
07/08/2025
এই লোকটার পাশ দিয়ে যাওয়ার সময় আমার কতটা খারাপ লেগেছিল তা আমি বলে বোঝাতে পারবো না। আমি সত্যিই চাই যে সে একদিন এই পৃথিবীর কোনও কিছু নিয়ে চিন্তা না করে ঘুমাতে পারুক। তোমরা জীবন নিয়ে কখনো অভিযোগ করো না... ।
আহারে জীবন 💔
শহরের কোলাহলে ঘুমাচ্ছেন এক রিক্সাচালক। তার হাতে শি! কল বাধা। শিকলের অন্য প্রান্ত বাধা রিক্সায়। যদি চোরে নিয়ে যায় ?
তবে খাবো কি?
বাংলাদেশের যদি সুশাসন এর ব্যাবস্থা চালু থাকতো চাহলে চোর বাটপার ধর্ষণ কারি খুঁজে পাওয়া যাবে না,
চোরের ভয়ে একজন রিক্সা ওলা দূর চিন্তায় ঘুমায়।