CSN "জুলাই আমাদের অনুপ্রেরণা"
সত্য সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

ছাতকে শান্তিপূর্ণ ভাবে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত ডেস্ক নিউজ:সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার...
29/11/2025

ছাতকে শান্তিপূর্ণ ভাবে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ডিতা করেন। নির্বাচনে হাজী মো. আবুল হাসান (চাকা) প্রতীকে ৭৯ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। সাধারন সম্পাদক পদে আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিছ) প্রতীকে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সম্পাদক পদে হাজী আব্দুস সাত্তার (বিনা প্রতিদ্বন্ডিতায়) এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) প্রতীক ৯৪ ভোট, হাজী ছালেক মিয়া (টেবিল) প্রতীকে ৭৭ ভোট, কোষাধ্যক্ষ পদে হাজী মো. বাবুল মিয়া (তালা চাবি) প্রতীকে ৮৫ ভোট, প্রচার সম্পাদক পদে আদনান হোসেন মিজান (মই) প্রতীকে ৭৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতীকে ৭৮ভোট, কার্যকরী পরিষদের সদস্য পদে হাজী বদরুল আলম (ফুটবল) প্রতীকে ৯৭ ভোট, মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (বই) প্রতীকে ৯১ ভোট, এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতীকে ৮৯ ভোট ও মো. শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতীকে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাতক পাথর ব্যবসায়ী সমিতির এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী আব্দুল হাই আজাদ। পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ১৩২ জন সদস্যদের মধ্যে ১১৯ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শন করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম আল মাদানী, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

27/11/2025

ছাতকে থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি রোয়াব আলী গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

15/11/2025

শীতের পিঠা আর কয়েক প্রকার ভর্তাযুক্ত স্বাদ
লোকেশন- ছাতক বাজার।

দোয়ারাবাজারে নসকসের ৩৪তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ডেস্ক নিউজ:দোয়ারাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়...
15/11/2025

দোয়ারাবাজারে নসকসের ৩৪তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
দোয়ারাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে বর্ণিল আঙ্গিকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ছাতক-দোয়ারা সর্ববৃহৎ এই মেধাবৃত্তি। বৃত্তি পরিক্ষায় ছাতক-দোয়ারা অঞ্চলের ৮০ টির ও বেশি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নসকস মেধাবৃত্তি পরীক্ষা-২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নসকস সেক্রেটারি হোসাইন আহমদ এবং সদস্য সচিব মাষ্টার আজিজুর রহমান অলি'র নেতৃত্বে আল মদিনা একাডেমি'র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টীম আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান। বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় বৃত্তি পরীক্ষার আমেজে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ দেখা দেয়। দু'উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের আগমনে মুখরিত ছিলো পুরো এলাকা। নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা আগামীতেও প্রয়োজন বলে মনে করেছেন অভিভাবকবৃন্দ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন, নসকস উপদেষ্টা ডা. হারুন অর রশীদ, নসকস উপদেষ্টা দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক মাষ্টার রফিজ আলী , উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান, সাবেক পরিচালক আব্দুর রাশিদ, উপদেষ্টা খলিলুর রহমান, আলহাজ্ব আতাউর রহমান, সাবেক সভাপতি ও চাটিবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ আলী, সিনিয়র সদস্য দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান কয়েছ, সাবেক সভাপতি ব্যাংকার আলাউর রাহমান আলাল, সাবেক সভাপতি রফিকুর রহমান, সাবেক সভাপতি ও সারপিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সিনিয়র সদস্য ও শ্রিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সাবেক সভাপতি আবিদ রনি, নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আলিম, আবু সালেহ মোহাম্মদ বোরহান ও সোহেল মিয়া, নসকস সদস্য মুহিব রহমান, রাগীব রাবেয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসাইন প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ফখর উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম, ১নং কেন্দ্র সচিব ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, উপ-কেন্দ্র সচিব মাষ্টার মাওলানা আব্দুস শহীদ , ২নং কেন্দ্র সচিব আরিফ আল আশরাফ তানভীর ও উপকেন্দ্র সচিব ইয়াকুব আল হাসান। পরিক্ষায় সহযোগী দায়িত্ব পালন করেন ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠা বছরেই ১ম মেধাবৃত্তি পরিক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে (করোনাকালীন দুই বছর ছাড়া) ধারাবাহিকভাবে এ পর্যন্ত ৩৪ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হলো।

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চাই.. ওসি শফিকডেস্ক নিউজ:ছাতকে কালারুকা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ...
10/11/2025

