02/12/2025
ধন্যবাদ জনাব সারোয়ার আলম ❤️
ধন্যবাদ, সিলেটের জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম। যার শয়ং হস্তক্ষেপে সিলেট রেলস্টেশন সিন্ডিকেট মুক্ত হয়েছে। জানি না এরকম কতোদিন থাকবে। আজ ২ ডিসেম্বর সকাল ১০:২৩ মিনিটে ভ্রমণের দিন প্রায় ৮০ টা টিকিট এভাইলেবল আছে। বিগত দিনে ৬-৭ দিন আগেই ওয়েবসাইটে দেখা যেতো সব টিকিট সেল হয়ে গেছে। কারন কিছু সুবিধাভোগী দালালরা অগ্রিম টিকিট কিনে রাখতো আর যাত্রার দিন বা আগেরদিন ২০০-৪০০ টাকা বেশি দামে টিকিট বিক্রি করতো।
যতদিন সারোয়ার আলম সিলেটের আছেন সিলেট রেলস্টেশন কঠিন নজরদারিতে রাখার অঙ্গীকার করেছেন। দেখা যাক আগামীতে যদি সারোয়ার আলম সাহেব কোন সময় বদলি হন তখন কি এই দ্বারা অব্যাহত থাকে না আবার দালাল বা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় সিলেট রেলস্টেশন।