
01/09/2023
★আলহামদুলিল্লাহ★
আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে ০১-০৯-২০২৩ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব মিলাদ ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হয় ~IQRA'S কম্পিউটার~ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা Mahbubur Rahman ভাই , জালালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওয়েছ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া জালালপুর ইউনিয়ন শাখার নেতা কর্মীবৃন্দ
সহ অনেকেই উপস্থিত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে এবং IQRA'S কম্পিউটার এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সফল করেন এবং সঠিক ভাবে নবির সুন্নাহ মুতাবিক ব্যবসা করার তাওফিক দান করেন আমিন 🤲।