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চাই.. ওসি শফিক

ডেস্ক নিউজ:
ছাতকে কালারুকা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০নভেম্বর) বিকাল ৪ টায় কালারুকা বাজার উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে কালারুকা বাজার উন্নয়ন কমিটি উপদেষ্টা নজমুল হোসেন’র সভাপতিত্বে ও কালারুকা বাজার উন্নয়ন কমিটির সেক্রেটারী আফতাব আলীর পরিচালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ মাওলানা জাকির হোসাইন, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, কালারুকা বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি ৪নং ওয়ার্ডের সদস্য আবু সাদাত মোঃ দুলাল, কালারুকা উন্নয়ন কমিটির সহ-সেক্রেটারি ফারুক আহমদ। সভায় সাংবাদিক পাপলু মিয়া, কালারুকা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল মাসুদ, রইস উদ্দিন রানাসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেস্ক নিউজ:কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার  উদ্যোগে আয়োজিত জনপ্রি...
01/11/2025

সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি প্রকল্প ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ৩১শে অক্টোবর (শুক্রবার) সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলায় সর্বমোট ১৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৯ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রানবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞান ও প্রতিযোগিতামুলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান এড. শিশির মনির, এডিশনাল ডিআইজি ইলতুৎমিশ, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা তারেক মনোয়ার, শিক্ষাবিদ মোমতাজুল হাসান আবেদ, বিভিন্ন উপজেলার প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা ও সাবেক-বর্তমান পৃষ্টপোষকবৃন্দ। এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ও ভাইস -চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম। উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীগ্রই কিশোরকন্ঠের পেইজে জানানো হবে।

ছাতকে ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত ছাতক প্রতিনিধি:ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড...
29/10/2025

ছাতকে ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের নাগরিক ও ভোটারদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ওয়ার্ড সভাপতি আবুল কালাম'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সুনামগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা ফরিদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নূরে আলম, সেক্রেটারি মুফতি মির্জা সাজিদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি আইনুল ইসলাম আজাদী, ছাতক পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফুল হক সুমন, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান, নোয়ারাই ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাওলানা জাফর আহমদ, সেক্রেটারি হাফিজ তোফায়েল আহমদ। এছাড়া নোয়ারাই ইউপি ৩নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, জনসাধারণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসানের মৃত্যুতে শোক প্রকাশ ডেস্ক নিউজ:সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান মকবুল আর ন...
27/10/2025

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসানের মৃত্যুতে শোক প্রকাশ

ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান মকবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ অক্টোবর) ভোরে তিনি ইন্তেকাল করেন। সদা হাস্যোজ্জ্বল ও সরল স্বভাবের এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬। তিনি স্ত্রী, ৩ মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে সুনামগঞ্জের আমবাড়ী এলাকার শাহানা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহিত জীবনে ৩ জন মেয়ে সন্তানের পিতা হন তিনি। প্রথম মেয়ের বয়স ১০, দ্বিতীয় মেয়ে ৭, তৃতীয় মেয়ে ৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আলী ইনসান মকবুল উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা। সোমবার বেলা ২টায় ছড়ারপার বালুর মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান মকবুল ছিলেন ছাতক ও সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া” গানটি সুনামগঞ্জসহ সারাদেশের সংগীত প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। এছাড়া “আমাদের ছাতক শহর”, “ঘুমের ঘরে” এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী তিনি। ছাতকের সংগীতাঙ্গন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আলী ইনসানের মৃত্যু শুধু ছাতকের নয়, পুরো সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই গান গাইতেন আলী ইনসান। তাঁর কণ্ঠে হাওর, নদী, ধানক্ষেত, প্রেম-বিরহ ও মানুষের জীবনের গল্প জীবন্ত হয়ে উঠত। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ নেমে আসে। ভক্তরা লিখেছেন— লোকসংগীত হারালো তার প্রকৃত ধারককে। অনেকে লিখেছেন- আলী ইনসান বেঁচে থাকবেন তাঁর গানের মধ্যেই। ভক্তরা বলছেন, আলী ইনসান শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের প্রাণ। তাঁর গান, হাসি ও সরল জীবন আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।

24/10/2025

ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের মোগলপাড়া গ্রামের রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ, (অতিরিক্ত দায়িত্ব) ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

এসময় গ্রামের জনসাধারণ সঙ্গে ছিলেন এবং তাদের দুঃখ কষ্ট তুলে ধরেন। কাউন্সিলর মনোযোগ সহকারে শুনেন এবং কার্যকরী ভূমিকা রাখার আশ্বাস দেন।

Address

Sylhet

Telephone

+8801316468226

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CSN:

Share