30/09/2025
বাংলাদেশি পথকুকুর ও দেশি কুকুর শুধু আমাদের আশেপাশের প্রাণী নয়, তারা সমাজের নীরব বন্ধু ও সহযাত্রী। গ্রামে-শহরে নিরাপত্তা রক্ষায়, মানুষের সঙ্গ দিতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশি কুকুর যেমন বিশ্বস্ত ও প্রভুভক্ত, তেমনি পথকুকুরও মানবিক আচরণ পেলে হয়ে ওঠে নির্ভরযোগ্য সঙ্গী। সঠিক যত্ন, টিকাদান এবং সচেতনতা বৃদ্ধি করলে এই কুকুরগুলো সমাজের জন্য আরও উপকারী বন্ধু হয়ে উঠতে পারে।