Bangladesh Cricket Universe

Bangladesh Cricket Universe This page is dedicated to all Bangladeshi Cricket Fans.

Litton Das last 4 International Innings- 3️⃣ Ducks 🤷‍♂️
24/03/2024

Litton Das last 4 International Innings- 3️⃣ Ducks 🤷‍♂️

তরুণ পেসার মুশফিক হাসান এক সাক্ষাৎকারে বলেন–🗣️
15/03/2024

তরুণ পেসার মুশফিক হাসান এক সাক্ষাৎকারে বলেন–🗣️

সমস্যা নাই সামনে যুক্তরাষ্ট্র সিরিজ আছে😁
15/03/2024

সমস্যা নাই সামনে যুক্তরাষ্ট্র সিরিজ আছে😁

আমার ৫০০তম উইকেট পাওয়ার পর, আমি আমার বাবা-মা এবং আমার স্ত্রীর কাছ থেকে একটি ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সন্ধ্যে ...
15/03/2024

আমার ৫০০তম উইকেট পাওয়ার পর, আমি আমার বাবা-মা এবং আমার স্ত্রীর কাছ থেকে একটি ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সন্ধ্যে ৭টা বেজে যাওয়ার পরেও কারও কোনও ফোন আসেনি। আমার একটু অদ্ভুত লেগেছিল। তবে আমি ভেবেছিলাম, হয়তো ওরা আমার ৫০০ উইকেটের জন্য সাক্ষাৎকার দিচ্ছে। বা সকলে অভিনন্দন জানাচ্ছে, সেই নিয়ে ব্যস্ত

কিন্তু সন্ধ্যা ৭টার দিকে আমি স্নান করতে যাওয়ার আগে আমার স্ত্রীকে ফোন করি। আমার বাবা-মা ফোন ধরেনি। এবং আমি শুনতে পেলাম, আমার স্ত্রীর কন্ঠস্বর ভাঙা। আমার স্ত্রী আমাকে আমার সতীর্থদের থেকে দূরে সরে যেতে বলে এবং তার পর জানায়, অসম্ভব মাথার যন্ত্রণা হওয়ার পর আমার মা কোলাপস করে গিয়েছে এবং সেই সময় হাসপাতালে ভর্তি আছে

আমার নিজেকে তখন অসহায় মনে হচ্ছিল। সবটা কেমন শূন্য হয়ে গিয়েছিল। আমি কী ভাবে প্রতিক্রিয়া জানাব, তা আমি জানতাম না। আমি কী জিজ্ঞেস করব, সেটাও বুঝতে পারছিলাম না। আমি কাঁদছিলাম, কিন্তু আমি চাইনি, আমার চোখের জল কেউ দেখুক। আমি আমার ঘরে একা বসে বসেই কাঁদছিলাম।’

কয়েক মিনিট এই ভাবে কাটার পর, আমার স্ত্রী কোনও উত্তর না পেয়ে, টিমের ফিজিয়োকে ফোন করে সব জানায় এবং আমি কোথায় তা জিজ্ঞেস করে। ফিজিয়ো নিশ্চয়ই রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে সবটা বলেছিল। আমি ওদের কী বলব বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে, একাদশে রয়েছি, এখন আমি যদি মাঝপথে চলে যাই, দল ১০ জনের হয়ে যাবে। সিরিজটি তখন ১-১ ছিল। আমি ভাবছিলাম যে, আমি চলে গেলে ভারতীয় দলে একজন বোলার কমে যাবে।’

সেই সময়ে রোহিত এসে ভরসা জোগায়। রোহিত এবং রাহুল দ্রাবিড় ভাই আমার রুমে আসে। রোহিত আমাকে ভাবতে দেখে বলে, তুমি কি ভাবছ? শুধু তোমার ব্যাগ গুছিয়ে এখন বাড়ি চলে যাও এবং তোমার মা - কে দেখতে যাও । রোহিত আমাকে বলেছিল যে, ও চেষ্টা করবে, আমার জন্য একটা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার। চেতেশ্বর পূজারাকে অনেক ধন্যবাদ। পূজারা অনেক লোকের সঙ্গে কথা বলেছে এবং চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে।

আমাদের দলের ফিজিয়ো কমলেশ আমার ভালো বন্ধু। রোহিত যা করেছে, তা অসাধারণ। কমলেশকে আমার সঙ্গে চেন্নাইয়ের ফ্লাইটে উঠে পড়তে বলেছিল রোহিত । আমি রোহিতকে বলেছিলাম যে, কমলেশ দলের সঙ্গে থাকা দু'জন ফিজিয়োর মধ্যে একজন এবং কী ভাবে ওকে আমার সঙ্গে পাঠাচ্ছো? দল যখন গুরুত্বপূর্ণ টেস্ট খেলছে?

