Moeen Uddin Chowdhury

Moeen Uddin Chowdhury আলহামদুলিল্লাহ, আমি একজন ভালো মানুষ, স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হব এবং মানুষের সেবা করে যাব ইনশা-আল্লাহ।

03/09/2025

ডি'ভো'র্সি এক মেয়ের ফেসবুকে স্ট্যাটাস..!!

পৃথিবীর কোন কিছুর বিনিময়ে হলেও যদি আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম তাহলে আমি বাকি জিন্দেগীতে আমার বাবার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ রাখতাম না কারন আমার ফ্যামিলির কারণে আজ আমি ডি'ভোর্সি.?! 😢😭😭😢

29/08/2025

একটা বিবাহিত পুরুষকে মেরে ফেলার জন্য বাইরের শত্রুর প্রয়োজন নেই, ঘরের বদমেজাজি খারাপ স্ত্রী যথেষ্ট.. 😭😭😭

😭 স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ ...
23/08/2025

😭 স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকুরী আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো!!!

কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো, যত ভালো জবই থাকুক না কেন!!!

দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে,বা বিয়ে করবে হয় সে আপনাকে করুনা করবে, না হয় সমাজ -পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য!!
ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে, বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয়।

আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো!! আমি খারাপ, নষ্ট, বদ মেজাজী ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে!!

আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা। সব সময় নিজেকে ছোট মনে হয়।।

দ্বিতীয় পুরুষের ছোয়ায় প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়!!স্বামী- স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন । তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না।

আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে।

সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মত ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না।

পরামর্শ একটাই, স্বামী - স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী। নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন।

মনে রাখবেন আপনি নারী। আর সে পুরুষ, আল্লাহ পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন
আপনাকে না!!!

অনুরোধ করবো শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন হাজারও পরিবারের উপকার হবে।

সংগৃহীত...

22/08/2025

অতিরিক্ত চালাক মা বাবার মেয়েদের তাড়াতাড়ি তালাক হয়, কথাটা বাস্তব সত্য....!

21/08/2025

মানুষ যাকে পছন্দ করে তার কোন দোষ খুঁজে পায় না আর যাকে অপছন্দ করে তার কোন গুন খুঁজে পায়না..!

20/08/2025

একটা বিবাহিত পুরুষের.

জীবন ধ্বংস করার জন্য, একটা বদ মেজাজি রাগী স্ত্রীই যথেষ্ট.!

20/08/2025

ঐ স্ত্রী হলো উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মা'কে কখনও অবহেলা করো না কারণ সামনে আমিও মা হবো। 💞💕💕❤️

19/08/2025

একজন বিবাহিত নারীর জন্য তার পিতা মাতার আনুগত্যের চেয়ে, স্বামীর আনুগত্য-ই অধিক....
অধিকাংশ মেয়েরাই এগুলো বুঝে না।

17/08/2025

অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার ফিরবেন না.. কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াই ভালো।

13/08/2025

ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না
হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয়না......
কতটা নির্মম সত্যি কথা! কেউ কি কখনও ভেবেছিলেন এই লাইনগুলো জীবনের সাথে মিলবে?

12/08/2025

কারো অবহেলিত ভালোবাসা...
পাওয়ার চেয়ে, সারাজীবন একা থাকা ভালো, যদি অনুভব করেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো....!

12/08/2025

দিন শেষে স্বামী ছাড়া কেউ আপন না, কিন্তু দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত
কিছু স্ত্রী,
স্বামীর মর্ম বোঝেনা.......

Address

Sylhet

Telephone

+8801712468113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moeen Uddin Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moeen Uddin Chowdhury:

Share

Category