Tareq Zaydii

Tareq Zaydii Love You All

01/05/2025

Pray For Israel 🇮🇱
May Allah
Destroy them

01/05/2025

এবার পাকিস্তান শেষ!!

ভারত ইতিমধ্যে আর্মি চিফ সানি দিওল, মেজর জেনারেল অক্ষয় কুমার, ক্যাপ্টেন ভিকি কৌশল, লেফটেন্যান্ট টাইগার শ্রফকে নিয়ে স্পেশাল ইউনিট গঠন করেছে।
লাঞ্চের পরে ওদের সাথে যোগ দিবে ইনকাউন্টার স্পেশালিষ্ট অজয় দেবগান, সুপার কপ রনবীর সিং।
আর ডিনারের আগে যোগ দিবে Raw এজেন্ট টাইগার, এবং পাঠান।
©️

28/04/2025

যেদিন তোমার সাথে কথা হয় না—
সেইদিনটা জীবনানন্দের কবিতার মত দীর্ঘ লাগে, পৃথিবীকে লাগে অসহায়, নিজেকে নিজের কাছে লাগে বিষের মতো রুচিহীন।

যেদিন তোমার সাথে কথা হয় না—
সেইদিন আমার বয়স বেড়ে যায়, হাত-পা অবস অবস লাগে, অলস অলস লাগে, আমি যেখানে সেখানে ঘুমাইয়া যাই। একজায়গাতে বইসা পার কইরা দেই ঘন্টার পর ঘন্টা এমন-যেন আমার কোথাও যাওয়ার যায়গা নাই।

তোমারে যে কীভাবে বোঝাই—
তোমার সাথে আমার কথা হওয়া কতোটা জরুরী; কতোটা জরুরী তোমার আশেপাশে থাকা।

তুমি জানো না সোনা—
যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন পৃথিবী জুড়ে বইতে থাকে নরকের হাওয়া, আর আমার বুক পকেটে চেচামেচি করতে থাকে এমনই এক বিষণ্ণ কবিতা, যে কবিতা আমি কোনদিন লিখতে পারি নাই....

অথচ আজ কত্তদিন আমাদের না হয় কথা না হয় দেখা,
পরিবারে হাল ধরতে গিয়ে ছাড়তে পেলাম অনেক ব্যথা, সুখী হও জীবনে, তুমাকেই চাই মৃত্যুর পূর্বের সাত মিনিটের ক্ষনে,
আজও পুড়ে মন , জ্বলে ছাড়খার হয়ে জীবন।

আর আমি অভাগা সারাজীবন থেকেই যাবো অসুখী
থাকবো আজীবন ভুক্তভোগী,
আমি ত তুমাকে না পাওয়ার সারাক্ষন রোগী।

25/04/2025

স্মৃতির মাঝে লুকিয়ে থাকে অদৃশ্য এক ছায়া
মানুষ হারিয়ে গেলেও
হারায় না তার মায়া।💔🙂
@topfansfollowers

25/04/2025

Active Now দেখার পরেও Text করতে গিয়ে থমকে যাওয়া, এ এক অদ্ভুত নিশ্চুপ ভালোবাসা!🖤

09/04/2025
04/04/2025
25/03/2025

যে কোনো দুঃখের ছবি কল্পনা করতে গেলেই
দেখি অবিকল তোমার দেওয়া দুঃখের সাথে মিল!
যেমন হলুদ রংয়ের কথা শুনলেই কেউ কেউ ধরে নেয় ব্রাজিল।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Zaydii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tareq Zaydii:

Share