16/02/2022
ফেসবুক বিজনেসে ভালো করতে হলে আপনাকে অবশ্যই যা করতে হবে
১। ভালো রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবে
একটা পেজ ওপেন করলেন, যার কাভার ফটো, প্রোফাইল ফটো, পেজের অন্য পোস্টের ইমজের মান ভালো না, ডিজাইন ভালো না, প্রোডাক্ট ঠিক মত বুঝা যায়না, সেটা পেইড মার্কেটিং করলেন, সেল হলো না, দোষ দিলেন অন্যকে, এটা ঠিক হবে না, নিজে বুঝার চেস্টা করেন প্রবলেম টা কোথায়, প্রবলেম টা সব সময় ফেসবুক অ্যাডে থাকে না, থাকে আপনার পেজে, তাই, প্রোডাক্ট এর পেজ হোক, সার্ভিসের পেজ হোক, নিজের পেজ হোক, ভালো মানের লোগো, কাভার ফটো, পোস্টের ইমেজ দেয়া জরুরি, এটা শুধু দর্শকের জন্য না, এটার উপর ফেসবুকও পেজের মান নির্ধারণ করে থাকে।
২। বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেস্টা করবেন
একটা প্রোডাক্ট আপনার দর্শকরা কিভাবে গ্রহন করে সেটা আপনি জানেন না, তাই আপনার উচিৎ হবে বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেস্টা করে দেখা কোন রকম পোস্ট বেশি কাজে লাগে, সেটা ছবির পোস্ট হতে পারে, ছবি নিয়ে স্লাইড শো আকারে পোস্ট হতে পারে, প্রোডাক্ট এর ভিডিও হতে পারে এবং লাইভ ভিডিও ও হতে পারে। এরপর আপনি দেখবেন কোন পোস্টে আপনার ক্রেতা ভালো রেস্পন্স করছে, সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন তবে মনে রাখবেন যাই ই বানাবেন সেটার মান ভালো হতে হবে।
৩। আপনার পেজের ইনসাইট চেক করুন
এটা আগের লেখাগুলা তে ও বার বার বলেছি আবারো বলছি, পেজের ইন সাইট চেক করুন, উপরে বলেছি বিভিন্ন রকম পোস্ট দেন, বিভিন্ন রকম পোস্ট দেয়ার পর ইনসাইটে যান, দেখুন কোন পোস্টের কি অবস্থা, বুঝুন এরপর পরের পোস্ট কি হবে সিদ্ধান্ত নিন।
অ্যাড টারগেটিং এর ক্ষেত্রেও এটা কাজ করবে, আপনি ইনসাইট থেকে দেখুন কত বয়সের মানুষ আপনার পেজে এঙ্গেজ হচ্ছে, কোন কোন এলাকার মানুষ এঙ্গেজ হচ্ছে এগুলা দেখে আপনার অ্যাড টারগেটিং করুন, সারা বাংলাদেশ তো দিলেন কিন্তু দেখা গেলো আপনার দর্শক বেশি সব থেকে ঢাকা এবং চট্রগ্রামে তাহলে সারা বাংলাদেশে দিয়ে লাভ হলো কি?
৪। আপনার কম্পিটিটরের পেইজ ফলো করেন (খুবই গুরুত্বপূর্ণ)
এটা নিয়ে লিখতে গেলে অনেক কিছু লেখা যাবে তবে বেসিক ব্যাপার হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কিত অন্য পেজের কার্যক্রম ফলো করতে হবে, তারা কি ধরনের পোস্ট দিলো, সেখানে কি ধরনের পোস্টে এঙ্গেজমেন্ট বেশি সেগুলি ফলো করেন (তাদের প্রোডাক্ট কপি না আবার)।
তারা কি করছে যা আপনি করছেন না, তারা কি করছে না যা আপনি করছেন এগুলা জানাও আপনার জন্য গুরুত্বপূর্ণ।
তারা সপ্তাহে কতগুলা পোস্ট দিলো সেগুলাতে এঙ্গেজমেন্ট কেমন ছিলো সেটাও আপনি পেইজ ইনসাইট থেকে তুলনা করতে পারবেন, আপনি কতটা এগিয়ে অথবা পিছিয়ে, এগিয়ে গেলে কেন এগিয়ে, পিছিয়ে গেলে কেন পিছিয়ে এগুলি নিয়েও আপনাকে গবেষণা করা লাগবে।
বারবার বলার চেস্টা করছি ফেসবুক বিজনেস এমন না যে আপনি একটা প্রোডাক্ট আনলেন, ছবি তুললেন আর অ্যাড দিলেন ব্যাস হয়ে গেলো, মনে রাখতে হবে আপনি বিজনেস করছেন তাই আপনাকে বিজনেস টা বিজনেসের মতই করতে হবে, ফেসবুক এড হয়তো একটা সাহায্যকারি ভুমিকা পালন করবে কিন্তু একমাত্র ভুমিকা না। আপনাকে প্রোডাক্ট সেলের জন্য অবশ্যই ফেসবুকে পেইড ক্যাম্পেইন দিতে হবে কিন্তু শুধুমাত্র কেম্পেইনের উপর ভরসা করে বসে থাকলে হবে না।