Budget Traveler In Sylhet

Budget Traveler In Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Budget Traveler In Sylhet, Video Creator, sylhet, Sylhet.

বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গকাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্য এবং নেপালের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার...
03/09/2025

বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ

কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্য এবং নেপালের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এটি মাউন্ট এভারেস্ট ও কে২-এর পর বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।

📷 Nibir Roy 🤍

এইরকম View শুধু সিলেটেই সম্ভব💥
02/09/2025

এইরকম View শুধু সিলেটেই সম্ভব💥

জাফলং টু বিছানাকাঁন্দি ট্রিপের বুকিং চলমান💵৫ সেপ্টেম্বর শুক্রবার - জাফলং টু বিছনাকান্দি বর্ডার লাইন হাইকিং (৮৫০ টাকা)বুক...
31/08/2025

জাফলং টু বিছানাকাঁন্দি ট্রিপের বুকিং চলমান💵

৫ সেপ্টেম্বর শুক্রবার - জাফলং টু বিছনাকান্দি বর্ডার লাইন হাইকিং (৮৫০ টাকা)

বুকিং ও বিস্তারিতঃ 01865-687116

📢 লাস্ট কল ফর উৎমাছড়া তুরুংছড়া ট্রিপ📢আগামীকাল আমরা যাচ্ছি বর্ডার লাইন হাইকিংয়ে। বর্তমানে সিলেটে চমৎকার আবহাওয়া আছে, বর্ড...
28/08/2025

📢 লাস্ট কল ফর উৎমাছড়া তুরুংছড়া ট্রিপ📢

আগামীকাল আমরা যাচ্ছি বর্ডার লাইন হাইকিংয়ে। বর্তমানে সিলেটে চমৎকার আবহাওয়া আছে, বর্ডার লাইন হাইকিংয়ের জন্য এক্কেবারে উপযুক্ত। তাই সুযোগ হাতছাড়া না করে চলুন আমাদের সাথে আগামীকাল। আমাদের ভ্রমণসঙ্গী হতে চাইলে দ্রুত বুকিং করুন।বুকিং চলবে আজ রাত ১০ টা পর্যন্ত❤️

যেকোনো প্রয়োজনেঃ 01865687116

Dream moment❤️
26/08/2025

Dream moment❤️

"বাজেট ট্রাভেলার্স" দের সাথে "উৎমাছড়া, তুরুংছড়া হয়ে বিছনাকান্দি" বর্ডার হাইকিং ডে-ট্রিপ🚶‍♂️💵ইভেন্ট ফিঃ ৭৫০/- টাকা (জনপ...
23/08/2025

"বাজেট ট্রাভেলার্স" দের সাথে "উৎমাছড়া, তুরুংছড়া হয়ে বিছনাকান্দি" বর্ডার হাইকিং ডে-ট্রিপ🚶‍♂️

💵ইভেন্ট ফিঃ ৭৫০/- টাকা (জনপ্রতি)

🔸 বিকাশঃ 01646-880450 (পার্সোনাল)

🫂আসন সংখ্যাঃ ১২ জন মাত্র।

📅 তারিখঃ- ২৯ আগস্ট, শুক্রবার ২০২৫

🚶‍♂️যাত্রাঃ সকাল ৭:৩০ (আম্বরখানা পয়েন্ট থেকে)
🧍‍♂️ফেরবোঃ রাত ৮ টা (আম্বরখানা পয়েন্টে)

🚗পরিবহনঃ লেগুনা/সিএনজি/অটো।

➡️ যা যা দেখবোঃ-

🔻 - উৎমাছড়া।
🔻 - তুরুংছড়া।
🔻 - বিছনাকাঁন্দি।
🔻 - সীমান্ত ঘেঁষা গ্রাম।

💠 এই বাজেটে যা পাবেন।

▪️সকল প্রকার যাতায়াত খরচ।
▪️লোকাল অটো ভাড়া।
▪️দুপুরের খাবার।
▪️নৌকা ভাড়া।
▪️সার্বক্ষণিক গাইডিং।
▪️হালকা চা-নাস্তা।

