
03/08/2025
🇺🇸 এটি বাংলাদেশের নয় — আমেরিকার এক প্রবাসী চিত্র।
বিদায় নিয়েছেন একজন বাংলাদেশি মুসলিম পুলিশ সদস্য।
ছবিতে দেখা যাচ্ছে তাঁর প্রিয়জনদের চোখজুড়ে শোকের ছায়া, কিন্তু পর্দা আর হিজাবে ঢাকা নারীদের দৃশ্য — যেন আখিরাতের আলো ছড়িয়ে দিচ্ছে।
❝ দেশ নয়, ঠিকানা নয় —
কারো আসল পরিচয় ঈমান আর দ্বীনদারিতেই ❞
দূরদেশের এক ভিন পরিবেশেও যারা ইসলামী আদর্শ আঁকড়ে ধরেন,
তাঁদের জন্য আমাদের পক্ষ থেকে পরম শ্রদ্ধা ও ভালোবাসা।
আমাদের মা-বোনেরা কী অসাধারণ নিদর্শন রাখছেন!
কত কঠিন বাস্তবতায় থেকেও তারা দ্বীনের সৌন্দর্য বাঁচিয়ে রাখছেন —
এ যেন এক জ্যোতিময় শিক্ষা সবার জন্য।
মহান আল্লাহ তায়ালা
তাঁদের পরিবারকে ধৈর্য দান করুন,
ঈমানী কষ্টগুলোকে কবুল করে জান্নাতের দরজা খুলে দিন।
আর আমাদের সবাইকেও হেদায়াতের পথে অটল থাকার তাওফিক দিন।
– দ্বীনের সৌন্দর্য কখনও হারায় না, যত দূরেই থাকো না কেন।
©️ ADNAN HAQUE