26/04/2022
♦️ সবার জানা দরকার!
📱আপনি টেকনো ফোন কেন কিনবেন? কি জন্য কিনবেন??
১.টেকনোই এমন একটি মোবাইল কোম্পানি যেখানে আপনি আপনার কষ্টের টাকায় একদম কম দামে একটি যথোপযুক্ত মোবাইল পাবেন।
২.অন্যান্য মোবাইল কোম্পানির মোবাইল ও আপনি ক্রয় করতে পারেন, তবে তা হবে একটা বিশাল অঙ্কের টাকার ব্যাপার, হয়তোবা আপনার বাজেট এর মধ্যে না! কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন একমাত্র টেকনোই দিয়ে থাকে।
৩.আপনি টেকনোর যে কোন মোবাইল মডেলেই পাবেন হরেক রকম ফিচার এর সংযুক্ত একটি মোবাইল।
৪.আর টেকনোতে রয়েছে ১৩ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। এর মধ্যে সমস্যা দেখা দিলে ফ্রিতে সার্ভিস দিবে এবং পার্টসও পরিবর্তন করে দিবে নষ্ট হলে।
৫. কনফিউশন এ আছেন? যে টেকনো ভালো হবে কি হবে না?? ভালো হবে, যথেষ্ট ভালো হবে।🌺
৬.আপনি টেকনোর বাইরে অন্যান্য কোম্পানির স্মার্টফোন নিতে পারেন, তবে তাদের বেশির ভাগ মডেল এর মধ্যে তেমন কোন নতুনত্ব নেই!
বরাবর ই প্রায় একই ফিচার যুক্ত মোবাইল এবং অতিরিক্ত দাম।
৭. টেকনোর মোবাইল আপনি যদি সামনা সামনি দেখেন যে কোন ভাবে আপনাকে আকর্ষণ করবেই করবে! বিশেষ করে এই মোবাইল এর ডিজাইন, ফিচার : উন্নতমানের ক্যামেরা, ভালোমানের প্রসেসর, HD+ 90Hz রিফ্রেশ রেইটের ডিসপ্লে, বিগ ব্যাটারি, ফাস্ট চার্জার, র্যাম/রোম ইত্যাদি।
৮.বর্তমানে মার্কেটে থাকা টেকনোর জনপ্রিয় কিছু স্মার্টফোন, যা গ্রাহকদের মধ্যে খুব বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে:
📱TECNO Spark 8 Pro, Spark 8C, Spark 7, Spark 7 Pro, Spark Go ২০২২.
📲 Camon 17P, Camon 16 Premier, Camon 17, Camon 16 Pro, Tecno Pop 5 LTE etc.
৯. ব্রান্ড নিয়ে কিছু ব্যাপার যেমন টেকনো একটি গ্লোবাল ব্রান্ড এই মুহুর্তে টেকনো তাদের অপারেশন ৭০+ দেশে পরিচালনা করছে৷ আফ্রিকা মহাদেশের নাম্বার ১ ব্রান্ড টেকনো এছাড়া এশিয়া এবং ল্যাতিন আমেরিকায় ও টেকনোর জনপ্রিয়তা অনেক। টেকনো অফিসিয়ালি ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যান সিটির পার্টনার, টেকনোর গ্লোবাল ব্রান্ড Ambassador ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান্স ।
১০. So, কনফিউশান দুর করে আজই পছন্দ মত আপনার কাঙ্ক্ষিত বাজেট এর র্যাম/রোম, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে ইত্যাদি বিবেচনা করে টেকনোর যে কোন একটি মডেল এর মোবাইল ক্রয় করতে পারেন।
১১.আমি এসব কেন বলতেছি? আমি যখন প্রথম ২০১৯ সালে টেকনো ফোন ব্যবহার করে যথেষ্ট ভালো সার্ভিস পাই৷ এরপর আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের টেকনো ফোন সাজেস্ট করি। কোনোদিনও হতাশ হয়নি, বরং ওদের প্রশংসার পাত্র হয়েছি।
১২.আপনার কোনো পরামর্শ থাকলে বলে ফেলুন। টেকনো আপনাদের পছন্দানুযায়ী স্মার্টফোন প্রস্তুত করার চেষ্টা করবে।