❌ যা পাচ্ছেন নাঃ-
🔴ব্যক্তিগত খরচ
🔴উল্লেখ নেই এমন খরচ।

⚠️ বিঃদ্রঃ এটি একটি হাইকিং ট্রিপ। প্রায় ১০ কিলোমিটার সীমান্ত পথ তিন থেকে চার ঘন্টায় হেঁটে অতিক্রম করবো। তাই শুধুমাত্র রিলাক্স করার জন্য বা ছবি তুলার জন্য যারা ভ্রমণে যেতে চাচ্ছেন এই ট্রিপ আপনাদের জন্য না। যাদের ট্রেকিং করার আগ্রহ এবং মনমানসিকতা আছে শুধুমাত্র আপনাদের জন্য। ট্রেকিং অভিজ্ঞতা ও সীমান্ত থেকে মেঘ,পাহাড় ও সবুজের মিতালি দেখতে চাইলে চলুন আমাদের সাথে।

☎️ বুকিং ও বিস্তারিতঃ 01865-687116

আলহামদুলিল্লাহ্‌ আজকের উৎমাছড়া, তুরুংছড়া, বিছানাকান্দি বর্ডার লাইন হাইকিং ট্রিপ ডান❤️ সেরা ওয়েদার পেয়েছিলাম আজকে💥
22/08/2025

আলহামদুলিল্লাহ্‌ আজকের উৎমাছড়া, তুরুংছড়া, বিছানাকান্দি বর্ডার লাইন হাইকিং ট্রিপ ডান❤️

সেরা ওয়েদার পেয়েছিলাম আজকে💥

"বাজেট ট্রাভেলার্স" দের সাথে "উৎমাছড়া, তুরুংছড়া ও বিছনাকান্দি" বর্ডার হাইকিং ডে-ট্রিপ🚶‍♂️💵ইভেন্ট ফিঃ ৭৫০/- টাকা (জনপ্র...
21/08/2025

"বাজেট ট্রাভেলার্স" দের সাথে "উৎমাছড়া, তুরুংছড়া ও বিছনাকান্দি" বর্ডার হাইকিং ডে-ট্রিপ🚶‍♂️

💵ইভেন্ট ফিঃ ৭৫০/- টাকা (জনপ্রতি)

🔸 বিকাশঃ 01646-880450 (পার্সোনাল)

🫂আসন সংখ্যাঃ ১২ জন মাত্র।

📅 তারিখঃ- ২২ আগস্ট, শুক্রবার ২০২৫

🚶‍♂️যাত্রাঃ সকাল ৭:৩০ (আম্বরখানা পয়েন্ট থেকে)
🧍‍♂️ফেরবোঃ রাত ৮ টা (আম্বরখানা পয়েন্টে)

🚗পরিবহনঃ লেগুনা/সিএনজি/অটো।

➡️ যা যা দেখবোঃ-

🔻 - উৎমাছড়া।
🔻 - তুরুংছড়া।
🔻 - বিছনাকাঁন্দি।
🔻 - সীমান্ত ঘেঁষা গ্রাম।

💠এই বাজেটে যা পাবেন!!!
▪️সকল প্রকার যাতায়াত খরচ।
▪️লোকাল অটো ভাড়া।
▪️দুপুরের খাবার।
▪️নৌকা ভাড়া।
▪️সার্বক্ষণিক গাইডিং।
▪️হালকা চা-নাস্তা।

❌ যা পাচ্ছেন নাঃ-
🔴ব্যক্তিগত খরচ
🔴উল্লেখ নেই এমন খরচ।

⚠️ বিঃদ্রঃ এটি একটি হাইকিং ট্রিপ। প্রায় ১০ কিলোমিটার সীমান্ত পথ তিন থেকে চার ঘন্টায় হেটে অতিক্রম করবো। তাই শুধুমাত্র রিলাক্স করার জন্য বা ছবি তুলার জন্য যারা ভ্রমণে যেতে চাচ্ছেন এই ট্রিপ আপনাদের জন্য না। যাদের ট্রেকিং করার আগ্রহ এবং মনমানসিকতা আছে শুধুমাত্র আপনাদের জন্য। ট্রেকিং অভিজ্ঞতা ও সীমান্ত থেকে মেঘ,পাহাড় ও সবুজের মিতালি দেখতে চাইলে চলুন আমাদের সাথে।

☎️ বুকিং ও বিস্তারিতঃ 01865-687116 / 01799347763

20/08/2025

"বাজেট ট্রাভেলার্স" দের সাথে "উৎমাছড়া, তুরুংছড়া ও বিছনাকান্দি" বর্ডার হাইকিং ডে-ট্রিপ🚶‍♂️

💵ইভেন্ট ফিঃ ৭৫০/- টাকা (জনপ্রতি)

🔸 বিকাশঃ 01646-880450 (পার্সোনাল)

