FilmiClips

FilmiClips MEC Again
Mohammed Emon Chowdhury �
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো, ভুলে যাওয়া সোজা নয়, অতি সাধারন জীবন যাপন

07/03/2025

ক্যাফে আড্ডাঘর 😊

14/02/2025

ছোটবেলায় শবে বরাত মানে আমাদের কাছে এক রকম উৎসব ছিলো। একটা সাজ সাজ রব। চারদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য। মাগরিবের নামাযের পড়ে হুজুর সুর করে কিছুক্ষণ সুরা পড়তেন, এরপর কিছুক্ষণ ওয়াজ নসিহা তারপর মোনাজাত হতো। দোয়া শেষে সবার জন্য জিলাপি বা হালুয়া থাকতো। এখনো সেই ধারাটা চালু আছে। কেউ হয়তো কেজি দুয়েক জিলাপি নিয়ে আসেন, হুজুরের কানে কানে বলেন 'আমার মেয়েটা অসুস্থ। একটু দোয়া করবেন।' মফস্বলের মহিলাদের সাধ্য অনেক সীমিত। তাঁরা একটু হালুয়া রান্না করে গোল গোল বলের সাইজে বানিয়ে ছোট ছেলেকে দিয়ে মসজিদে পাঠান। মুরুব্বি টাইপের কেউ নামায শেষে এগুলো বিতরণ করেন। বাচ্চাকাচ্চারা পিছনের সারিতে কিচিরমিচির করে, দুইটা জিলাপি নেওয়ার জন্য আরেকবার হাত বাড়ায়! কি চমৎকার দৃশ্য! শেষ কবে জিলাপির জন্য হাত বাড়িয়েছিলাম মনে নেই। বড় হওয়ার সাথে সাথে কতো রকম সংকোচ, দ্বিধা এসে মনের মধ্যে জমে গেছে। নামায শেষে আলগোছে বের হয়ে আসি, দাঁড়ানোর ধৈর্য্য হয় না। সময়ের সাথে আমরাও পরিবর্তন হয়ে গেছি।
বছর দুয়েক আগেও শবে বরাতের রাতে রাত জেগে নামায পড়তাম, দোয়া করতাম। আমার মনে আছে, মেডিকেলে ভর্তি পরীক্ষার আগে প্রায়ই রাত জাগতাম। মনে মনে দোয়া করতাম। মনে হতো আল্লাহ পাশে বসে আমার কথা শুনছেন। এখন সেই অনুভূতি পাই না। মোবাইল নামের নেশায় ডুবে থাকি, একটার পর একটা রিলস দেখি, ফেসবুকে বসে থাকি!
লাইলাতুল বরাত মানে মুক্তির রজনী। আর মাত্র পনের দিন পরে রামাদান মাস শুরু হবে। রামাদান আমাদের জন্য সবচেয়ে পবিত্র বিশুদ্ধ একটা মাস। বরকতময় মাস। ছোটবেলায় একটা অলিখিত নিয়ম ছিলো, শবে বরাতে অবশ্যই ভালো খাবার খেতে হবে। গরু কিংবা খাসি, যারা পারবে না তারা মুরগি খাবে। এখনও কি সব জায়গায় এমন নিয়ম আছে? জানি না ঠিক। গত কয়েক শবে বরাতের কথা আমার মনে নেই। মনে আছে বেশ অনেক বছর আগের কথা। রাত দুটোর সময় মসজিদে তাহাজ্জুদের নামায পড়ে আমরা ক'জন মিলে (আমি, ইফতি, সৌরভ ভাই, ফারহান মামা, তাহমিদ ভাই, তানজিল ভাই) গোরস্থানে গিয়েছিলাম কবর জিয়ারতের জন্য। তখন সেখানে শুধুমাত্র দাদা-দাদীর কবর ছিলো। এখন সেই অনেক লম্বা হয়ে গেছে। আমাদের সবচেয়ে প্রিয় ক'জন মানুষ এখন সেখানে চলে গেছেন!
আজকের রাতটায় আল্লাহ দুনিয়ার কাছাকাছি এসে তাঁর বান্দাকে ডাকেন, কেউ ক্ষমা চাইলে তাকে মুক্তি দেন। আমি জানি না, আমাদের প্রিয় মানুষ যারা ক্ষমা চাওয়ার উর্ধ্বে চলে গেছেন, তাঁরা মুক্তি পেয়েছেন কিনা?আমরা পাবো কিনা? পাওয়ার তো কথা। আশা করতে দোষ কি?
সন্ধ্যের পরে বাজারে বের হয়েছিলাম।দেখেছি চমৎকার লালচে একটা চাঁদ উঠেছে। চকচকে রং হয়নি, তাই আলো বেশি নেই। সুনামগঞ্জের ভাষায় শবে বরাতকে বলে 'বাত্তির রাইত'। বাত্তি মানে আলো। মনে হচ্ছে আজকে এই মহিমান্বিত রাতটাকে আল্লাহ নিজ হাতে সাজিয়ে দিয়েছেন। পরের বছর বাত্তির রাইতে থাকবো কিনা জানি না। উপরে যিনি আছেন তিনি জানেন। আজকের বাত্তির রাইতটার উছিলায় যদি পৃৃথিবীর সকলে ক্ষমা পেয়ে যায় তবে কেমন হয়? আমার রব তো কখনো আমাদের নিরাশ করেন নি। তাঁরা কাছে এই চাওয়াটুকু বেশি কিছু না...
Copy from Muaz

