31/08/2025
🌸 একজন আলেমের আর্তনাদ — আমাদের দায়িত্ব কি? 🌸
সমাজে অনেক মানুষকে আমরা দেখি—ব্যবসায়ী, রাজনীতিবিদ, ধনী-গরীব সবার আলাদা আলাদা পরিচয় আছে। কিন্তু আলেমদের পরিচয় সবকিছুর ঊর্ধ্বে। তারা আমাদের ঈমান-আমল শেখান, কুরআন-হাদিসের আলো দেখান, দ্বীনের পথে আমাদের চালিত করেন। এমন একজন আলেম আজ মৃত্যুর সাথে লড়াই করছেন—হৃদয় কি কাঁদে না?
প্রিয় আলেম এনামুল হাসান ফারুকী হুজুর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ধীরে ধীরে তার শরীর ভেঙে যাচ্ছে, অথচ জীবন থেমে নেই। প্রতিদিন তিনি মৃত্যুর ভয়াবহ ছায়ার সাথে লড়ছেন। চিকিৎসকরা বলেছেন—জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা না করাতে পারলে অবস্থা আর সামলানো যাবে না।
কিন্তু বেদনাদায়ক বাস্তবতা হলো—এই চিকিৎসার খরচ কোটি টাকার মতো বিশাল অঙ্কে দাঁড়িয়েছে। একজন সাধারণ আলেম, যার জীবন চলে গিয়েছে দীন ইসলাম প্রচার আর ছাত্রদের পড়ানোর মধ্য দিয়ে, তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
এখন প্রশ্ন হচ্ছে—আমরা কি চুপচাপ বসে থাকব? আমরা কি তাকিয়ে তাকিয়ে দেখব, একজন দ্বীনের খেদমতগার এভাবে নিঃসঙ্গ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন?
🤲 না, আমরা তা হতে দিতে পারি না।
কারণ হাদিসে এসেছে—“যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”
আজ আমাদের দায়িত্ব—
✨ প্রথমত, আন্তরিকভাবে দোয়া করা—আল্লাহ যেন হুজুরকে দ্রুত শেফা দান করেন।
✨ দ্বিতীয়ত, সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে এগিয়ে আসা। হয়তো তোমার ১০০ টাকা, ৫০০ টাকা বা ১০০০ টাকা তেমন বড় অঙ্ক নয়, কিন্তু হাজারো মানুষের সামান্য সামান্য সহযোগিতা মিলেই হতে পারে কোটি টাকার ব্যবস্থা।
✨ তৃতীয়ত, এই খবরটি অন্যদের জানানো। শেয়ার করে ছড়িয়ে দেওয়া, যাতে আরও দয়ালু হৃদয় এগিয়ে আসে।
আমরা যদি একসাথে দাঁড়াই, আল্লাহর রহমতে একজন আলেমের জীবন বাঁচানো সম্ভব। মনে রেখো—একটি জীবন বাঁচানো মানেই পুরো মানবতাকে বাঁচানো।
💔 ভাবো তো—যে আলেম সারা জীবন আমাদের জন্য দ্বীনের আলো ছড়িয়েছেন, তিনি যদি চিকিৎসার অভাবে চলে যান, সেটা কি আমাদের জন্য লজ্জার নয়?
আসুন, আজ থেকেই প্রতিজ্ঞা করি—
👉 আমরা শুধু সহানুভূতি দেখাবো না, বাস্তব সাহায্যও করব।
👉 আমরা শুধু ফেসবুকে পোস্টে দোয়া লিখে থেমে থাকব না, বরং আল্লাহর পথে খরচ করব।
👉 আমরা দেখিয়ে দেব, উম্মাহ এখনো আলেমদের একা ফেলে দেয় না।
🌿 আল্লাহ তাআলা ফারুকী হুজুরকে পূর্ণ সুস্থতা দান করুন।
🌿 তাঁর পরিবারকে ধৈর্য দান করুন।
আমীন।
✍️ ADNAN HAQUE