U S G Expatriate Unity Organisation Khalmuk Bazar South Surma Sylhet

U S G Expatriate Unity Organisation Khalmuk Bazar South Surma Sylhet প্রবাসী সেবা, হতদরিদ্র সেবা, চিকিৎসা ?

With আর এ আলী – I just got recognised as one of their top fans! 🎉
11/09/2024

With আর এ আলী – I just got recognised as one of their top fans! 🎉

04/09/2024

আমাদের গ্রাম

01/09/2024
I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
27/06/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

31/03/2023

সিলেট দক্ষিণ সুরমা খালোমুখ বাজার
প্রবাসী ও হতদরিদ্র কেন্দ্র করে প্রবাসীদের উদ্যেগে গড়ে উঠেছিলো ২৪/০৯/২১ ৪৭ জন সদস্য নিয়ে সংগঠনের পথ যাত্রা শুরু, ইউ এস জি এক্সপার্টেট ইউনিটি অর্গানাইজেশন - উত্তর ছত্তিঘর প্রবাসী ঔক্য সংগঠন। সংগঠনটি প্রথমে চালু হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে মাধ্যমে পরে সম্পূর্ণ সোস্যাল মিডিয়ায়.... আত্মমানবাতার সেবায় সমাজ সেবা , শিক্ষা সেবা এবং অসুস্থ সেবায় এ সংগঠনটি পরিচালনার করার জন্য ১২ জন সদস্য রাখা হয়। আজকের এই প্রবাসী ঔক্য সংগঠন কতৃক আয়োজিত পবিএ মাহে রামজান উপলক্ষে, দৈর্ব মূল্য ও হতদরিদ্র ৫০ টি পরিবারকে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ইত্যাদি নগদ টাকা অর্থ প্রধান করবে।
এর আগে ও এই সংগঠনটি বিভিন্নভাবে সাহায্য করেছে, এর আগে আমরা যদাের দিয়েছি এবার আমরা তাদের দিতে পারছিনা বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবার নতুন কিছু পরিবারকে দিবো।
ইনশাআল্লাহ আমরা নেক্সটে সবাইকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু আমাদের প্রবাসী ও প্রবাসী পরিবারের জন্য দোয়া করবেন।

এ সংগঠন পরিচালোনা কমিউটি দেশ এবং বিদেশের যাদের ত্যাগতিতিকার মাধ্যমে কঠোর পরিশ্রম করে যাচাচ্ছেন, তাদের সবার প্রতি আমার অন্তরের আন্তস্তল থেকে প্রান উজার করা দোয়া ও ভালোবাসা।

ইউ এস জি এক্সপার্টেড ইউনিটি অর্গানাইজেশনআজকের এই দিনে সংগঠনের কাজ শুরু হয়েছিলোআজ একবছর পূর্ণ হলো, বেঁচে থাকুক এই সংগঠন হ...
22/09/2022

ইউ এস জি এক্সপার্টেড ইউনিটি অর্গানাইজেশন
আজকের এই দিনে সংগঠনের কাজ শুরু হয়েছিলো
আজ একবছর পূর্ণ হলো, বেঁচে থাকুক এই সংগঠন হাজার বছর।

প্রতিটা সদস্য অনেক ত্যাগ মহিমান্বিত্যের শ্রমে আজকের এই দিন পর্যন্ত এসেছে। প্রতিটি সদস্যের শ্রম কে আল্লাহ কবুল করুক; এবং সুস্থতার সহিত সবার নেক হায়াত কামনা করি।

খালোমুখ বাজার অবস্থিতঃ দক্ষিণ সুরমা খালোমুখ বাজার প্রবাসী ও হতদরিদ্র কেন্দ্র করে কিছু সংখ্যক প্রবাসীদের উদ্যেগে গড়ে উঠেছে। তারিখ ২৪/০৯/২১ ইং মাত্র ৭৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু সংগঠনটি। প্রথমে সংগঠনটি চালু হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে মাধ্যমে পরে সম্পূর্ণ সোস্যাল মিডিয়ায়.... সমাজসেবা আত্মমানবাতার সেবা, শিক্ষা সেবা এবং অসুস্থ সেবা এ সংগঠনের মূল লক্ষ্য। স্বাভাবিক ভাবে পরিচালনার জন্য সংগঠনটির কিছু নিয়ম অনুসরণ করবে। সংগঠন ভবিষ্যতে কিভাবে চলবে, কমিটি এবং সদস্যরা প্রত্যেকের সঙ্গে কি ভাবে আচরণ করবে, সেবা কার্যক্রম ইত্যাদি মাথায় রেখে কিছু নিয়ম প্রণীত হয়েছে.....।

দক্ষিণ সুরমা খালোমুখ বাজার U S G Expatriate Unity organisation হোয়াটসঅ্যাপ গ্রুপ সংগঠন।
ক্যাটাগরি : - প্রথম

