It's Jaantus.Elo

It's Jaantus.Elo আসসালামু আলাইকুম 🫡🥰😊
পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ 🥰

30/10/2024

🥹💔

06/10/2024

জীবনের এমন একটা সময় পার করতেছি যেখানে সবসময় আমার চোখে মুখে 'I'm not interested' ভাসে।

কাউকে ইম্প্রেস করার তাড়না নাই। কাউকে পছন্দ করলে বলার ইচ্ছা নাই। ভালোবাসলে প্রকাশের ইচ্ছা নাই।

নিয়মিত চ্যাটিং করবার শক্তি নাই। কেউ ভুল বুঝলে ব্যাখা করার ইচ্ছা নাই৷ যে যার মতো দূরে চলে যাচ্ছে।
আমার কিচ্ছু করার নাই! 🙂

30/09/2024

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো, যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে🖤

29/05/2024

প্রেম টেমের প্রতি আর ইচ্ছা জাগে না এখন। বন্ধুত্ব কিংবা এটাচমেন্টের প্রতিও না। কারো সাথে কোনো প্রকার সম্পর্ক রক্ষা করাটাই এখন প্যারা মনে হয়। পাই না ঘন্টার পর ঘন্টা কথা বলার এনার্জি! আমার এখন মনে হয়, নির্দিষ্ট কারো চ্যাটে বা সাথে সময় কাটানোর চেয়ে- ফেসবুক ফিড, ভিডিও বা ইউটিউবে সময় কাটানো ভালো। সাহিত্য পড়ে সময় কাটানো ভালো। সিনেমা, সিরিজ কিংবা ড্রামা দেখে সময় কাটানো ভালো। নিজের সময়, প্রায়োরিটি নির্দিষ্ট একজনকে দেওয়ার চেয়ে নিজেকেই দেওয়া ভালো। ফোকাসটাও নিজের কিংবা ক্যারিয়ারের প্রতি রাখা ভালো। মানুষ আসে, মানুষ হারায়! দিনশেষে আমাদের জীবনে কেবল আমরাই থেকে যাই।

14/09/2023

বাসার সামনে এমন তাবিজ রেখে আসবো
উঠতে বসতে ফাহিম ফাহিম করবা

ওকে🙂

10/09/2023

বাংলাদেশ এখনও ফাইনালে যেতে পারে যদি ভারতকে বিশাল ব্যবধানে হারাতে পারে, শ্রীলঙ্কা এবং ভারত পাকিস্তানকে হারায়, অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারায়, ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারায়, ব্রাজিল আর্জেন্টিনাকে হারায়, রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারায় এবং সরকার যদি কেয়ারটেকার সরকার মেনে নেয়।

ধন্যবাদ 🙂

09/09/2023

♥️🫶

09/09/2023

শুধুই প্রেমিক/প্রেমিকা হতে হবে, কে বলেছে?

এসব ছাড়াও সবার লাইফে এমন কিছু মানুষ থাকে, যাদের সাথে কিছুক্ষন মন খুলে কথা বললেই মনে হয়, সব সমস্যার সমাধান হয়ে গেছে,

লাইফে কোথা থেকে জানি, হটাৎ করেই এমন মানুষদের সাথে দেখা হয়ে যায়।❤️🌸

08/09/2023

🙂

20/09/2022

একবার আমি আমার প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ করেছিলাম। তার কোন কল রিসিভ করতামনা। সে অন্য নাম্বার থেকে কল দিলে তার কন্ঠ শোনা মাত্র কল কেটে ব্লক করে দিতাম। তখন তাকে প্রচুর ঘৃণা করতাম। তাকে খুব অপমান করেছি।

সে আমার সাথে দেখা করে রাগ ভাঙাবে বলে আমার বন্ধুকে নক করে বলে সে আসবে আমার জেলায়। আমার বন্ধু বলে ও আপনার সাথে যে রাগ করছে মনে হয়না দেখা করবে।তখন সে জবাব দিয়েছিল,“ও যদি জানতে পারে আমি এসেছি মৃত্যু ছাড়া ওকে কেউ আটকাতে পারবেনা।ও আসবে আসতে ওকে হবেই।" আমি তখন খুব খারাপ ব্যবহার করেছি। বারবার বলছি যে তুমি আমার জেলায় তো দূরে থাক আমার বাসায় আসলেও আমি তোমার সাথে দেখা করবনা।

এর পরেও সে ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। বলেছিল আমি দেখে ছাড়ব তোমার জেদ জিতে না আমার ভালোবাসা!