02/10/2024

নিজের দিক টা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে। এখানে চিৎকার করার সুযোগ নেই। কারণ ব্যর্থতাটা নিজের। তাই ব্যথাটা সহ্য করে যেতে হয়।

ভেতর থেকে আমি কি অনুভব করছি ; তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেয়ার চেষ্টা করার সমতুল্য। যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে উঠেনা।

নিজের অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কষ্টসাধ্য।

Friendship
31/08/2024

Friendship

11/06/2024

পাকিস্তান আজকেও হারবো

পাকিস্তান এমন এক গ্রুপ এ আছে যেখানে ইন্ডিয়ার অই ৩ দল 😍

ভারত এ দল
আমেরিকা বি দল
কানাডা সি দল

মাইনকা চিপাত পাকিস্তান 😍

10/06/2024

সাকিবের বলগুলো কি ফেমিনিস্ট এর বুকে লাগছিলো 🙂
Abu Sayem

বাংলাদেশ এর জন্য রইলো শুভ কামনা আরো সুন্দর লাগছিলো শান্তি ভাই এর মুখে সব সময় হাসি 😊

24/05/2024

দুই অবস্থার নেগিটিভিটি থেকে অবশ্যই নিজের "মাইন্ড"কে রক্ষা করুন।
১: এমন জায়গা যেখানে আপনার ধর্ম, সম্মান এবং স্বপ্ন নষ্ট হয়।
২: এমন মানুষ যে আপনার ডিপ্রেশনের কারণ হয় এবং বলে যে, আপনাকে দিয়ে কিছু হবে না।
সাবিত রায়হান।

ফুল গুলো সুন্দর ❤
23/05/2024

ফুল গুলো সুন্দর ❤

21/05/2024

শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে পার্থক্য কী?
শিয়া সুন্নিদের মধ্যে যেসব বিষয়ে মিল রয়েছে

১- বিভিন্ন মাযহাবের ফিকাহগত বিষয় যেমন, বিয়ে, তালাক, হজ্ব, উত্তরাধিকার আইন ইত্যাদি ক্ষেত্রে অনেক মিল রয়েছে। শিয়া ফেকাহতেও উপরোক্ত বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আহলে সুন্নাতের অপর ৪ মাযহাবের সঙ্গে মিল রয়েছে। মাসলা-মাসায়েলের মত শাখাগত বিষয় এমনকি কোনো কোনো বিষয়ের ফরজ হওয়া বা ফরজ না হওয়া নিয়ে সুন্নিদের মাজহাবগুলোর মধ্যেই অনেক মতপার্থক্য দেখা যায়, শিয়া মাজহাবও এর ব্যতিক্রম নয়।

২- ইসলামের মৌলিক বিষয়গুলোতে শিয়া ও সুন্নিদের মধ্যে অমিলের চেয়ে মিলের সংখ্যাই বেশি। যেমন, শিয়া ও সুন্নি উভয় মাজহাবই এক ও অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী।

৩- উভয় সম্প্রদায়েই বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-কে শেষ নবী ও রাসূল মনে করে।

৪- উভয় সম্প্রদায়েই কোরআনকেও অবিকৃত মনে করে উভয় মাজহাবই।

৪- উভয় মাজহাবই বিশুদ্ধ হাদীসকে মান্য করতে বলে। উভয় মাজহাবই রোজা রাখা, নামাজ কায়েম করা, যাকাত দেয়া, হজ্ব পালন, অতীতের নবী-রাসূলদের স্বীকৃতি দেয়া, কিয়ামত বা পুনরুত্থাণে বিশ্বাস ইত্যাদিকে ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ মনে করে।

21/05/2024

শিয়া-সুন্নি পার্থক্য

১- শিয়াদের প্রধান ধারা বা ১২ ইমামি শিয়া মুসলমানরা মনে করেন রাসূল (সা.)'র পর কে মুসলমানদের নেতা বা খলিফা হবেন তা "তানসিসি" বিষয়। অর্থাৎ মহান আল্লাহর নির্দেশে ও রাসূল (সা.)'র ব্যাখ্যার মাধ্যমে খলিফা বা ইমাম নির্বাচিত হবেন।

অন্যদিকে সুন্নি মুসলমানরা মনে করেন এই পদে কে বসবেন তা নির্বাচন বা বেছে নেয়াম মাধ্যমে নির্ধারণযোগ্য বিষয়।

