালিতে পা দিচ্ছে, তাতে আবার আতঙ্কিত হয়েও পড়ি। দিনশেষে মাহফুজরা হয়তো বিদেশে চলে যাবে, কিংবা টেবিলের নিচ দিয়ে একটা সমঝোতা করে ফেলবে, কিন্তু এনসিপি'র লক্ষ লক্ষ কর্মী মাঠে মার খাবে। ছাত্রদল-যুবদল তাদেরকে মোজার নিচে থেঁতলিয়ে মেরে ফেলবে। তার উপর এখন আওয়ামীলীগ-ছাত্রলীগ-যুবলীগ বিএনপি'র সদস্য হিসেবে ঢুকবে। আগামীতে তারাও বিএনপি'র ব্যানারে প্রতিশোধ নিবে; দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।

-এই বোধ যতো তাড়াতাড়ি এনসিপি ও ইসলামীক দলগুলো বুঝতে সক্ষম হবে, ততই মঙ্গল।

10/05/2025

BNP আরও একটা সুযোগ হারালো।
দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েও জুলাই বিপ্লবের নেতৃত্ব দিতে পারেনি। এবারও পারলো না... আফসোস!!!

09/05/2025

"আওয়ামী লীগ"
নিষিদ্ধের আন্দোলনের ফলে অচিরেই জুলাই বিপ্লবের পক্ষ ও বিপক্ষ শক্তি আলাদা হয়ে যাবে। জনতা জানতে পারবেন, কে দালাল আর কে দেশপ্রেমিক।

কোন কোন খাবার মায়েদের  #বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে?Which foods increase   milk supply? নিম্নোক্ত খাবারগুলো মায়ে...
01/04/2023

কোন কোন খাবার মায়েদের #বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে?
Which foods increase milk supply?

নিম্নোক্ত খাবারগুলো মায়েদের বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে-
সবুজ শাকসবজি বিশেষত ঝিঙে, করলা, লাউ, ঢ়েরস, লাউ শাক, সজনে ডাটা, সজনে পাতা ভর্তা, গাজর, কাঁচা পেঁপে, সব ধরনের বাদাম, মিষ্টি আলু, কালো জিরার ভর্তা, মেথি, ছোলা, লেবু, তুলসী পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, পাতলা ডাল ইত্যাদি;
নিম্নোক্ত ফল সমূহ- পেয়ারা, কলা, যে কোন রসালো ফল;
এছাড়া নদীর মাছ, মধু, দুধ, খাবার পানি ইত্যাদি।
মনে রাখতে হবে, এ সময় মায়েরা যেন ভাজা পোড়া না খান, তরকারি যেন পাতলা হয় এবং কম মসলাদার হয়। তামাক, জর্দা, কার্বোনেটেড পানিয়, এলকোহল, জাংক ফুড এ খাবার প্রসূতি মায়েরা খাবেন না।

সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশবাবাকে এক ছেলের জিজ্ঞাসা!!-“বাবা, সফল জীবন কাকে বলে?"বাবা (সরাসরি উত্তর না দিয়ে) বল...
25/03/2023

সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশ

বাবাকে এক ছেলের জিজ্ঞাসা!!
-“বাবা, সফল জীবন কাকে বলে?"

বাবা (সরাসরি উত্তর না দিয়ে) বললেন/
- “আমার সাথে চলো, আজ ঘুড়ি উড়াবো। তখন বলবো।"

বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মনযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছু ওপরে উঠার পর বাবা বললেনঃ
- “এই দেখো ঘুড়িটা অতো উচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না, এই সূতার টানের কারণে ঘুড়িটা আরোও উপরে যেতে পারছেনা?"

ছেলে,
“তা ঠিক, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো!"

বাবা আলগোছে সূতোটা কেটে দিলেন। ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শুনাচ্ছেন ...

"শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি; সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমনঃ
■ ঘর,
■ মা-বাবা,
■ পরিবার,
■ অনুশাসন,
■ সন্তান ইত্যাদি।

আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সূতোর ঘুড়ির মতই!

জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বন্ধন ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।"

(সংগৃহীত)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Netman MJI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netman MJI:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share