রোহিত বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি কমলেশকে বলেছিলাম দলের সঙ্গে থাকতে। যাইহোক, যখন আমি লবিতে গেলাম, কমলেশ এবং একজন নিরাপত্তাকর্মী সেখানে দাঁড়িয়ে ছিল। কমলেশকে বারবার ফোন করে রোহিত আমার বিষয়ে সব সময় খোঁজখবর নিয়ে গিয়েছে।’

আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি রোহিতের কাছ থেকে এমন সুন্দর আচরণ কল্পনাও করতে পারিনি। আমি যদি অধিনায়ক হতাম, তবে আমি সেই অবস্থানে থাকা যে কাউকেই বাড়ি যেতে বলতাম। এতে দ্বিতীয় বার ভাবার কিছু নেই। কিন্তু আমার সব সময়ের খবর রাখার জন্য সমানে ফোন করে যাওয়াটা সত্যিই অন্য বিষয়। কমলেশকেও আমার সঙ্গে থাকতে বলেছিল রোহিত, এটা অবিশ্বাস্য!

আমি রোহিত শর্মার মধ্যে একজন অসামান্য লিডার দেখছি। ও আলাদা কিছু। এত দয়ালু হৃদয়ের জন্য, ও ৫টি আইপিএল শিরোপা সহ এত সাফল্য পেয়েছে। আমি আশা করি, রোহিত আরও বড় কিছু অর্জন করবে

এমন স্বার্থপর সমাজে একজন মানুষ যে অন্যের মঙ্গল নিয়ে চিন্তা করে, সে তো বিরল। রোহিত শর্মা সেই লোক

~ রবি অশ্বিন

Who should open the innings along with Litton Das in the upcoming Asia Cup?
15/08/2023

Who should open the innings along with Litton Das in the upcoming Asia Cup?

৫ ম্যাচে ব্যাটিং করে গুরবাজ মোট করেছে ১০২ রান, অ্যাভারেজ ২০.৪০ আর স্ট্রাইক রেট ১১৭.২৪ করে।২য় ম্যাচে ৫৭ রানের ইনিংস খেলা...
17/04/2023

৫ ম্যাচে ব্যাটিং করে গুরবাজ মোট করেছে ১০২ রান, অ্যাভারেজ ২০.৪০ আর স্ট্রাইক রেট ১১৭.২৪ করে।
২য় ম্যাচে ৫৭ রানের ইনিংস খেলার পর, টানা ৩ ম্যাচ তাকে সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর সে ৩ ম্যাচ ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ রহমানউল্লাহ গুরবাজ।
এখন দেখার বিষয় কেকেআর আগামী ম্যাচেও তাকে আর একটা সুযোগ দেয় নাকি তার জায়গায় লিটন বা রয়কে দল নেয়!

পরবর্তী ম্যাচ থেকে আর্জেন্টিনার গোলকিপারের দায়িত্ব গ্রহণ করবেন এমিলিয়ানো সোহান।😁
24/11/2022

পরবর্তী ম্যাচ থেকে আর্জেন্টিনার গোলকিপারের দায়িত্ব গ্রহণ করবেন এমিলিয়ানো সোহান।😁

তাসকিন আহমেদ ভালো বোলার এর সাথে একজন ভালো ব্যাটসম্যান ও হতে পারে। তাসকিন আহমেদ এর যে ব্যাটিং এবিলিটি আছে তার প্রমাণ টেস্...
13/11/2022

তাসকিন আহমেদ ভালো বোলার এর সাথে একজন ভালো ব্যাটসম্যান ও হতে পারে। তাসকিন আহমেদ এর যে ব্যাটিং এবিলিটি আছে তার প্রমাণ টেস্ট এ ৫০। তাছাড়া মাঝে মাঝে ব্যাটিং এর সুযোগ পেলে তার লং হ্যান্ড এর ব্যাটিং ও দেখা যায়। তার বোলিং এর পাশাপাশি ব্যাটিং এ ও অল্প সময় হলেও কাজ করা উচিত। কারণ তার ব্যাটিং এর সামর্থ আছে বিশেষ করে শর্টার ভার্সন ক্রিকেট এ। আর তার এক্সট্রা এডভান্টেজ হলো সে পেস বোলার। তাই সে যথেষ্ট ফিট এবং হাতে জোর আছে। একটু টেকনিক টাতে ফোকাস করলেই হবে আশা করি। যদি এমনটা হয় তাহলে আমরাও বেন স্টোকস বা হার্দিক পান্ডিয়ার মতো একজন সিমিং অলরাউন্ডার হয়তো পাবো। আর তাসকিন আহমেদ এর ফিটনেস বেন স্টোকস বা পান্ডিয়া থেকে যথেষ্ট ভালো। তেমন কিছু না শুধু ১৬-২০ ওভারে এসে ফ্রি হ্যান্ড খেললেই ওকে। তাকে সারা ম্যাচ ব্যাটিং করা লাগবে না। জাস্ট ফিনিশিং টাচ। কোনো ম্যাচে হয়তো সফল হবে না আবার কোনো ম্যাচে হয়তো ভালো ও করবে।

