Freelancer Rubon

Freelancer Rubon Hello dear friends, have a good day I hope you are well. I am a professional digital marketer
do yo

আমাদের সার্ভিস সমুহ :১.পেইজ প্রমোট২. পোস্ট বুস্ট ৩. আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অর্ডিয়েন্স তাই সেল বাড়বে।৪.লোকেশান ...
16/02/2022

আমাদের সার্ভিস সমুহ :
১.পেইজ প্রমোট
২. পোস্ট বুস্ট
৩. আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অর্ডিয়েন্স তাই সেল বাড়বে।
৪.লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
৫.ভি‌ডিও বুস্ট
৬.ওয়েভ সাইট বুস্ট
৭. ভিডিও ইডিটিং
৮. মাসিকভাবে পেইজ মনিটরিং
৯. লাইভ বুস্ট
১০.আপনার এড অল্প খরচে এবং অধিক লোকের কাছে পৌছাবো।
টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।
👉 অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
👉 বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
👉 লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 আমাদের টিম সর্বদা ২৪ ঘন্টা আপনাকে সাপোর্ট দেবে।
☎️☎️☎️বিস্তারিত জানতে ইনবক্স করুন

ফেসবুক বিজনেসে ভালো করতে হলে আপনাকে অবশ্যই যা করতে হবে১। ভালো রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবেএকটা পেজ ওপেন করলেন, যার কা...
16/02/2022

ফেসবুক বিজনেসে ভালো করতে হলে আপনাকে অবশ্যই যা করতে হবে

১। ভালো রেজুলেশনের ছবি ব্যবহার করতে হবে
একটা পেজ ওপেন করলেন, যার কাভার ফটো, প্রোফাইল ফটো, পেজের অন্য পোস্টের ইমজের মান ভালো না, ডিজাইন ভালো না, প্রোডাক্ট ঠিক মত বুঝা যায়না, সেটা পেইড মার্কেটিং করলেন, সেল হলো না, দোষ দিলেন অন্যকে, এটা ঠিক হবে না, নিজে বুঝার চেস্টা করেন প্রবলেম টা কোথায়, প্রবলেম টা সব সময় ফেসবুক অ্যাডে থাকে না, থাকে আপনার পেজে, তাই, প্রোডাক্ট এর পেজ হোক, সার্ভিসের পেজ হোক, নিজের পেজ হোক, ভালো মানের লোগো, কাভার ফটো, পোস্টের ইমেজ দেয়া জরুরি, এটা শুধু দর্শকের জন্য না, এটার উপর ফেসবুকও পেজের মান নির্ধারণ করে থাকে।

২। বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেস্টা করবেন
একটা প্রোডাক্ট আপনার দর্শকরা কিভাবে গ্রহন করে সেটা আপনি জানেন না, তাই আপনার উচিৎ হবে বিভিন্ন রকম পোস্ট দিয়ে চেস্টা করে দেখা কোন রকম পোস্ট বেশি কাজে লাগে, সেটা ছবির পোস্ট হতে পারে, ছবি নিয়ে স্লাইড শো আকারে পোস্ট হতে পারে, প্রোডাক্ট এর ভিডিও হতে পারে এবং লাইভ ভিডিও ও হতে পারে। এরপর আপনি দেখবেন কোন পোস্টে আপনার ক্রেতা ভালো রেস্পন্স করছে, সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন তবে মনে রাখবেন যাই ই বানাবেন সেটার মান ভালো হতে হবে।

৩। আপনার পেজের ইনসাইট চেক করুন
এটা আগের লেখাগুলা তে ও বার বার বলেছি আবারো বলছি, পেজের ইন সাইট চেক করুন, উপরে বলেছি বিভিন্ন রকম পোস্ট দেন, বিভিন্ন রকম পোস্ট দেয়ার পর ইনসাইটে যান, দেখুন কোন পোস্টের কি অবস্থা, বুঝুন এরপর পরের পোস্ট কি হবে সিদ্ধান্ত নিন।
অ্যাড টারগেটিং এর ক্ষেত্রেও এটা কাজ করবে, আপনি ইনসাইট থেকে দেখুন কত বয়সের মানুষ আপনার পেজে এঙ্গেজ হচ্ছে, কোন কোন এলাকার মানুষ এঙ্গেজ হচ্ছে এগুলা দেখে আপনার অ্যাড টারগেটিং করুন, সারা বাংলাদেশ তো দিলেন কিন্তু দেখা গেলো আপনার দর্শক বেশি সব থেকে ঢাকা এবং চট্রগ্রামে তাহলে সারা বাংলাদেশে দিয়ে লাভ হলো কি?

