Joy Bangla

Joy Bangla ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ও বলবো আমি বাঙ্গালী বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা"জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"

ভুলে যেয়ো না। স্বাধীনতা পেয়েছো এক রকম শত্রুর সাথে লড়াই করে। তখন আমরা জানতাম আমাদের এক নম্বর শত্রু পাকিস্থানের সামরিক বাহ...
14/08/2025

ভুলে যেয়ো না। স্বাধীনতা পেয়েছো এক রকম শত্রুর সাথে লড়াই করে। তখন আমরা জানতাম আমাদের এক নম্বর শত্রু পাকিস্থানের সামরিক বাহিনী ও শোষকগোষ্ঠী। কিন্তু, এখন
শত্রুকে চেনাই কষ্টকর।
— বঙ্গবন্ধু

২০১৮ সালের ১৫ জুলাই সিলেটের ওসমানী মেডিক্যালের নাক-কান-গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদ মাহী নবম শ্রেণির এক শি...
13/08/2025

২০১৮ সালের ১৫ জুলাই সিলেটের ওসমানী মেডিক্যালের নাক-কান-গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদ মাহী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধ*** করে,মেয়েটি তাঁর অসুস্থ নানির সঙ্গে হাসপাতালে এসেছিলো

ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) রিপোর্টে ওই ছাত্রীকে ধ***** সত্যতা পায় এমনকি, ওসমানী মেডিক্যাল গঠিত তদন্ত কমিটিও ধ*র্ষ*** সত্যতা পায়,কিশোরীকে ডিউটিরুমে ডেকে নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও আছে,আদালত তাঁকে কারাগারেও পাঠাইছিলো

অথচ, সেই ধ*র্ষ* এখন এনসিপির নেতা,এর কোন ব্যাখ্যা বা জবাব এনসিপির কাছে থাকার কথাও না কেননা, সকল চো-র-বাটপার, ধ*র্ষ-খু** মববাজ-চাঁ--দাবাজ হইলো তাঁদের নয়া বন্দোবস্তের নেতা

এনসিপি নেতারা ভুলে গেলেও, সিলেটের মানুষ ধ*র্ষ*** চেহারা ভুলে নাই,আমরা ভুলবোও না

02/08/2025

আমি বিদেশে থাকি
যেখানেই থাকি
যদি মরে না যাই
তাহলে আমি আছি
শেখ হাসিনা✌️

বাঙালির আবেগ, বিশ্বাস আর সাহসের জায়গা। বঙ্গবন্ধুর সমাধিস্থল। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
16/07/2025

বাঙালির আবেগ, বিশ্বাস আর সাহসের জায়গা। বঙ্গবন্ধুর সমাধিস্থল। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

ম*রে গিয়েও এনসিপিদের মিটিং করতে দেয়নি গোপালগঞ্জবাসী 🥹 তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক
16/07/2025

ম*রে গিয়েও এনসিপিদের মিটিং করতে দেয়নি গোপালগঞ্জবাসী 🥹 তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক

16/07/2025

গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে ইতোমধ্যে ৮-১০ জন সাধারণ মানুষের নিহত হওয়ার খবরে জনমনে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহত্তর ফরিদপুর—ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর—সব জেলা থেকে সাধারণ মানুষ এখন একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন।

এই মুহূর্তে গোপালগঞ্জে আশ্রয় নেওয়া এনসিপি নেতারা যে পথেই পালানোর চেষ্টা করবে, সেই সব রাস্তাঘাট আগে থেকেই ঘিরে ফেলুন।

জনগণের হত্যাকারীদের একজনও যেন পালিয়ে যাওয়ার সুযোগ না পায়!

16/07/2025

গোপালগঞ্জের আশে পাশে যে কয়েকটা জেলা উপজেলা আছে দয়া করে আপনারা রাস্তাঘাট ব্লক করুন রাজাকারের বাচ্চারা যাতে বেরিয়ে যেতে না পারে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share