06/08/2025
আরব দেশে ৫০° তাপমাত্রায় প্রবাসী বাংলাদেশীর জীবন। আরবের দেশ মানে মধ্য প্রাচ্যের দেশ যেমন সৌদি আরব কাতার ওমান বাহরাইন দুবাই কুয়েত কে বলে আর এই সকল দেশে গরমের সময় প্রচুর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের জীবন অসস্থিকর হয়ে পড়ে। আরবের মরুভূমির দেশ গুলোতে রাস্তা ঘাটে বাড়ির পাশে বিভিন্ন জায়গায় হিমশীতল পানির ফ্রিজ সাধারণ পথচারীদের কিছু শান্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়। #কুয়েত_প্রবাসী #প্রবাসী #বিদেশ