৪। আপনার কম্পিটিটরের পেইজ ফলো করেন (খুবই গুরুত্বপূর্ণ)
এটা নিয়ে লিখতে গেলে অনেক কিছু লেখা যাবে তবে বেসিক ব্যাপার হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কিত অন্য পেজের কার্যক্রম ফলো করতে হবে, তারা কি ধরনের পোস্ট দিলো, সেখানে কি ধরনের পোস্টে এঙ্গেজমেন্ট বেশি সেগুলি ফলো করেন (তাদের প্রোডাক্ট কপি না আবার)।

তারা কি করছে যা আপনি করছেন না, তারা কি করছে না যা আপনি করছেন এগুলা জানাও আপনার জন্য গুরুত্বপূর্ণ।
তারা সপ্তাহে কতগুলা পোস্ট দিলো সেগুলাতে এঙ্গেজমেন্ট কেমন ছিলো সেটাও আপনি পেইজ ইনসাইট থেকে তুলনা করতে পারবেন, আপনি কতটা এগিয়ে অথবা পিছিয়ে, এগিয়ে গেলে কেন এগিয়ে, পিছিয়ে গেলে কেন পিছিয়ে এগুলি নিয়েও আপনাকে গবেষণা করা লাগবে।

বারবার বলার চেস্টা করছি ফেসবুক বিজনেস এমন না যে আপনি একটা প্রোডাক্ট আনলেন, ছবি তুললেন আর অ্যাড দিলেন ব্যাস হয়ে গেলো, মনে রাখতে হবে আপনি বিজনেস করছেন তাই আপনাকে বিজনেস টা বিজনেসের মতই করতে হবে, ফেসবুক এড হয়তো একটা সাহায্যকারি ভুমিকা পালন করবে কিন্তু একমাত্র ভুমিকা না। আপনাকে প্রোডাক্ট সেলের জন্য অবশ্যই ফেসবুকে পেইড ক্যাম্পেইন দিতে হবে কিন্তু শুধুমাত্র কেম্পেইনের উপর ভরসা করে বসে থাকলে হবে না।

 #ফ্রিল্যান্সিং 😇 একটি ফ্রিল্যান্সার ভাইয়ের কথা 👇ক্লাইন্ট থেকে কাজ নিয়ে ১৭ মিনিটে কাজ টি কমপ্লিট করে ক্লাইন্ট কে দিয়েছি৷...
15/02/2022

#ফ্রিল্যান্সিং 😇 একটি ফ্রিল্যান্সার ভাইয়ের কথা 👇

ক্লাইন্ট থেকে কাজ নিয়ে ১৭ মিনিটে কাজ টি কমপ্লিট করে ক্লাইন্ট কে দিয়েছি৷ ২ মিনিট পর ৫ স্টার রিভিউ সহ ক্লাইন্ট কাজ একসেপ্ট করেছে!
কাজটি করতে ১৭ মিনিট লেগেছে, আর এই ১৭ মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করার দক্ষতা অর্জন করতে লেগেছে পাক্কা ৫.৫ বছর ❤️

ফ্রিলান্সিং ক্যারিয়ারে একটা কথা আছে, যত Learn তত Earn.

আমরা অনেকেই অনেক সময় দেখি, অমুক ভাই ১ঘন্টায় ৭/৮ হাজার ইনকাম করেছে। প্রতি সপ্তাহে ইনকাম ২০/২৫ হাজার টাকা৷ মাসে লাখের উপর ইনকাম!
দেখে অনেকেই ইন্সপায়ারেশন না নিয়ে উলটো ডিমটিভেট হয়ে যাই! আফসোস করি! হিংসা করি!

অথচ কখনোই, এর পিছনের গল্প শুনতে চাই না৷ জানতে চাইনা সে কত বছর ধৈর্য ধরে লেগে আছে, কত বছর ধরে শিখেছে, কি পরিমান হার্ড-ওয়ার্ক করেছে!

৪/৫মাস কোন রকম শিখে মার্কেটপ্লেস থেকে ১০/১৫ দিনের মধ্যে কাজ না পেলেই ফ্রাস্টেড হয়ে যাই! মেন্টর ভালো শিখায় নাই, তাবিজ দেয় নাই, ফ্রিলান্সিং ভুয়া এসব বলি 😅।
অথচ, নিজের দক্ষতা কতটুক যাচাই করি না৷ কোথায় আমার অদক্ষতা তা খুঁজে দক্ষ হতে চাই!
©

15/02/2022

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rubon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rubon:

Share