Tourist Stars

Tourist Stars আমি সুমন আহমদ
আমি ঘুরতে পছন্দ করি।তার সাথে ট্রাভেল ভিডিও উপস্থাপন করি ইউটিউব চ্যানেলের নাম
TOURIST STARS

06/08/2025

আরব দেশে ৫০° তাপমাত্রায় প্রবাসী বাংলাদেশীর জীবন। আরবের দেশ মানে মধ্য প্রাচ্যের দেশ যেমন সৌদি আরব কাতার ওমান বাহরাইন দুবাই কুয়েত কে বলে আর এই সকল দেশে গরমের সময় প্রচুর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের জীবন অসস্থিকর হয়ে পড়ে। আরবের মরুভূমির দেশ গুলোতে রাস্তা ঘাটে বাড়ির পাশে বিভিন্ন জায়গায় হিমশীতল পানির ফ্রিজ সাধারণ পথচারীদের কিছু শান্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়। #কুয়েত_প্রবাসী #প্রবাসী #বিদেশ

05/08/2025

ধর্মশালা / হিমাচল প্রদেশ ভ্রমণ গাইড / ভারত Dharmashala Himachal Pradesh tour Guide /India

ধর্মশালা হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী। তিব্বতের দালাই লামার বাড়ি হিসেবে আন্তর্জাতিক ভাবে পরিচিত। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত। এই মাঠ টি বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম মানা যায়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় দর্শক ধারণ ক্ষমতা ২৩০০০। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম এর অন্য নাম হচ্ছে H P C A মানে হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন মাঠের পিছনে হচ্ছে হিমালয় পর্বত মালা। সমুদ্র পৃষ্ট থেকে ১,৪৫৭ মিটার ( ৪৭৮০ ফুট ২ ইঞ্চি) উপরে অবস্থান।
#ধর্মশালা #হিমাচল #হিমাচল_প্রদেশ #ধর্মশালা_ক্রিকেট_স্টেডিয়াম #হিমাচল_প্রদেশ_ক্রিকেট_এসোসিয়েশন #ক্রিকেট #ভারত #ইন্ডিয়া #দিল্লি #বাংলাদেশ_ক্রিকেট #ভারতীয়_ভিসা

কোন এক শীতের পড়ন্ত বিকেলে শমসেরের নগর গল্ফ মাটে ঘুরতে গিয়ে অনেক ভালো লেগেছে তাই হালকা ক্লিক বাজি করে দিলেন বিশ্ব ট্রাভেল...
02/08/2025

কোন এক শীতের পড়ন্ত বিকেলে শমসেরের নগর গল্ফ মাটে ঘুরতে গিয়ে অনেক ভালো লেগেছে তাই হালকা ক্লিক বাজি করে দিলেন বিশ্ব ট্রাভেলার আব্দুস ছামাদ

ঘুরাঘুরি ভালো লাগে তবে  সবার সাথে নয়
01/08/2025

ঘুরাঘুরি ভালো লাগে তবে সবার সাথে নয়

সিলেটের অদেখা সুন্দর জায়গা বাংলার নীলনদ খ্যাত লালাখাল।
01/08/2025

সিলেটের অদেখা সুন্দর জায়গা বাংলার নীলনদ খ্যাত লালাখাল।

31/07/2025

রাজশাহী বাংলাদেশের অন্যতম সুন্দর পরিচ্ছন্ন শহর। রাজশাহীকে আমের শহর অথবা সিল্ক সিটি বলা হয়। রাজশাহী সিটি ভ্রমণ ছাড়া রাজশাহীর আশপাশে যে সকল দেখার মত উল্লেখযোগ্য জায়গা আছে তা হল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ টি বাধ আই বাধ হযরত শাহ মখদুম রাঃ মাজার মুক্তমঞ্চ ইত্যাদি। তাছাড়া রাজশাহীর হোটেল রেস্টুরেন্ট রাজশাহীর সাহেব বাজার বাটা মুড়ে অবস্থিত। #রাজশাহী #রাজশাহী_শহর #রাজশাহীর #আমেরশহর #বানেশ্বর #রাজশাহী_সিটি_ট্যুর #খড়খড়ি #বামনশিকড়

ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম যার অন্য নাম (H P C A) HIMACHAL PRADESH CRICKET ASSOCIATION এটি বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট...
30/07/2025

ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম যার অন্য নাম (H P C A) HIMACHAL PRADESH CRICKET ASSOCIATION এটি বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম মানা যায়। এই মাট টি ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে অবস্থিত। স্টেডিয়াম টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় দর্শক ধারণ ক্ষমতা ২৩০০০। সমুদ্র পৃষ্ট থেকে ১,৪৫৭ মিটার (৪৭৮০ ফুট ২ ইঞ্চি) উপরে স্টেডিয়াম টির অবস্থান। মাটের পিছনে রয়েছে হিমালয় পর্বতমালা।২০২৩ সালের বিশ্বকাপের বাংলাদেশ বনাম আগানিস্তান ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ দেখার সৌভাগ্যের সুবাদে জানতে বুঝতে ও দেখতে পারি মাট টির প্রাকৃতিক রুপ সৌন্দর্য এক কথায় অসাধারণ।
#ধর্মশাল #হিমাচল #ভারত #ইন্ডিয়া

বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন শহর রাজশাহী আপনি মানেন আর নাই মানেন আমি কিন্তু মানি #রাজশাহী    #রাজশাহীকলেজ
29/07/2025

বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন শহর রাজশাহী আপনি মানেন আর নাই মানেন আমি কিন্তু মানি
#রাজশাহী #রাজশাহীকলেজ

25/07/2025

সিলেট টু বগুড়া /বগুড়ার বিখ্যাত দই /এশিয়ান সুইটমিট / সাত রাস্তার মোড় / Sylhet to Bogura





#দই
#বগুড়াদই

পৃথিবীর সপ্তাশ্চর্য্যের অন্যতম একটি স্থাপনা হচ্ছে তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এটি একটি সমাধি সৌধ। সম্র...
25/07/2025

পৃথিবীর সপ্তাশ্চর্য্যের অন্যতম একটি স্থাপনা হচ্ছে তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এটি একটি সমাধি সৌধ। সম্রাট শাহ জাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজকে ভালবেসে নির্মাণ করেছিলেন শতশত বছর আগে। তাজমহলের নির্মাণ শৈলী কারুকাজ বড় বড় আর্কিটেডদের আজও ভাবিয়ে তুলে এতএত বছর আগে কিভাবে তৈরী করা হয়েছিল এই কথার প্রেক্ষিতে। তাজমহলের মনকাড়া যাদুকরী নিদর্শন দেখতে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে আসেন। আমি নয়া দিল্লি থেকে ভোর ৬ টায় রওয়ানা দেই এবং দিল্লি থেকে আগ্রায় পৌছাই দুপুর সাড়ে ১২ টায় আবার বিকেল ৪ টায় সময় দিল্লর উদ্দেশ্যে রওয়ানা দেই রাত ২ টায় পৌছাই মুল কথা হচ্ছে। মন চাইলেই যাওয়া যায় না আসলে ভাগ্যে থাকতে হয়। সুযোগ হলে ঘুরতে যেতে পারেন একবার।
#তাজমহল #আগ্রা #নয়াদিল্লি #ভারত #ইন্ডিয়া

17/07/2025

Rajshahi City Night View
#রাজশাহী #আমেরশহর #সিল্কসিটি

এই ছবিটি বিদেশের একটি পার্কের আমি নিজে তুলেছি এখন আপনাদের কাছে প্রশ্ন আমাদের দেশে এই পার্ক হলে পার্কের অবস্থা কেমন হত ২ ...
11/07/2025

এই ছবিটি বিদেশের একটি পার্কের আমি নিজে তুলেছি এখন আপনাদের কাছে প্রশ্ন আমাদের দেশে এই পার্ক হলে পার্কের অবস্থা কেমন হত ২ লাইন লিখে যান আপনার অভিজ্ঞতা থেকে।

Address

Sylhet

Telephone

+96551176458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourist Stars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share