07/10/2023
বেফাকের ১১তম কাউন্সিলে যা বললেন মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী...
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ১১তম কাউন্সিল সমাপ্ত হয়েছে আজ। কাউন্সিলে হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু সাহেব তাঁর বক্তব্যের শুরুতে বেফাকের ইতিহাস এবং আকাবিরদের স্মৃতিচারণ-কৃতজ্ঞতা আদায়ের পর আগামী পাঁচ বছরের জন্য বেফাকের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং মহাসচিবের নাম প্রস্তাব করেন। ছাহেবজাদায়ে গহরপুরীর প্রস্তাব এবং উপস্থিত কাউন্সিলরবৃন্দের সম্মতিসূচক উত্তরে আগামী পাঁচ বছরের সিনিয়র দায়িত্বশীল নির্বাচিত হন যথাক্রমে—
সভাপতি:
মাওলানা মাহমুদুল হাসান
সিনিয়র সহ-সভাপতি:
মাওলানা সাজিদুর রহমান
মহাসচিব:
মাওলানা মাহফুজুল হক
উল্লেখ্য যে, ১৯৯৬ সালে বেফাকের সভাপতি হিসেবে আল্লামা নূরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহর নাম প্রস্তাব করেছিলেন বেফাকের প্রতিষ্ঠাকালীন মহাসচিব শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ।