Bangladesh 2.0

Bangladesh 2.0 আপনাদের ভালোবাসা কাম্য 🥰

‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- “না”স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্...
30/10/2025

‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- “না”
স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে- “না”
জাতীয় নির্বাচনের আগে গণভোটকে- “না”
শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের “না”✊

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বানএবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮...
12/10/2025

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান
এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে আজ
কাঠালতলী ৫ নং সদর ওয়ার্ডে উপস্থিত আছেন —

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী
জনাব শরিফুল হক সাজু সাহেব, সাধারণ সম্পাদক, কাতার বিএনপি।

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বানএবংবিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ওবিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ ...
11/10/2025

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান
এবং
বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও
বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা
জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে আজ
কাঠালতলী ৫ নং সদর ওয়ার্ডে উপস্থিত আছেন —

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী
জনাব শরিফুল হক সাজু সাহেব,
সাধারণ সম্পাদক, কাতার বিএনপি।

ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রশিল্পী,সাংবাদিক ও সমাজকর্মী বুধবার (৮ অক্টো...
08/10/2025

ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রশিল্পী,সাংবাদিক ও সমাজকর্মী বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান তিনি।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশানস জাহাজে যাত্রা করছিলেন শহিদুল আলম।









সুদ নিয়ে ভয়ানক কিছু আয়াত ও হাদীস:🕋 ও রিযিক বৃদ্ধির ছয়টি উপায়ঃহে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্ল...
04/10/2025

সুদ নিয়ে ভয়ানক কিছু আয়াত ও হাদীস:🕋 ও রিযিক বৃদ্ধির ছয়টি উপায়ঃ
হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। [সুরা ইমরান - ৩:১৩০]

যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্র য় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা'হ তা'আলা ক্রয়-বিক্র য় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। [সুরা বাকারা - ২:২৭৫]

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللّهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
আল্লাহ তা'আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে। [সুরা বাকারা - ২:২৭৬]

إِنَّ الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ وَأَقَامُواْ الصَّلاَةَ وَآتَوُاْ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ করেছে, নামায প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান করেছে, তাদের জন্যে তাদের পুরষ্কার তাদের পালনকর্তার কছে রয়েছে। তাদের কোন শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। [সুরা বাকারা - ২:২৭৭]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সুরা বাকারা - ২:২৭৮]

فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ
অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। [সুরা বাকারা - ২:২৭৯]

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
যদি খাতক অভাবগ্রস্থ হয়, তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেয়া উচিত। আর যদি ক্ষমা করে দাও, তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি কর। [সুরা বাকারা - ২:২৮০]

وَاتَّقُواْ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لاَ يُظْلَمُونَ
ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রূপ অবিচার করা হবে না। [সুরা বাকারা - ২:২৮১]

🕌সুদের গুনাহের ৭৩টি স্তর রয়েছে। যার মধ্যে সবচেয়ে হাল্কা গুনা হল নিজ মাতাকে বিবাহ করা।
যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদের আদান প্রদান লেখে, আল্লাহ এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে অভিশাপ দিয়েছেন।” (বুখারীঃ ইবনে মাসউদ রাঃ) 🕌

🕋আলহামদুলিল্লাহ 🕋
🕋আস্তাগফিরুল্লাহ 🕋

রিযিক বৃদ্ধির ছয়টি উপায়ঃ
১) তাক্বওয়া:
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন।
[সূরা তালাক(৬৫): ২-৩]
২) তাওয়াক্কুল:
“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ্ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।“🕋আলহামদুলিল্লাহ 🕋
[সূরা তালাক(৬৫): ৩]
৩) দান-সদকা: 🕋আলহামদুলিল্লাহ 🕋
কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন?
[সূরা বাক্বারাহ(২): ২৪৫]
৪) কৃতজ্ঞতা: 🕋আলহামদুলিল্লাহ 🕋
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।
[সূরা ইবরাহিম(১৪): ৭]
৫) ইস্তিগফার: 🕋আস্তাগফিরুল্লাহ🕋
“অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।“
[সূরা নূহ(৭১): ১০-১২]
৬) পারিবারিক বন্ধন দৃঢ় করা:
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে কামনা করে যে তার রিযিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।“
[সহীহ বুখারী]
আল্লাহ্ তাআ'লা আমাদের সবাইকে আমল
করার তাওফীক দান করুন। আমীন..!

🕋🇧🇩আলহামদুলিল্লাহ 🕋
🕋আস্তাগফিরুল্লাহ🕋🇧🇩

30/09/2025

"শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে এবং কিছু লোক মূর্তিপূজকদের সাথে মিলেমিশে যাবে।"

[ সুনানে ইবনে মাজাহ, হাদিস ৩৯৫২ ]

28/09/2025

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

25/09/2025

তাহলে কি এনসিপি-গণঅধিকার এক হতে চলেছে?

25/09/2025

আমি আ.লীগ না, বিএনপি করি’ মিছিল প্রস্তুতির সময় আটক যুবক

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh 2.0:

Share