
15/07/2025
আমাদের বাসা কুষ্টিয়া। পাবনা রুপপুর পা•র•মানবিক কেন্দ্রের পাশে। দুরত্ব শুধু লালনশাহ ব্রিজ।
আপনারা জানেন এখানে অনেক রাশিয়ানরা থাকে। সমস্যা হলো এখানে রাশিয়ানরা পাবনার রূপপুর আর কুষ্টিয়ার কিছু অঞ্চলে চুক্তিভিত্তিক মানে কন্ট্রাক বিয়ে করে। যেমন সর্বনিম্ন ৩ মাস থেকে শুরু করে ৩ বছর পর্যন্ত।
কন্ট্রাক বিয়ের বিনিময়ে রাশিয়ানরা ৫-১০ এমনকি ২০ লক্ষ পর্যন্ত টাকা দেয়। বিয়ে গোপনে-ই থাকে। কিন্তু বিষয়টা ভেতরে ভেতরে অনেকেই জানে।
আমার বড় আপা পাবনার একটা কলেজে হলে থেকে পড়াশোনা করে। আমার বোন আগে প্রতি বৃহস্পতিবার বাড়ি আসতো শুক্রবার বাড়ি থেকে শনিবার আবার চলে যেতো। ২ মাস যাবত শুক্রবার আর না আসায় আমার মা ব•কা•ঝকা করে। রাগ করার পর ২ বার বাড়ি আসছে তাও রবিবার।
এই মাসে আমার আপার শারীরিক অনেক পরিবর্তন হয়েছে, সেটা আমার মায়ের নজরে আসলে আমরা খোঁজ নিতে থাকি। প্রাথমিকভাবে কিছু তথ্য পাই এবং আমরা বাড়িতে এনে অনেক বলার পর স্বীকার করছে ৯ লক্ষ টাকার বিনিময় ৫ মাসের কন্ট্রাক বিয়ে করছে। শুক্রবার আর শনিবার ঐ লোকের ছুটি যার ফলে উনার সাথে উনার বাসায় থাকে। তারপর আপাকে মা অনেক ম|•র•ধর করেন, কিন্তু সম্মানের ভয়ে এসব গোপন রেখেছেন।
(**এটা একটা বোনের পোস্ট**)
লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ।
এটা নিয়ে সবাই আওয়াজ তুলুন।
আর কুষ্টিয়ার ভাইয়েরা স্থানীয় উলামায়ে-কেরামগণের সাথে পরামর্শ করে দ্রুত একটা ব্যাবস্থা নিন। এখনি এই ফি•ত•না•হ না থামালে আগামীতে তা ভ*য়া*বহ রূপ ধারণ করবে।
এংরি রিয়েক্ট দিবেন না কেউ