
12/05/2025
ফিলিস্তিন ও আফগানিস্তানের মানুষ সত্য এবং ন্যায়ের জন্য জীবন দিতে জানে। তাদের ইমানী শক্তি অনেক শক্তিশালী। আল্লাহর উপর তাদের বিশ্বাস অনেক বেশি। তারা সত্যিকারে মুসলমান। আর আপনি আমি নামকা ওয়াস্তে। তারা নিজের দেশ বিক্রি করেনা। আপনি আমি স্বার্থের জন্য মাতৃভূমি কি ভুলে যাই। দক্ষিণ এশিয়ায় খানে দাজ্জালের আর্ভিভাব গঠেছে। করিডোর যদি দেওয়া হয় তাহলে আমাদের কেও গাজাবাসীর মত ধংস্বের তান্ডবলীলা দেখতে হবে। ১ম বিশ্ব যুদ্ধে অটোমান সাম্রাজ্য ধংস্বের পর মুসলিম দেশ গুলো কে দাবীয়ে রাখা হচ্ছে। কথার অবাধ্য হলে বিশ্ব কে জংগি মুক্ত করার নামে ধংস্ব করা হচ্ছে। নিরাপদ লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হচ্ছে। সেই দেশের মূল্যবান সম্পদ লুট করা হচ্ছে। দেশ অসহায়, মানুষ অসহায়। এ যেন দেখার কেউ নেই। জাতিসংঘ কি ভূমিকা পালন করে। পৃথিবী ধংস্বের তান্ডবলীলা তাদের ষড়যন্ত্রের মাধ্যমেই হয়। ইজরায়েল বিশ্বের নিয়ন্ত্রণ করে। আমি তাই দেখতে পাচ্ছি। মানবিক করিডোর ষড়যন্ত্রের একটা অংশ। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌর্মতের স্বার্থে সঠিক সিদ্ধান্তের প্রয়োজন। প্রভুদের খুশি করতে মানবিক করিডোর দিয়ে দিবে মগের মুল্লুক নাকি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই দলমত নির্বিশেষে স্বাধীনতা রক্ষা করা দেশের সকলের দায়িত্ব। জ্ঞানীরা বুঝতে বাকি নাই। নিজেকে আড়াল করে আপনিও নিরাপদ থাকতে পারবেন না। আফগানিস্তান বা খোরাসান থেকে কাল পতাকাবাহী দল যদি বের হয় তাদের সাথে সেই যুদ্ধে অংশ গ্রহন করতে চাই। হে আমার আল্লাহ আমাকে কবুল করুন। আমাদের মুসলিম গাজার মানুষের কষ্ট মেনে নিতে পারি না। আল্লাহ আমার ভাইদের রক্ষা কর,মুক্তি দাও। আমার খুব ইচ্ছা গাজাবাসীর পাশে থাকার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটা মানুষের দায়িত্ব।
আল্লাহ আকবার। 💜💜💜
আমার লেখায় কোন ভুল হলে ক্ষমা প্রার্থী।