পাপড়ি - Paprhi

পাপড়ি - Paprhi # বই প্রকাশনা
# প্রুফরিডিং
# পাণ্ডুলিপি সম্পাদনা
# গ্রাফিক্স ও ওয়েব ডিজাইন
# ছাপা
# ট্রাভেলিং সাপোর্ট

শুভ জন্মদিন প্রিয় পাপড়িয়ান
10/09/2025

শুভ জন্মদিন প্রিয় পাপড়িয়ান

ছড়াকার কামরুল আলম, শিশুদের বন্ধু। শিশুদের মনের বেদনা বোঝেন, তাদের আনন্দে হতে পারেন আনন্দিত। তাঁর শিশুতোষ বইগুলো তাই শিশু...
10/09/2025

ছড়াকার কামরুল আলম, শিশুদের বন্ধু। শিশুদের মনের বেদনা বোঝেন, তাদের আনন্দে হতে পারেন আনন্দিত। তাঁর শিশুতোষ বইগুলো তাই শিশুদের ভীষণ প্রিয়। আপনার ঘরের ছোট্টবন্ধুর হাতে ‍তুলে দিন তাঁর শিশুতোষ বইগুলো। তাদের সময় রাঙুক আনন্দে।

কিনতে পারেন রকমারি থেকে বা সরাসরি কল দিন 01711-480379

পাপড়ি থেকে শ্রীঘ্রই আসছে...
08/09/2025

পাপড়ি থেকে শ্রীঘ্রই আসছে...

07/09/2025
আসআদ বিন এ মতিন একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। ২০২১ এর বইমেলায় পাপড়ি থেকে বের হয়েছিল তার প্রথম উপন্যাস 'সালসাবিল'। সমাজ ...
05/09/2025

আসআদ বিন এ মতিন একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। ২০২১ এর বইমেলায় পাপড়ি থেকে বের হয়েছিল তার প্রথম উপন্যাস 'সালসাবিল'। সমাজ ও রাষ্ট্র সংস্কারের এক চমৎকার বিপ্লবের প্রতিচ্ছবি ছিল উপন্যাসটি। ঘটনার বিবরণী এতটাই আবেগপ্রবণ ছিল যে, একটি বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে ইসলামি রাষ্ট্রের রূপরেখা তুলে ধরা হয়েছিল বইটিতে। তৎকালীন সময়ে বিষয়টি অবাস্তব মনে হলেও চব্বিশের আগস্টে প্রায় কাছাকাছি ধরনের একটি বিপ্লব সংঘটিত হতে দেখা যায়। লেখকের কল্পনা-শক্তির প্রখরত্ব আমি নিজে উপলব্ধি করতে সক্ষম হয়েছি চব্বিশ বিপ্লবেরর পরে।
'সালসাবিল' উপন্যাসের প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে সেই কবে। এবার দ্বিতীয় সংস্করণের ব্যাপারে পাঠকদের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে লেখক ও প্রকাশককে। আজ দলবল নিয়ে প্রকাশকের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন লেখক। আলাপ আলোচনার ফাঁকে ক্যামেরাবন্দি হতেই হলো।

পাপড়ি। লেখকদের স্বপ্নের প্ল্যাটফর্ম; বিশেষ করে তরুণদের। কারণ অনেক তরুণ ও নবীনদের প্রথম বই বেরিয়েছে পাপড়ি থেকে। আপনাদের ভ...
01/09/2025

পাপড়ি। লেখকদের স্বপ্নের প্ল্যাটফর্ম; বিশেষ করে তরুণদের। কারণ অনেক তরুণ ও নবীনদের প্রথম বই বেরিয়েছে পাপড়ি থেকে।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় পাপড়ি পা রেখেছে দশে। এই উপলক্ষ্যে আমরা শুনতে চাই পাপড়িতে আপনাদের বই প্রকাশের অনুভূতি। শুনতে চাই পাপড়ি নিয়ে আপনাদের অভিজ্ঞতা, পাপড়ির সাথে আপনাদের প্রথম পরিচয়ের গল্প, শুনতে চাই পাপড়ির প্রতি আপনাদের মূল্যায়ন, সেটা দু শব্দের হোক, বা দুই হাজার শব্দের।

আমরা আশা করি, পাপড়িকে আপনারা ভালোবেসে যাবেন। ভালোবাসার ১০ বছর উপলক্ষ্যে পাপড়ি পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মাত্র ৪০০ টাকায় চার শতাধিক পৃষ্ঠার দুটি পাপড়ি ক্রয় করে ৪০০ টাকা সমমূল্যের বই উপহার নিন!
30/08/2025

মাত্র ৪০০ টাকায় চার শতাধিক পৃষ্ঠার দুটি পাপড়ি ক্রয় করে ৪০০ টাকা সমমূল্যের বই উপহার নিন!

পাপড়ি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় কবি কালাম আজাদ-কে জন্মদিনের শুভেচ্ছা।
16/08/2025

পাপড়ি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় কবি কালাম আজাদ-কে জন্মদিনের শুভেচ্ছা।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when পাপড়ি - Paprhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাপড়ি - Paprhi:

Share

Category