সমাজচিত্র

  • Home
  • সমাজচিত্র

সমাজচিত্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সমাজচিত্র, Newspaper, .
(5)

[√] সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক- আব্দুস সবুর।

[√] ভারপ্রাপ্ত সম্পাদক- আব্দুর রহমান শাহীন।

[√]সমাজচিত্র- একটি অনলাইন নিউজ পোর্টাল। এটি ২০২০ সনের ৪ জুন সাংবাদিক আব্দুস সবুর এর প্রকাশনায় ও সাংবাদিক কামরুল হোসেন পলাশ এর সম্পাদনায় যাত্রা শুরু করে।

08/07/2024
সাংবাদিক আব্দুস সবুরের জানাজা আজ জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জুড়ী প্রেসক্লাব (১৯৯৮) সদস্য ও অনলাইন নিউজ ...
03/07/2024

সাংবাদিক আব্দুস সবুরের জানাজা আজ

জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জুড়ী প্রেসক্লাব (১৯৯৮) সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল সমাজচিত্র প্রকাশক- সাংবাদিক আব্দুস সবুরের জানাজার নামাজ আজ বুধবার (০৩ জুলাই) ৫টা ৪৫ মিনিটের সময় বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাংবাদিক আব্দুস সবুর(২৭) ও তার স্ত্রী রাহেলা আক্তার (২২) গত সোমবার (০১ জুলাই) সিলেটে এক মর্মান্তিক সড়ক দূঘটনায় ইন্তেকাল করেন।

আসছে ভয়ংকর এক নারী প্রজন্ম। ৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী কর...
03/06/2024

আসছে ভয়ংকর এক নারী প্রজন্ম।

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

ডাঃ জাকিয়া সুলতানা,
গাইনোকোলজিস্ট
😈 পতিকীয় ছবি।

15/02/2024

সিলেট ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মধ্যেকার পার্থক্য তুলে ধরেছেন আমাদের ফ্যাকাল্টি মেম্বার মারুফ রহমান এবং ইউরোকোচ বিডি বাস কাউন্টার প্রতিনিধি তুহিন।

03/11/2023
এরকম করুণ কাহিনি দেশের হাসপাতাল গোলোতে প্রায়ই ঘটে।হৃদরোগ হাসপাতালের CCU তে ভর্তি মা, ঔষধ ও পরীক্ষা করতে বারবার বাইরে যেত...
27/09/2023

এরকম করুণ কাহিনি দেশের হাসপাতাল গোলোতে প্রায়ই ঘটে।

হৃদরোগ হাসপাতালের CCU তে ভর্তি মা,
ঔষধ ও পরীক্ষা করতে বারবার বাইরে যেতে হচ্ছে, যতবার ভিতরে ঢুকতে হচ্ছে ততবারই আনসার সদস্যকে ৫০/১০০ টাকা ঘু ষ দিতে হচ্ছে, মায়ের অবস্থা সংকটাপন্ন, ডাক্তার জরুরী রক্ত দিতে বললেন, রক্ত কিনে CCU তে ঢুকবো আনসার ৫০ টাকার জন্য আটকে দিলেন, বললাম সকাল থেকে ৩ বার দিয়েছি এখন টাকা নাই, শুনেই #মারধর শুরু করে দিলো, বাঁশি বাজিয়ে আরো আনসার ডেকে এনে এক আতংক সৃষ্টি করে ফেললো, আমাকে বাঁচাতে এসে বাবা, বড়ভাই, বোন ও খালাও #গণপিটুনি খেলো, ঔদিকে রক্তের অভাবে মায়ের অবস্থা খারাপ হচ্ছে এদিকে আনসাররা আমাদের #মেরে বাথরুমে আটকে রেখেছে, কিছুক্ষণ পরে শুনলাম মা মারা গেছে...

মায়ের জানাযা দাফন রেখে এখন আমি পঙ্গু হাসপাতালে ভর্তি।

রাষ্ট্রের প্রতিটা সেক্টরের আজ এমন বেহাল অবস্থা, সব জায়গায় চলছে অরাজকতা।

কপিঃ ভুক্তভোগী ছেলে

 ালে_ভারতীয়_উপমহাদেশ!এতদিন যে মানচিত্রগুলো দেখেছেন তার অনেকগুলোই পুর্নগঠিত। কিন্তু এখন যেটা দেখছেন এটা মূল ও প্রাচীন মান...
22/09/2023

ালে_ভারতীয়_উপমহাদেশ!

এতদিন যে মানচিত্রগুলো দেখেছেন তার অনেকগুলোই পুর্নগঠিত।
কিন্তু এখন যেটা দেখছেন এটা মূল ও প্রাচীন মানচিত্র। এতে ১৮১৪ সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজ্যভুক্ত অঞ্চল, স্বাধীন রাজ্যের পাশাপাশি উপমহাদেশের বাহিরের ভূটান, নেপাল, প্রোম, পেগু, বার্মা ইত্যাদিও চিহ্নিত আছে।

সমাজচিত্র

Address


Alerts

Be the first to know and let us send you an email when সমাজচিত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমাজচিত্র:

  • Want your business to be the top-listed Media Company?

Share