তার ভালোবাসা জিতে গিয়েছিল।আমি দেখা করতে আসবনা জেনেও মানুষটা সারারাত জার্নি করে এসেছিল।আর আমি সারারাত জেগে তার জন্য রান্না করেছি। ভোরে শাড়ি পরে তাকে রিসিভ করতে গিয়েছি।

আমি তার কাছে শিখেছি কিভাবে কাউকে বিশ্বাস করতে হয়। জেনেছি সুন্দর করতে জানলে ভাঙা সম্পর্ক গুলোকেও অনেক সুন্দর করা যায়।তার কাছে শিখেছি সম্পর্ক ভাঙার চেয়ে দূরত্ব ভাঙা অনেক সহজ।যারা সুন্দর করতে জানে তারা ভাঙা সম্পর্কগুলোকেও সুন্দর করে নেয়।

তারপর.................

আমাকে ভালোবাসা শিখিয়ে মানুষটা নিজেই ভালোবাসতে ভুলে গেল।আমাকে আগলে রাখা শিখিয়ে নিজেই ছেড়ে চলে গেল।অন্যকাউকে আপন করে নিজের জীবনটা খুব সুন্দর করে সাজিয়ে নিল।

আমি........

আমি আবার তার কাছে হেরে গেলাম! কত বছর পেড়িয়ে গেল আমি আজও বিশ্বাস করতে পারিনা মানুষটা সত্যিই আমায় ছেড়ে গেছে। বিশ্বাস করতে পারিনা এই মানুষটা আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সুখে আছে।

সব সময় চাইতাম মানুষটা সুখে থাকুক ভালো থাকুক। আজ কেন জানি তাকে অন্যের সাথে হাসতে দেখে আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। নিজেকে সামলাতে বড্ড বেশি কষ্ট হচ্ছে।

~kayaner mammam

20/09/2022

I ωιѕн..

এখন যে মেয়ে আমার post টা পড়ছে.!!🥰

আল্লাহ যেন তার মা-বাবাকে..,,🖤

আমার শশুর -শাশুড়ী বানায়..!! 🤲🤭

20/09/2022

- যেসব কারণে প্রেম বিরক্তিকর👇

- ১. FB তে পিক ছাড়বা না,
Day তে পিক দিবানা।😵

- ২.FB password দাও।😮

- ৩. কারো সাথে কথা বলবা না।🤫

- ৪. কাউকে love react দিবানা।🙃

- ৫. Best friend দের সাথে এতো
কথা বলার দরকার নাই।😤

- ৬. বিয়ে বাড়িতে বেশি মজা করার
. দরকার নাই।😞

- ৭. ঘর থেকে বের হবেনা।🙁

- ৮. কাউকে Friend বানানোর
দরকার নাই।🤨

- ৯. কারো দিকে তাকাবানা।🙄

- ১০. আর কম করে সাজুগুজু
করবা,না করলেই ভালো।😰

- ১১. কারো সাথে কথা
বলবানা call এ।😟

- ১২. Imo id-এর code দাও।😲

- ১৩. তুমি না খেলে আমিও
খাবোনা (সবই ড্রামা)😒

- ১৪.তুমি না ঘুমালে আমিও
ঘুমাবোনা (এটাও ড্রামা)😒

- ১৫. হাটার সময় নিচে তাকাইয়া হাটবা😳

- ১৬. বাসার পাশে কোনো ভাই আছে?
থাকলে কথা বলবানা🤭

- ১৭. মামাতো, ফুফাতো ভাই থাকলে
ভাই এর মতো আচরণ করবা।
বেশি মজা করার দরকার নাই😐

- ১৮. আর তুমি এখনো বাচ্চা so বাসায় যেন
কেউ বিয়ের কথা না বলে😏

ভাভাগো ভাভা এর থেকে
সিঙ্গেল থাকাই ভালো😎

20/09/2022

ইন্টারে সাইন্স নেওয়ার থেকে সুগার ড্যাডি বিয়ে করে আমেরিকায় কান্না করা ভালো🙂

19/09/2022

রাস্তাঘাটে মেয়ে দেখলে শিষ বাজিয়ে
কি প্রমাণ করতে চাও!!
-তুমি প্রেসার কুকার? 😑

19/09/2022

যখন দেখবেন আপনার কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বুঝে নিবেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্বস্তি অতি নিকটে!

'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল'
- আমার জন্য আমার আল্লাহ-ই যথেষ্ট।♥️

Address

Bondor Bazar
Sylhet
3100

Telephone

+8801601395257

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Jaantus.Elo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share