ADNAN HAQUE

ADNAN  HAQUE "আমাদের লক্ষ্য হলো মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।ইসলামিক,মোটিভেশান ও লাইফস্টাইল পোস্টের জন্য আমাদের সাথে থাকুন।"
(3)

কর্মী সম্মেলন মানেই নতুন উদ্দীপনা, নতুন শক্তি। 💚আগামী সোমবার বারহাল ইউনিয়নে জমিয়তের কর্মী সম্মেলন।এই সম্মেলনের দাওয়াত পৌ...
27/09/2025

কর্মী সম্মেলন মানেই নতুন উদ্দীপনা, নতুন শক্তি। 💚

আগামী সোমবার বারহাল ইউনিয়নে জমিয়তের কর্মী সম্মেলন।
এই সম্মেলনের দাওয়াত পৌঁছে দিতে আজ এসেছি কোনাগ্রাম মহিলা মাদ্রাসায়।
ইনশাআল্লাহ সবার উপস্থিতি কাম্য।

TEINS Bangladesh (S.I.J)Spa kare Soap ারিতা �� ব্রণ,, মেছতা ধীরে ধীরে দূর করে।।� এলার্জি নিবারণ করে।।� স্কিন থেকে টক্সিন...
25/09/2025

TEINS Bangladesh (S.I.J)
Spa kare Soap
ারিতা �
� ব্রণ,, মেছতা ধীরে ধীরে দূর করে।।
� এলার্জি নিবারণ করে।।
� স্কিন থেকে টক্সিন বের করে দেয়।।
� মুখের অতিরিক্ত তেল দূর করতে সহায়তা করে।।
� মুখের স্বাভাবিক আর্দ্রতা ঠিক রাখে।।
� ত্বককে কোমল, মসৃণ, উজ্জ্বল রাখে।।
� সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।।
� সঠিক পুষ্টি সরবরাহ করে, সুস্থ ত্বকের নিশ্চয়তা দেয় ।
� রোদে পোড়া ভাব দূর হয় ।।
� ত্বকের মৃত টিস্যু সজিব করে তুলে ।।
� কালো দাগ দূর করে।।
� চামড়া কুঁচকে যাওয়া রোধ করে ।।
� ত্বকের লোমকূপ থেকে ময়লা পরিষ্কার করে।।
� ফেসওয়াশ এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় ।।
� এ সাবানটি পুরো শরীরে ব্যবহার করা যাবে।
� ক্ষতিকারক ক্যামিকাল বা ক্ষার না থাকায় নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
ে_কোন_কৃত্রিম_রং__ক্যেমিকাল_বা_ক্ষতিকারক_রাসায়নিক_পদার্থ_নেই ।।।।
� সম্পূর্ণ ন্যাচারাল সাবান। সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরী বলে সব চেহারায় (স্কিনে) সাবান টি ১০০% মানানসই এবং কার্যকরী। এতে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।।।
সমগ্র বাংলাদেশে ডেলিভারী।
মোবাইল:০১৭৯৮২৪৪২৮২

ারিতা @ ে_কোন_কৃত্রিম_রং__ক্যেমিকাল_বা_ক্ষতিকারক_রাসায়নিক_পদার্থ_নেই

23/09/2025

সিলেটের শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আজমান আহমেদ (১৯) আত্মহত্যা করেছেন। ১৭ সেপ্টেম্বর তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি এইচএসসি প্রাক্–নির্বাচনী পরীক্ষায় দুটি বিষয়ে অংশ নিতে পারেননি এবং ফলাফলে ওই দুটিসহ তাঁকে পাঁচ বিষয়ে অকৃতকার্য দেখানো হয়। এই কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে।

আজমানের মৃত্যুর পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে। ১৮ সেপ্টেম্বর সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে তাঁর পরিবার। পরবর্তীতে আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি ও ছয়টি সংস্কারের প্রস্তাব মেনে নিয়েছে। এছাড়া, আজমানের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজমানের মৃত্যুর ঘটনায় তাঁর মা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে তিনি তাঁর ছেলের মৃত্যুর পরের পরিস্থিতি ও অনুভূতি তুলে ধরেছেন।