12/11/2022
🔰 ওডিয়াই বিশ্বকাপ ২০১১ সেমিফাইনালে হার।🔰 ওডিয়াই বিশ্বকাপ ২০১৫ ফাইনালে হার।🔰 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সেমিফাইনালে হার।🔰 ...
09/11/2022

🔰 ওডিয়াই বিশ্বকাপ ২০১১ সেমিফাইনালে হার।
🔰 ওডিয়াই বিশ্বকাপ ২০১৫ ফাইনালে হার।
🔰 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সেমিফাইনালে হার।
🔰 ওডিয়াই বিশ্বকাপ ২০১৯ ফাইনালে হার।
🔰 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ফাইনালে হার।
🔰 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সেমিফাইনালে হার।

উপরের হার্ডব্রেক গুলো কেইন উইলিয়ামসন ও নিউজিল্যান্ডের।
ক্রিকেটে ভাগ্য বলেও যে কিছু একটা আছে তা চির সত্য।

হয়তো কেইন এর এটাই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ 🤥

একটা তথ্য দেই আপনাদের। এইটা কোনোদিন মিডিয়াতে আসে নাই। তাই সোর্স ট্রাস্ট মি ব্রো টাইপেরই বলতে হবে। কারণ যে সব কথা হয়েছে স...
09/11/2022

একটা তথ্য দেই আপনাদের। এইটা কোনোদিন মিডিয়াতে আসে নাই। তাই সোর্স ট্রাস্ট মি ব্রো টাইপেরই বলতে হবে। কারণ যে সব কথা হয়েছে সব অফ দ্যা রেকর্ডেই হয়েছে। আর মিডিয়াতে আসার আগেই বিষয়টাকে উপর থেকে ধামাচাপা দেওয়া হইসে।

২০১৭ এর চ্যাম্পিয়নস ট্রফির টিম ম্যানেজারের দায়িত্ব থেকে সুজনকে অব্যাহতি দেওয়া হয়। তখন বলা হয়েছিলো পারিবারিক কারণে নাকি ছুটি চেয়েছেন। কিন্তু বাস্তবতা কি জানেন?

তার বিরুদ্ধে দলে গ্রুপিং আর তথ্য ফাস করার অভিযোগ উঠেছিলো। এইসময় তার সহযোগী ছিলো বাংলাদেশ দলের একজন টেকনিক্যাল কোচ আর মিডিয়ার থেকে অবহেলিত ট্যাগ প্রাপ্ত এক ক্রিকেটার। এটা নিয়ে নাকি বোর্ডে অনেক হাল্লা হইসিলো। মূলত এই অভিযোগ নাকি তৎকালীন কোচ চান্ড্রিকা হাথুরুসিংহেই করেছিলো। তাই গদাকে সরানো হইসিলো।

ঘটনার সত্যতা প্রমাণে যাবো না, কিন্তু যখনই কোচের সাথে প্লেয়ার বা বোর্ডের ক্যাচাল লাগে তখনই খালেদ মাহমুদ সুজনের নাম চলে আসে। অথচ মিডিয়াতে তাকে পীরবাবার রূপে দেখানো হয়। বিদেশী কোচরা আসবে, যাবে। ভালো খারাপ সব মিলিয়েই হবে। কিন্তু এই একটা লোকের কারণে প্রত্যেকবার গ্যাঞ্জাম লাগবে, আর প্রত্যেকবার কোচ যাবে এইসব দেখে কি মনে হয় বড় কোনো কোচ ক্যান আসবে? হাথু যাওয়ার পর বিসিবি অনেক বড় কোচের সাথে কন্টাক্ট করছে। কেউই আসে নাই সেইসময়।

এবার যদি শ্রীরামকে বের করে তাইলে আরও কেউ আসবে না। কারণ শ্রীরাম আমাদের পান্ডব আর সাহসী বা*& #+ল-* #%** #-বাদিক আজিম্ভাইয়ের কাছে যতই আজাইরা নাম হোক, কোচিং দুনিয়ায় বড় নাম। অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ডকাপ জয়ী দলের এসিস্টেন্ট কোচ আর আইপিএলের প্রথম সারির কোচ। তখন অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার পাড়া মহল্লার কোচও আসবে না। আর দেশী কোচদের এত ঠ্যাকা নাই যে তারা বিসিবিতে আসবে। সালাউদ্দিন স্যার কিন্তু চাকরির অফার পেয়ে লাথি মারছিলো গত বছর। ৯০০ কোটির ঝনঝনানী দিয়ে লাভ নাই। ফ্রাঞ্চাইজি লীগের যুগে জব সেফটি না পেলে কেউ আসবে না এটা বিসিবি আর আমাদের সোকল্ড সাংবাদিকদের বুঝতে হবে

যাইহোক, সুজনরা আকাম করুক তারপর কোচরা ভাগুক। আর পরে দেশের ক্রিকেট তলানীতে যাক।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Cricket Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share