19/06/2023
কিভাবে আপনি আমাজন এফিলিয়েট কনভার্সন বাড়াতে পারেন ?
কনভার্সন বাড়াতে হলে আপনাকে ট্রাফিক আনতেই হবে। কিন্তু শুধুই ট্রাফিক কি আপনার আমাজন কনভার্সন বাড়িয়ে দিতে পারে ? উত্তর হচ্ছে না। তাহলে কিভাবে করবেন ? চলুন জেনে নেই , আমাজন এফিলিয়েট কনভার্সন বাড়ানোর কৌশল;
১) কনটেন্ট এর ইন্ট্রোতে কীওয়ার্ড বেসড করে আপনি শর্ট ইন্ট্রো দিবেন যেইটা আপনার কনটেন্ট ক্রেডিবিলিটিও বৃদ্ধি করে এমন।
২) ভিসিটরদের প্রোডাক্ট চয়েস এর ক্ষেত্রে প্রোডাক্ট রেকমেন্ড করতে পারেন।
৩) প্রোডাক্ট চয়েস এর সময় অবশ্যই আমাজন চয়েস ও বেস্ট সেলার প্রোডাক্ট গুলাকে প্রাধান্য দিন।
৪) কনটেন্টকে ফিচার্ড স্নিপেট এর জন্য অপ্টিমাইজ করুন। ফিচার্ড স্নিপেট অপ্টিমাইজ বলতে কনটেন্ট এর প্যারাগ্রাফ স্নিপেট / পিপল অল্সো আস্ক স্নিপেট / টেবিল স্নিপেট / লিস্ট স্নিপেট এই গুলা।
৫) প্রোডাক্ট টেবিল বা বুলেট পয়েন্ট ব্যবহার করুন। (কনভার্সন এর জন্য বেশ কাজে দিবে)
৬) প্রোডাক্ট রিভিউ ডিটেলেড এ দেন (প্রোডাক্ট ডেসক্রিপশন + ফীচার + স্পেসিফিকেশন + প্রস/কন্স বা কাস্টমার/এডিটর ওপিনিয়ন) যাতে কাস্টমার প্রোডাক্ট রিভিউ পরে বায়িং ডিসিশন নিতে পারে।
৭) ইমেজ + প্রোডাক্ট নামের টেক্সট + বাটন (কল টু একশনের জন্য) এ এফিলিয়েট লিংক ব্যবহার করুন।
৮) এফিলিয়েট লিংক ও প্রোডাক্ট অডিট (এভেইল্যাবিলিটি চেক) করবেন ও সিজনাল কীওয়ার্ড গুলা এড়িয়ে চলবেন।
৯) সর্বোপুরি আপনার কনটেন্ট এর পজিশন ধরে অপ্টিমাইজ করতে পারেন কম্পেটিটর অনুযায়ী। (প্রতি মাসে)
(লেখক:নাসির উদ্দিন শামিম)