এই ঘটনায় সিলেটের শিক্ষাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ে সোচ্চার হয়েছেন।

পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক। এক্সপেরিয়েন্স বাড়বেই। 🖤🖤
22/09/2025

পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক। এক্সপেরিয়েন্স বাড়বেই। 🖤🖤

✨ হে আল্লাহ! আমাদের প্রিয় ভাই ফাহীম আল চৌধুরীর এ মহানুভব দানকে কবুল করুন। ✨মানুষ মানুষের জন্য—এ কথার বাস্তব দৃষ্টান্ত স্...
12/09/2025

✨ হে আল্লাহ! আমাদের প্রিয় ভাই ফাহীম আল চৌধুরীর এ মহানুভব দানকে কবুল করুন। ✨

মানুষ মানুষের জন্য—এ কথার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান Fahim Al Choudhury
আজ তিনি কানাইঘাট উপজেলার সুরাইঘাট গ্রামের মরহুম মন্তাজ আলীর স্ত্রী মাহমুদা বেগমের পাশে দাঁড়ালেন। দীর্ঘদিন ধরে পায়ের জটিল রোগে ভুগছেন এই অসহায় নারী। চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না।

এই কঠিন সময়ে মানবিক হাত বাড়িয়ে দিয়ে তিনি নগদ ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) প্রদান করেছেন চিকিৎসার জন্য।

আল্লাহ তাআলা ফাহীম আল চৌধুরীর এ সদকাকে কবুল করুন, তাঁর দুনিয়া-আখিরাত উভয় জীবনকে বরকতময় করুন এবং মহামানবীয় এ উদ্যোগকে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বানিয়ে দিন। আর রোগিণীকে আল্লাহ পাক দ্রুত সুস্থতা ও আরোগ্য দান করুন—আমীন। 🤲 Atm Salim Chowdhury

এটা কার কাছে কেমন? আমার কাছে তো ভালো লাগে 👍🖤
07/09/2025

এটা কার কাছে কেমন? আমার কাছে তো ভালো লাগে 👍🖤

হাটহাজারী মাদ্রাসার দুইজন ছাত্র ভাই শহীদ হয়েছেন 😭😭 সুন্নিলীগদের কারণে।
06/09/2025

হাটহাজারী মাদ্রাসার দুইজন ছাত্র ভাই শহীদ হয়েছেন 😭😭 সুন্নিলীগদের কারণে।

06/09/2025

বাস্তবতা বড় নির্মম…
আজ যে মানুষটা প্রাণের চেয়েও আপন,
আগামীকাল হয়তো তার কাছেই আমরা বোঝা হয়ে যাব।
হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্ট,
আর ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে অভিমান।
অবশেষে শিখি—
মানুষকে নয়, আল্লাহকেই ভরসা করা সবচেয়ে নিরাপদ।

04/09/2025

মানুষের জীবনের আসল সৌন্দর্য টাকা–পয়সা, ঘরবাড়ি বা পদমর্যাদায় নয়।
আসল সৌন্দর্য হলো আল্লাহর ভয় আর তাঁর ভালোবাসা।
যে হৃদয়ে তাকওয়া আছে, সেই হৃদয়ই শান্তির ঠিকানা।

02/09/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সিলেটের সুরমা নদীতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ফালজুর গ্রামের ধলাই মিয়া। তিনি দীর্ঘদিন ধরে চারখাই গদার বাজার খেয়াঘাটের খেয়া নৌকার মাঝি হিসেবে মানুষের সেবা দিয়ে আসছিলেন।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। 🤲

🌸 একজন আলেমের আর্তনাদ — আমাদের দায়িত্ব কি? 🌸সমাজে অনেক মানুষকে আমরা দেখি—ব্যবসায়ী, রাজনীতিবিদ, ধনী-গরীব সবার আলাদা আলা...
31/08/2025

🌸 একজন আলেমের আর্তনাদ — আমাদের দায়িত্ব কি? 🌸

সমাজে অনেক মানুষকে আমরা দেখি—ব্যবসায়ী, রাজনীতিবিদ, ধনী-গরীব সবার আলাদা আলাদা পরিচয় আছে। কিন্তু আলেমদের পরিচয় সবকিছুর ঊর্ধ্বে। তারা আমাদের ঈমান-আমল শেখান, কুরআন-হাদিসের আলো দেখান, দ্বীনের পথে আমাদের চালিত করেন। এমন একজন আলেম আজ মৃত্যুর সাথে লড়াই করছেন—হৃদয় কি কাঁদে না?

