SM Online Tv Media

SM Online Tv Media সুস্থ সংবাদে, জীবনের সাথে

29/05/2023

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নির্বাচিত

বিস্তারিত কমেন্টে...

29/05/2023

বাবার নাম আকাশ
মায়ের নাম মেঘলা
মেয়ের নাম বৃষ্টি
জামাইয়ের নাম কি হবে?

গতকালকের কুলাউরা সুলতানপুরে শশুরের হাতে পুত্রবধূ লাঞ্ছিত  হওয়ার ঘটনায় সেই অসভ্য শশুর কে গ্রেফতার করেছে পুলিশ!ধন্যবাদ পুল...
18/04/2023

গতকালকের কুলাউরা সুলতানপুরে শশুরের হাতে পুত্রবধূ লাঞ্ছিত হওয়ার ঘটনায় সেই অসভ্য শশুর কে গ্রেফতার করেছে পুলিশ!
ধন্যবাদ পুলিশকে, ধন্যবাদ পুলিশে কর্মরত Ruman Ahmed কে

বিঃদ্রঃ- লাঞ্ছিত পুত্রবধূ এখন তার পিতা মাতার হেফাজতে আছেন।

18/04/2023

যে শপিংমলে লাইটিং বেশী, ঐ শপিংমল থেকে দূরে থাকাই ভালো। দাম বেশী রাখবে!

18/04/2023

বাংলাদেশ

02/04/2023

19/11/2022

বিএনপির সমাবেশে আসার পথে গাড়ি না পেয়ে রেগে গেলেন এক নারী.......,.

15/05/2022

যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে।

_____গর্ডন হিংকলি

04/03/2022
24/02/2022

ছোটদের আনন্দময় মজার ফান ভিডিও

13/02/2022

রাজনীতি লুকিয়ে আছে জনগণের মাঝে
— প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম

06/02/2022

৬ ফেব্রুয়ারী, ২০২২
Bangladesh Nationalist Party-BNP’র দপ্তর হতে জরুরী সংবাদ সম্মেলন।
বক্তব্য রাখছেনঃ এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব, বিএনপি
আলোচ্য বিষয়ঃ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশি তাণ্ডব ও নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ।
#বিএনপি

ইউটিউবঃ https://youtu.be/HylESA0WL4Q

02/02/2022

সিলাম ইউনিয় ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২য় আন্ত : সিলাম ইউনিয়ন প্রিমিয়ার লীগ - ২০২২

২নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড এর সুপার ওভার খেলা চলছে

বিএনপি অবিলম্বে সরকারের পদত্যাগ চায়,  ন্যায়বিচার প্রতিষ্ঠা চায়, গণতন্ত্র ফেরত চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। ...
02/02/2022

বিএনপি অবিলম্বে সরকারের পদত্যাগ চায়,
ন্যায়বিচার প্রতিষ্ঠা চায়,
গণতন্ত্র ফেরত চায়,
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।


মির্জা আলমগীর
মহাসচিব, বিএনপি
ফেব্রুয়ারি ১, ২০২২, চেয়ারপার্সন’র এর কার্যালয়ে প্রেসকনফারেন্সে

করোনাঝুঁকি এড়াতেই বাসায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া: মেডিকেল বোর্ডবাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াবৈশ্বিক ম...
02/02/2022

করোনাঝুঁকি এড়াতেই বাসায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বৈশ্বিক মহামারী করোনার বর্তমান ঊর্ধ্বমুখী সংক্রমণ ঝুঁকি এড়াতেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী।
তবে এভারকেয়ারে গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানেই বাসায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি ২০২২), সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এর মধ্য দিয়ে হাসপাতালে ভর্তির ৮১ দিন পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন বেগম খালেদা জিয়া।

ডা. মোহাম্মদ সিদ্দিকী বলেন, আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, আপাতদৃষ্টিতে মেজর ব্লিডিংয়ের চান্স সম্ভবত থামানো গেছে। তারপর সিসিইউতে রেখে আমরা আরও ছয়দিন পর্যবেক্ষণ করি। তখনও দেখেছি, ওনার আর ব্লিডিং হচ্ছে না। তবে তিনি ঝুঁকিমুক্ত নন। আবার যে কোনো সময়ে রক্তক্ষরণ হতে পারে। এরপর আমরা ওনাকে শিফট করে কেবিনে নিয়ে আসি।

বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এ সদস্য আরও বলেন, একটা কথা স্পষ্ট বলে রাখা প্রয়োজন, ওনার মূল যে অসুখ সেটার যে প্রসিডিউর হাই-প্রেসারের টোটাল সাপোর্টেশনের জন্য বাইপাস ট্রেন তৈরি করে দেয়া, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা যেটা করেছি, দৃশ্যমান বড় যে বেসিকগুলো ফেটে যাচ্ছিল সেগুলোকে ব্যান্ডিং করেছি, ব্লক করা হয়েছে। ওনার অবস্থা স্টেবল আছে। কিন্তু অদূর ভবিষ্যতে আবার যে ব্লিডিং হবে না তার কোনো নিশ্চয়তা নেই। সাবেক এ প্রধানমন্ত্রীর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়ার প্রধান সমস্যা লিভার সিরোসিস। এই রোগের সর্বশেষ চিকিৎসা লিভার পরিবর্তন করা। যা কোনভাবে বাংলাদেশে রেখে সম্বব নয়। শুধুমাত্র বিদেশের কয়েকটি এডভান্স সেন্টারে এর চিকিৎসা সম্ভব।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদের সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিক, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. লুৎফর আজিজ, ডা. শাহরিয়ার, ডা. আরমান রেজা, ডা. আল মামুন, ডা. শামসুল আরেফিন, ডা. আবু জাফর ও ডা. কবির প্রমুখ।

বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া :

টানা ৮১ দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও নার্স-কর্মচারীদের সাথে বিদায় নিয়ে বিএনপি চেয়ারপারসন সাড়ে ৭টায় রওনা হন এবং নেতা-কর্মীদের প্রচন্ড ভিড় ডিঙিয়ে রাত সাড়ে ৮টায় ‘ফিরোজা’য় পৌঁছান তিনি।
বাসায় পৌঁছালে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমা

30/01/2022

টুকাই বলে আমাদের জানাজা না দিয়ে মাটি দেয়😭😭

29/01/2022

২৯/১/২০২২ আজকে আদালতে তোলার সময় শত কষ্টের মধ্যেও মুখে অতুলনীয় হাসি আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দাও

28/01/2022

গরিব দুঃখী অসহায় খেটেখায়া মানুষের বক্ত্যব
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মুক্তি চাই

Address

South Surma
Sylhet
জীবনমানেইSMONLINETVMEDIAসুস্থজীবনেরসাথেইথাকুন....

Telephone

+8801660015083

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Online Tv Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share