সংগঠনের নাম : - U S G expatriate Unity organisation ইউ এস জি প্রবাসী ঔক্য সংগঠন খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেট

ক্যাটাগরি : -দ্বিতীয়
(1) স্থায়ী সদস্য হবে ১০০ জন সবাই হবে বিশেষ সদস্য। এবং উপদেষ্টা কমিটিতে হবে
১০০ জন যারা সর্বাধিক সহযোগিতা করবে।
(2) প্রত্যেক সদস্যকে কমিটির বাহিরে কথা বলা যাবেনা। এ ছাড়া পূর্ণাঙ্গ সদস্য বলে গন্য হবেনা।
ক্যাটাগরি : - তৃতীয়
(1) সংগঠনের সকল কার্যক্রম সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত হবে এছাড়া সাহায্য গ্রহণযোগ্য।
(2) প্রত্যেক সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে সাহায্য বা দান প্রদান করতে হবে।
(3) সংগঠনের আর্থিক লেনদেন হবে ব্যাংক একাউন্ট এবং বিকাশের মাধ্যমে নিয়ন্ত্রিত।
(4) আর্থিক লেনদেন সম্পর্কে পরিচালনা প্রদান ও সংশ্লিষ্ট ব্যাক্তি জবাব দিতে বাধ্য।
(5) কোন সদস্য ব্যাক্তিগত চরিতার্থ করার জন্য সংগঠন বিরোধী কোন কাজ করতে পারবে না।
(6) সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে দক্ষিণ সুরমা খালোমুখ বাজারে স্হানীয় কমিটি গঠন করা আছে।
ক্যাটাগরি : - চতুর্থ
(1) সদস্যদের নিজস্ব অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে।
(2) সংগঠন পরিচালনায় কোন মনোভাব বা নীতি অনুসরন করা যাবে না।
(3) দক্ষিণ সুরমা খালোমুখ সামাজিক উন্নয়নের আপনার মতবিনিময় করতে পারবেন প্রত্যেক সদস্যকে মতামত ব্যাক্ত করার সময় দেয়া হবে।
(4) সংগঠন সম্পর্কিত সকল তথ্য জানার অধিকার সকল সদস্যের থাকবে।
(5) কোন নতুন সদস্য ভর্তির ক্ষেত্রে সংগঠনের নিয়মাবলী মানতে হবে।
ক্যাটাগরি : - পঞ্চম
(1) পরিচালনা পর্যদের সিদ্ধান্ত ও প্রধানের স্বাক্ষর ব্যাতীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবেনা।
(2) প্রত্যেক সদস্য তাদের নিজস্ব মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে।
(3) বহিঃস্থ কোন সিদ্ধান্ত গ্রহনযোগ্য নয়, তবে নির্দেশনা কাম্য যা বিবেচনাধীন হবে।
(4) হোয়াটসঅ্যাপ গ্রুপে বা পেইজে এসে সদস্য, গৃহীত সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য তবে মতামত রাখতে পারবে।
(5) কোন সদস্য ভুল কিছু উপস্থাপন করলে অন্যরা ভদ্রতায় তার সমাধান করবে।
(6) কোন সিদ্ধান্তে অমত থাকলে সেক্ষেত্রে অধিকাংশের মতামত প্রাধান্য পাবে ( যদি সেটা সংগঠনের পক্ষে হয়। )
(7) কোন সিদ্ধান্ত পুর্নবিবেচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
(8) স্থায়ী কমিটি সকল ক্ষমতার উদ্ধে।
ক্যাটাগরি :- ষষ্ঠ
(1) কোন দায়িত্ব প্রদানের ক্ষেত্রে যোগ্য সদস্য নির্বাচিত হবে।
(2) দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি তার কাজে ব্যর্থ হলে তাকে অবশ্যয় জবাবদিহি করতে হবে।
(3) সংগঠনের গোপন কোন তথ্য সংগঠনের যোগ্য সদস্য ব্যাতীত বহিঃস্থ কারো সাথে আলোচনা করবে না।
(4) স্থায়ী কমিটির কোন সদস্য গত হলে যোগ্য সদস্য স্থান পাবে।
ক্যাটাগরি : -সপ্তম
(1) বার্ষিক সকল অনুষ্ঠানের ব্যাপারে সংগঠন নিজস্ব সিদ্ধান্ত নিবে।
(2) সংগঠনের যেকোন কার্যক্রমে সংগঠন প্রধান কে দায়িত্বশীত ভূমিকা রাখতে হবে।
(3) কোন কাজের জন্য সংগঠন বহিঃস্থ কারো কাছে জবাবদিহি করবে না। ( যদি নীতি বিরোধী না হয় )
(4) সংগঠন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে প্রত্যেক সদস্যের উপস্থিতি কাম্য।
(5) সদস্য বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
(6) সামাজিক সকল কর্মকান্ড পরিচালনা সংগঠনের মূল লক্ষ্য, অসামাজিক কিছু নয়।
ক্যাটাগরি : - অষ্টম
(1) প্রত্যেক সদস্য কে সংগঠনের প্রতি আন্তরিক হতে হবে।
(2) ব্যক্তিগত মনোমালিন্য পরিহার করে একসাথে কাজ করতে হবে।
(3) সংগঠনের কোন সদস্য বিপদে পড়লে বাকী সদস্যরা তাকে সাহায্য করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।
(4) সাম্প্রদায়িকতা বা ধর্মকেন্দ্রিক সকল বিবাদ এড়িয়ে একতা গড়ে তুলতে হবে।
(5) ভবিষ্যত পরিকল্পনায় যেমন ব্যাবসা প্রতিষ্ঠান ইত্যাদি সবাই কে এগিয়ে আসতে হবে।
(6) সংগঠনের কোনো ব্যক্তি দায়িত্বশীলদের কথা অমান্য করলে ঐ ব্যক্তির বিরুদ্ধে সংগঠন বিশেষ ভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে।
ক্যাটাগরি :- নবম
(1) সংগঠনের সকল নিয়ম কানুন প্রত্যেক সদস্য মানতে বাধ্য।
(2) কোন সদস্য সংগঠন বিরোধী কোন কাজ করতে পারবে না।
(3) প্রত্যেক সদস্য মেয়াদী তবে দোষ করলে শাস্তির যোগ্য হবে।
(4) সংগঠনের প্রতিটি নিয়ম সকল সদস্যের জন্য সমান ভাবে প্রযোজ্য।
(5) সংগঠনের কোন সদস্য সংগঠনের বাইরে পুলিশ জামেলায় জড়ালে- সংগঠন কোন রকম সাহায্য সহযোগিতা করবে না।