🫂আসন সংখ্যাঃ ১২ জন মাত্র।

📅 তারিখঃ- ২২ আগস্ট, শুক্রবার ২০২৫

🚶‍♂️যাত্রাঃ সকাল ৭:৩০ (আম্বরখানা পয়েন্ট থেকে)
🧍‍♂️ফেরবোঃ রাত ৮ টা (আম্বরখানা পয়েন্টে)

🚗পরিবহনঃ লেগুনা/সিএনজি/অটো।

➡️ যা যা দেখবোঃ-

🔻 - উৎমাছড়া।
🔻 - তুরুংছড়া।
🔻 - বিছনাকাঁন্দি।
🔻 - সীমান্ত ঘেঁষা গ্রাম।

💠এই বাজেটে যা পাবেন!!!
▪️সকল প্রকার যাতায়াত খরচ।
▪️লোকাল অটো ভাড়া।
▪️দুপুরের খাবার।
▪️নৌকা ভাড়া।
▪️সার্বক্ষণিক গাইডিং।
▪️হালকা চা-নাস্তা।

❌ যা পাচ্ছেন নাঃ-
🔴ব্যক্তিগত খরচ
🔴উল্লেখ নেই এমন খরচ।

⚠️ বিঃদ্রঃ এটি একটি হাইকিং ট্রিপ। প্রায় ১০ কিলোমিটার সীমান্ত পথ তিন থেকে চার ঘন্টায় হেটে অতিক্রম করবো। তাই শুধুমাত্র রিলাক্স করার জন্য বা ছবি তুলার জন্য যারা ভ্রমণে যেতে চাচ্ছেন এই ট্রিপ আপনাদের জন্য না। যাদের ট্রেকিং করার আগ্রহ এবং মনমানসিকতা আছে শুধুমাত্র আপনাদের জন্য। ট্রেকিং অভিজ্ঞতা ও সীমান্ত থেকে মেঘ,পাহাড় ও সবুজের মিতালি দেখতে চাইলে চলুন আমাদের সাথে।

☎️ বুকিং ও বিস্তারিতঃ 01865-687116

১৫ আগস্ট ২০২৫ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লা'শ নিয়ে ফিরলেন মা-বাবাটাঙ্গুয়ার হাওরে মা—বাবার সঙ্গে ঘুরতে এসে পর্য...
16/08/2025

১৫ আগস্ট ২০২৫ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লা'শ নিয়ে ফিরলেন মা-বাবা

টাঙ্গুয়ার হাওরে মা—বাবার সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী হাউস বোট থেকে ছিটকে পড়া নি'খোঁ'জ শিশুটির ম'র'দে'হ প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। নি'হ'ত শিশুটির নাম মাসুম মিয়া (৫)। সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

শুক্রবার দুপুর তিনটার দিকে টাঙ্গুয়ার হাওর থেকে ডু'ব'ন্ত অবস্থায় তার ম'র'দে'হ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। পরে ডু'বু'রি দল ও পুলিশ শিশুর লা'শ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ওখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃ'ত ঘো'ষ'ণা করেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫—১৬ জনের একটি গ্রুপ তাহিরপুর থানা ঘাটে এসে ‘লালনতরী’ নামক একটি পর্যটকবাহী হাউসবোটে উঠেন। পরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে তার বাবা কবির আহমদ লাফিয়ে পড়েও শিশুটিকে আর উ'দ্ধা'র করতে পারেন নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসী দীর্ঘ সময় ধরে ত'ল্লা'শি চালিয়ে প্রায় তিন ঘন্টা পর ঘ'ট'না'স্থ'ল থেকে তার লা'শ উ'দ্ধা'র করা হয়।

শিশুর পিতা কবির আহমদ জানান, তার একমাত্র শিশু সন্তান নিয়ে টাঙ্গুয় হাওর দেখতে এসেছিলেন। চলন্ত নৌকা থেকে হঠাৎ সে পানিতে পড়ে নি'খোঁ'জ হয়। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে পরেও তাকে তিনি বাঁ'চা'তে পারেন নি। পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে এখন সন্তানের লা'শ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে নি'খোঁ'জ শিশুটিকে প্রায় তিন ঘন্টা পর মৃ'ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ'ভি'যো'গ না থাকায় পিতার কাছে শিশুটির লা'শ হস্তান্তর করা হয়েছে।

゚ ゚viralシfypシ゚viralシalシ

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Budget Traveler In Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category