10/09/2024
আজ তারা কোথায় ?
কুরআন থেকে আমরা প্রাচীন আরবের কিছু সভ্যতার কথা পাই। ইয়ামনের সাবা , হাদারামাউত এর উত্তরে আদ, হিজর অঞ্চলের সামুদ জাতি। তাদের প্রত্যেকের সম্পর্কে কথার প্যটার্নগুলা যদি দেখেন, তাদের কেউ ছিলো সুমিষ্ট ঝরণার নিয়ামতে আবিষ্ট যেখান থেকে ফল ফসলের প্রাচুর্য ছিলো , কেউ ছিলো সুশোভিত অট্টালিকা ও খেত খামারের নিয়ামতে , কেউ দক্ষ ছিলো পাহাড় কেটে সুশোভিত বাড়িঘর নির্মাণে।
তাদের কাছে আল্লাহ বার্তাবাহক নবী পাঠিয়েছিলেন । সেই নবীরা (আ) তাদের কাছে কোন প্রতিদান চান নি , চেয়েছিলেন শুধুই আল্লাহর আনুগত্য ও আল্লাহকে ভয় করে যেন তার জাতি চলে। এই দাওয়াতের মিশন ছিল তাদের। তাদের বার বার স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের এই বাগান , এই ফসল, উন্নত বাড়িঘর তোমরা যেন এমন ভাবে তৈরি করছ তা বুঝি চিরস্থায়ী। তোমরা জুলুমে এমনভাবে শামিল হচ্ছ বুঝি মৃত্যুর পাকপড়াও তোমাদের জন্য না।
একটা সময় ঠিকই সেসব জাতির উপর আজাব নেমে এসেছে তাদের ওঊদ্ধত্বপূর্ণ আচরণের জন্য।
আজ সেই ঝরণার কলকল ধ্বনি নেই, নেই ফসল তোলার কোলাহল, তাদের সুশোভিত অট্টালিকাগুলোর ধ্বংসাবশেষ কিছু কিছু আজ দাঁড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে। আজ আদ সামুদ কিংবা সাবা জাতি নেই। তবে আজো বহাল তবিয়তেই আছে আমাদের অবাধ্যতার নিদর্শন, যেন আমরাই চিরস্থায়ী , যেন আমাদের মৃত্যুর মুখোমুখী হওয়া লাগবে না।
রবিউল আউয়াল মাস চলমান। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের দাবিতে আসুন আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য যে সতর্কবার্তা ও বিধান নিয়ে এসেছেন তা মেনে চলি। সে সম্পর্কে আরো ভালো করে জানি।