বিশেষ দ্রষ্টব্যঃ - সংগঠনের যেকােন সিদ্ধান্ত বা নিয়ম প্রয়োজন ও সুস্থতা ভিত্তিতে সংস্কার, সম্প্রসারণ ও সংশোধনযোগ্য।

অতিরিক্তঃ পরিচালনা (1) স্থানীয় উত্তর ছত্তিঘর খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেট ১০ জন ব্যক্তিবর্গ এবং কমিটির পৃষ্ঠপোষক করে অনুমোদীত একটি সংগঠন।
(2) উত্তর ছত্তিঘর খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেট প্রবাসী সংগঠনের সহায়তায় অনুমোদীত একটি সংগঠন।

ক্যাটাগরি :- দশম

(1) সভাপতিঃ সংগঠন পরিচালনার কর্ণধার হিসেবে ভূমিকা পালন করবে। সকল কার্যক্রম এর নিয়মিত তত্বাবধান করবে। সভা আহ্বান করবে এবং সার্বিক কাজ পরিচালনা করবে।

(2) সাধারণ সম্পাদকঃ কার্য পরিচালনায় অংশ নিবে এবং সভাপতির অনুপস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

(3) সাংগঠনিক সম্পাদকঃ যাবতীয় সকল কাজের তত্বাবধান করবে। এবং সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুপস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বিঃ দ্রঃ এছাড়া সংগঠনের স্বার্থে সকল কাজে অংশ নিবে।

শর্তসাপেক্ষে কোন সদস্য আমাদের সংগঠনে ভর্তি হতে পারবেন। তবে নৈতিক চরিত্র ভাল হতে হবে। প্রত্যেক সদস্যকে দক্ষিণ সুরমা খালোমুখ বাজার সামাজিক যে কোন কাজে অবশ্যই যার যার তৌফিক অনুযায়ী সাহায্য প্রদান করতে হবে।
নতুন সদস্যগন ভর্তির ক্ষেত্রে তাকে সংগঠনের নির্দিষ্ট্য নিয়ম অনুসারে চলতে হবে।


প্রচারেঃ-- আত্মমানবতার সেবায় U S G expatriate Unity organisation হোয়াটসঅ্যাপ গ্রুপ সংগঠন ।

ইউ এস জি এক্সপার্টেট ইউনিটি অর্গানাইজেশনেরসহ সাংগঠনিক সম্পাদক আবজল আহমেদের বিয়েতে সিলেট আল নূর কমিউনিটি সেন্টার।
27/08/2022

ইউ এস জি এক্সপার্টেট ইউনিটি অর্গানাইজেশনের
সহ সাংগঠনিক সম্পাদক আবজল আহমেদের বিয়েতে সিলেট আল নূর কমিউনিটি সেন্টার।

Address

Sylhet
3108

Alerts

Be the first to know and let us send you an email when U S G Expatriate Unity Organisation Khalmuk Bazar South Surma Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share