Krishna

Krishna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishna, Video Creator, Sylhet.

কর্ম এমন একটা ফসল যা একজন ব্যক্তিকে যেকোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়🙏🙏🙏
14/04/2025

কর্ম এমন একটা ফসল যা একজন ব্যক্তিকে যেকোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়🙏🙏🙏

05/04/2025

শ্রী শ্রী বাসন্তী মায়ের অঞ্জুলী

05/04/2025

মণিপুরী কীর্তনীয়া

ভগবানের প্রতি বিশ্বাস রাখোযা কিছু ঘটে, তা ঈশ্বরের ইচ্ছায় হয়। তিনি কখনো কাউকে ভুল পথে চালিত করেন না। তাই তাকে পূর্ণ সমর...
27/03/2025

ভগবানের প্রতি বিশ্বাস রাখো

যা কিছু ঘটে, তা ঈশ্বরের ইচ্ছায় হয়। তিনি কখনো কাউকে ভুল পথে চালিত করেন না। তাই তাকে পূর্ণ সমর্পণ করাই প্রকৃত মুক্তির পথ।।

যখন সংসারে দেখার মত কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে।-(ভগবান শ্রীকৃষ্ণ)
27/03/2025

যখন সংসারে দেখার মত কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন : "ঠকেছো বলে কষ্ট পেওনা। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। তোমার বিশ্বাস...
25/03/2025

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন : "ঠকেছো বলে কষ্ট পেওনা। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। তোমার বিশ্বাসের ফল ঠিকই পাবে; শুধু ভগবানের থেকে আস্থা হারাবে না।।"

জয় শ্রী কৃষ্ণ🙏

সত্যিকারের ধার্মিকতা শুধুমাত্র অনলাইনে ভক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা অন্তরের বিশ্বাস, নৈতিকতা ও কর্মে প্রতি...
23/03/2025

সত্যিকারের ধার্মিকতা শুধুমাত্র অনলাইনে ভক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা অন্তরের বিশ্বাস, নৈতিকতা ও কর্মে প্রতিফলিত হয়। ধর্মীয় মূল্যবোধ ও সঠিক জীবনদৃষ্টি গড়ে ওঠে পারিবারিক শিক্ষার মাধ্যমে। তাই আপনার সন্তানকে ছোটবেলা থেকেই সনাতন ধর্মের সঠিক জ্ঞান দিন, যাতে সে মানবিকতা, ন্যায়বোধ ও সত্যের পথ অনুসরণ করতে শেখে।

গীতা, মহাভারত, বিষ্ণুপুরাণ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থের আলোকে তার মনুষ্যত্ব ও চরিত্র গঠনের পথ প্রশস্ত করুন। এসব মহাগ্রন্থ শুধু ধর্মীয় উপদেশই দেয় না, বরং জীবনের প্রকৃত দর্শন, ন্যায়ের শিক্ষা ও কর্তব্যপরায়ণতার আদর্শ তুলে ধরে। আপনার সন্তানের অন্তরে ধর্মের সত্যিকারের আলো জ্বালিয়ে দিন, যা তাকে সৎ, ন্যায়পরায়ণ ও দৃঢ়চেতা মানুষ হিসেবে গড়ে তুলবে।
fans

আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫। হিন্দু ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, আজকের দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এই ...
21/03/2025

আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫। হিন্দু ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, আজকের দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এই সময়টি বসন্ত ঋতুর অন্তর্গত, যা হোলি উৎসবের সময় হিসেবে পরিচিত। হোলি হলো রঙের উৎসব, যা সারা ভারত এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উদ্দীপনার সাথে পালিত হয়। এই উৎসবটি প্রধানত ভগবান কৃষ্ণ ও রাধার লীলার সঙ্গে সম্পর্কিত, যা প্রেম ও সৌহার্দ্যের প্রতীক।

হে ঈশ্বর, আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন।যেভাবে থাকলে আপনি আমার ওপর সবচেয়ে বেশি খুশি হবেন।
20/03/2025

হে ঈশ্বর, আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন।যেভাবে থাকলে আপনি আমার ওপর সবচেয়ে বেশি খুশি হবেন।

20/03/2025

সিলেটে আবার ছাত্রদের আন্দোলন!

৮৪ লক্ষ জন্মের ঘূর্ণি পেরিয়ে, অসংখ্য যাত্রার পর অবশেষে এই মহামূল্যবান মানব জনম লাভ করেছি। এ কি শুধুই কাকতালীয়? না, এ এ...
19/03/2025

৮৪ লক্ষ জন্মের ঘূর্ণি পেরিয়ে, অসংখ্য যাত্রার পর অবশেষে এই মহামূল্যবান মানব জনম লাভ করেছি। এ কি শুধুই কাকতালীয়? না, এ এক অপার আশীর্বাদ! তাই কি একবার অন্তত বলা উচিত নয়—

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।"

এই মহামন্ত্রই আমাদের সত্য পথ দেখাবে, হৃদয়ে শান্তি দেবে এবং পরম সত্তার সঙ্গে সংযোগ ঘটাবে।

শ্রীকৃষ্ণের জীবনকাহিনী সংক্ষেপে:১. জন্ম: কৃষ্ণের জন্ম মথুরায়, রাজা কংসের কারাগারে। তাঁর পিতা ছিলেন বসুদেব, মা দেবকী। কং...
17/03/2025

শ্রীকৃষ্ণের জীবনকাহিনী সংক্ষেপে:

১. জন্ম: কৃষ্ণের জন্ম মথুরায়, রাজা কংসের কারাগারে। তাঁর পিতা ছিলেন বসুদেব, মা দেবকী। কংস ভবিষ্যদ্বাণী শুনে কৃষ্ণকে মা*রতে চেয়েছিল, কিন্তু বসুদেব তাঁকে গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন।

2. শৈশব ও বাল্যকাল: গোকুল, বৃন্দাবন ও নন্দগাঁওয়ে কাটানো শৈশবকাল কাঁটানো। তিনি এখানে নানা লীলার মাধ্যমে অসুরদের বধ করেন, যেমন—পুতনা, বকাসুর, অঘাসুর। মাখন চুরি ও গোপীদের সাথে রসরঙ্গ ছিল তাঁর শৈশবের বিখ্যাত ঘটনা।

3. কংসবধ: বড় হয়ে কৃষ্ণ মথুরায় ফিরে কংসকে বধ করেন এবং মথুরাকে অত্যাচার থেকে মুক্ত করেন।

4. দ্বারকা প্রতিষ্ঠা: কংসবধের পর তিনি যদুবংশ রক্ষা করতে দ্বারকা নগরী স্থাপন করেন এবং সেখানে রাজত্ব করেন।

5. মহাভারতে ভূমিকা: কৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের সংঘাতে নিরপেক্ষ ছিলেন, তবে ধর্মের পক্ষে ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে "শ্রীমদ্ভগবদ্গীতা" উপদেশ দেন, যা আজও মানবজাতির জন্য এক মহামূল্যবান গ্রন্থ।

6. লীলা সমাপ্তি: জীবনের শেষদিকে কৃষ্ণ যদুবংশের অন্তর্কলহের কারণে দ্বারকায় ফিরে যান। পরে একটি ভুলক্রমে এক ব্যাধের তীর তাঁর শরীরে বিদ্ধ হয়, এবং সেইভাবেই তাঁর লীলাময় জীবন সমাপ্ত হয়।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Krishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishna:

Share

Category