প্রিয় আলেম এনামুল হাসান ফারুকী হুজুর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ধীরে ধীরে তার শরীর ভেঙে যাচ্ছে, অথচ জীবন থেমে নেই। প্রতিদিন তিনি মৃত্যুর ভয়াবহ ছায়ার সাথে লড়ছেন। চিকিৎসকরা বলেছেন—জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা না করাতে পারলে অবস্থা আর সামলানো যাবে না।

কিন্তু বেদনাদায়ক বাস্তবতা হলো—এই চিকিৎসার খরচ কোটি টাকার মতো বিশাল অঙ্কে দাঁড়িয়েছে। একজন সাধারণ আলেম, যার জীবন চলে গিয়েছে দীন ইসলাম প্রচার আর ছাত্রদের পড়ানোর মধ্য দিয়ে, তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

এখন প্রশ্ন হচ্ছে—আমরা কি চুপচাপ বসে থাকব? আমরা কি তাকিয়ে তাকিয়ে দেখব, একজন দ্বীনের খেদমতগার এভাবে নিঃসঙ্গ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন?

🤲 না, আমরা তা হতে দিতে পারি না।
কারণ হাদিসে এসেছে—“যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।”

আজ আমাদের দায়িত্ব—
✨ প্রথমত, আন্তরিকভাবে দোয়া করা—আল্লাহ যেন হুজুরকে দ্রুত শেফা দান করেন।
✨ দ্বিতীয়ত, সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে এগিয়ে আসা। হয়তো তোমার ১০০ টাকা, ৫০০ টাকা বা ১০০০ টাকা তেমন বড় অঙ্ক নয়, কিন্তু হাজারো মানুষের সামান্য সামান্য সহযোগিতা মিলেই হতে পারে কোটি টাকার ব্যবস্থা।
✨ তৃতীয়ত, এই খবরটি অন্যদের জানানো। শেয়ার করে ছড়িয়ে দেওয়া, যাতে আরও দয়ালু হৃদয় এগিয়ে আসে।

আমরা যদি একসাথে দাঁড়াই, আল্লাহর রহমতে একজন আলেমের জীবন বাঁচানো সম্ভব। মনে রেখো—একটি জীবন বাঁচানো মানেই পুরো মানবতাকে বাঁচানো।

💔 ভাবো তো—যে আলেম সারা জীবন আমাদের জন্য দ্বীনের আলো ছড়িয়েছেন, তিনি যদি চিকিৎসার অভাবে চলে যান, সেটা কি আমাদের জন্য লজ্জার নয়?

আসুন, আজ থেকেই প্রতিজ্ঞা করি—
👉 আমরা শুধু সহানুভূতি দেখাবো না, বাস্তব সাহায্যও করব।
👉 আমরা শুধু ফেসবুকে পোস্টে দোয়া লিখে থেমে থাকব না, বরং আল্লাহর পথে খরচ করব।
👉 আমরা দেখিয়ে দেব, উম্মাহ এখনো আলেমদের একা ফেলে দেয় না।

🌿 আল্লাহ তাআলা ফারুকী হুজুরকে পূর্ণ সুস্থতা দান করুন।
🌿 তাঁর পরিবারকে ধৈর্য দান করুন।

আমীন।

✍️ ADNAN HAQUE

এই মুহূর্তে নুর ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ (ICU)-তে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক। দেশের...
29/08/2025

এই মুহূর্তে নুর ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ (ICU)-তে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক। দেশের সকল মানুষকে তিনি দোয়ার আহ্বান জানাচ্ছেন। চলুন সবাই হৃদয় থেকে তার সুস্থতার জন্য দোয়া করি।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ADNAN HAQUE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share