Arnob Opu

Arnob Opu I create different types of videos like travel videos, business promotional videos, introductory and
(4)

20/02/2025

Guess this Price?
Available this product in Our Shop✨
Xerox Clothing Outlet,Lamabazar,Sylhet

15/02/2025

লাইফে বসন্ত আসার চেয়ে 'মনের শান্তি' আসা টা বেশি গুরুত্বপূর্ণ! ❤️

06/02/2025

তুমি একটা ফুল তুমি জানো?
তুমিই কেনোই বা অন্য কারোর কাছ থেকে ফুল নিবে বলো? “তুমি একটা ফুল!"

Happy Rose Day. 🫶💙

05/02/2025

জীবনে বাজে সময় আসবে!

সিচুয়েশান নিজের চাহিদামতো নাও যেতে পারে।
বারবার ব্যার্থতা অনুভব হতে পারে।
লোক মুখে কটুবাক্যও শুনা লাগতে পারে।

শুধু ধৈর্য ধারণ করুন।
অপেক্ষা আর পরিশ্রম চালিয়ে যান।

বিশ্বাস রাখুন, একদিন সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা সহায়🙏।

31/01/2025

💙🦋

🖤                                ゚viralシ
27/01/2025

🖤
゚viralシ

26/01/2025

— জীবনে আসা সহজ, থেকে যাওয়া কঠিন।
— জীবনে এমন একজন খুব জরুরি যে তোমাকে বুঝবে, বোঝাবে। কিন্তু ছেড়ে যাবে না।
ভিডিও:-Sagor Wahid

26/01/2025

দেখা হয় না,কথা হয়না তবুও
কোথাও না কোথাও তুমি আমার সাথেই থাকো স্মৃতিতে দুঃস্বপ্নে, অসম্ভব যন্ত্রণায় মন খারাপ করা গানের লাইনে মাঝ রাত্রিরের বুকের ব্যথায় তুমি আছো এই এলোমেলো বইটা তোমার জন্য আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিল, সে সব ভালো তোমার হোক

05/01/2025

জীবন এক অচেনা পথ, বহু রঙের গল্প, অনিশ্চিত পূর্ণতা। আমরা ছুটে চলি এই পথে, হাসি কাঁদি মিশে এক অপূর্ব মেলোডিতে। কখনো জয়, কখনো পরাজয়, কখনো উচ্ছ্বাস, কখনো হতাশা – জীবন ঘটে চলে অবিরাম গতিতে। কিন্তু এই ছুটে চলার ফাঁসে কখনো কখনো থমকে যাওয়া দরকার, নিজের মনে প্রশ্ন ছুঁড়ে দেওয়া, জীবনের এই অভিজ্ঞতাগুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপকথন করা। এটা জীবনের দৈর্ঘ্য নয়, জীবনের গভীরতা।

এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কতকিছু পেলাম কত কিছু হারালাম, সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মত উষ্ণতা দিল, আর বিষাদগু...
31/12/2024

এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কতকিছু পেলাম কত কিছু হারালাম, সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মত উষ্ণতা দিল, আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা, কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বা-লালো, আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো, সময় চলছে তার নিয়মে, রেখে গেছে স্মৃতির মায়াজাল!

আমি যাব "শহরতলিতে "কোলাহল বিহীন পড়ন্ত এক বিকেলে , আমি চলবো নিজ ছায়ার সঙ্গে । নগর ছেড়ে পেছনে ফেলে , হাঁটবো নিরুদ্দেশের...
30/12/2024

আমি যাব "শহরতলিতে "
কোলাহল বিহীন পড়ন্ত এক বিকেলে ,
আমি চলবো নিজ ছায়ার সঙ্গে ।
নগর ছেড়ে পেছনে ফেলে ,
হাঁটবো নিরুদ্দেশের পথে ।

26/12/2024

কি এক অদ্ভুত বয়স পার করছি।

এই সময়ে কেউ বিয়ে করছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব বেশি হতাশ হয়ে যাচ্ছে।

কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে, যাকে ছোট থেকে অক*র্মা বলে গা*লমন্দ করা হতো সেও প্রয়োজনের তাগিদে খুব বেশি দায়িত্বশীল হয়ে যাচ্ছে। খুব আজব এক সময় তাই-না 19-25 বছর🌸

"মনে রেখো,দহনের দিনেও যে ছায়া হয়ে থাকে ছুঁয়ে দিও তাকেযে হয়েছিল ভোর, অথৈ আদর,নামহীন নদী,একা লাগে যদি,মনে রেখো তাকে। "🖤
24/12/2024

"মনে রেখো,দহনের দিনেও যে ছায়া হয়ে থাকে
ছুঁয়ে দিও তাকে
যে হয়েছিল ভোর, অথৈ আদর,নামহীন নদী,
একা লাগে যদি,
মনে রেখো তাকে। "🖤

22/12/2024

🫰💙

19/12/2024

অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারন একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন. -❤️

13/12/2024

💙
゚viralシ

Address

Sylhet

Telephone

+8801772166691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arnob Opu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arnob Opu:

Share