২- শিয়াদের যুক্তি: শিয়া মুসলমানরা মনে করেন রাসূল (সা.)'র পবিত্র আহলে বাইত থেকেই মুসলমানদের রাসূল (সা.) পরবর্তী ইমাম বা নেতা কিংবা কোরআনের ভাষায় "উলিল আমর" মনোনীত হয়েছেন। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ও তাঁর বংশে জন্ম নেয়া আরো ১১ জন ইমাম মুসলমানদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের মনোনীত নেতা। হযরত ইমাম মাহদী (আ.) এই ১২ জন ইমামের মধ্যে সর্বশেষ ইমাম। শিয়া মুসলমানরা এই ১২ ইমামকে নিষ্পাপ মনে করেন এবং তারা কখনও ভুলও করেন না। কোনো সুস্থ ও বিবেক-সম্পন্ন মানুষের পক্ষে বিষ-পান যেমন অসম্ভব বিষয়, তাঁদের জন্যও পাপ ও ভুল করা অসম্ভব বিষয়। পবিত্র কোরআনে সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বিশ্বনবী (সা.)-এর আহলে বাইত সম্পর্কে বলা হয়েছে:

إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

এর অর্থ: হে নবীর আহলে বাইত। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।

সুন্নি মুসলমানরাও শিয়া মুসলমানদের সব ইমামকেই শ্রদ্ধা করেন এবং তাঁদেরকে উচ্চ মর্যাদা-সম্পন্ন মুসলমান বলে মনে করেন, তবে তাঁরা সবাই আল্লাহর মনোনীত খলিফা বা ইমাম ছিলেন বলে সুন্নি ভাইরা মনে করেন না। সুন্নি মুসলমানরা হযরত আলী (আ.)-কে চতুর্থ খলিফা হিসেবে সম্মান করেন। শিয়াদের দৃষ্টিতে আহলে বাইতের সদস্য বলে বিবেচিত হযরত ফাতিমা (সা.)-কে সুন্নিরাও বেহেশতী নারীদের সর্দার মনে করেন। তাঁর দুই পুত্র হযরত ইমাম হাসান ও হোসাইন (আ.)কেও বেহেশতী যুবকদের সর্দার মনে করেন সুন্নি ভাইরা। শিয়া ভাইদের ১২ জন ইমামের সবার নামই পবিত্র মদীনার মসজিদুন্নবীর ছাদ-সংলগ্ন বিভিন্ন বিম বা পিলারে এখনও খচিত রয়েছে।

৩- সুন্নি ভাইরাও ইমাম মাহদী (আ.)-কে মুসলমানদের শেষ ইমাম মনে করেন। তবে তাঁর জন্মকাল ও আবির্ভাব নিয়ে এ দুই মাজহাবের মধ্যে মতভেদ রয়েছে।

শিয়া ভাইরা মনে করেন আল্লাহ মুসলমানদের জন্য সব সময়ই নেতা বা ইমামের ব্যবস্থা করেছেন। এখনও ইমাম মাহদী (আ.) মুসলমানদের নেতা, তবে তিনি জন্মের কিছুকাল পর অদৃশ্য অবস্থায় রয়েছেন এবং শ্রেষ্ঠ ইসলামী আইনবিদ বা ওলীয়ে ফকিহ ইমাম মাহদী (আ.)'র প্রতিনিধি হিসেবে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। তার পিতা ইমাম হাসান আসকারী (আ.) ছিলেন মুসলমানদের ১১ তম ইমাম। উপযুক্ত সময়ে ও পরিবেশে ইমাম মাহদী (আ.) আবারও আবির্ভূত হবেন এবং হযরত ঈসা (আ.) হবেন তাঁর সহকারী বা সহযোগী। ইমাম মাহদী (আ.) সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন।

৪- সুন্নী মুসলমানরাও মনে করেন ইমাম মাহদী (আ.) সারা বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং হযরত ঈসা (আ.) হবেন তাঁর সহকারী বা সহযোগী। তবে সুন্নি মুসলমানদের অনেকেই তাঁর জন্ম এখনও হয়নি বলে মনে করেন।

৫- সুন্নি মাজহাবের অন্যতম প্রধান ইমাম আবু হানিফা (র.) ও মালিকি মাজহাবের প্রধান মালিক ইবনে আনাস ছিলেন শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.)'র ছাত্র।

শিয়া ভাইদের সম্পর্কে একটা মারাত্মক ভুল ধারণা প্রচলিত রয়েছে অনেকের মধ্যে। এ ভুল ধারণাটি হল, শিয়ারা হযরত আলী (আ.)-কে মর্যাদার দিক থেকে রাসূল (সা.)'র সমতুল্য মনে করে। কিন্তু এ অভিযোগ মোটেই সত্য নয়। শিয়া মুসলমানরা এবং তাঁদের ইমামরাই হযরত মুহাম্মাদ (সা.)-কে সব দিক থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মনে করেন। #

(রেফারেন্স : 'শিয়ে পাসোখ মিদাহাদ'- সাইয়েদ রেজা হুসেইনী নাসাব)

Address

JALALABAD, MITALI 10/D
Sylhet
3121

Telephone

+8801625856222

Website

Alerts

Be the first to know and let us send you an email when FilmiClips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FilmiClips:

Share