25/08/2025
ওসমানীনগরে এসে পরিবহনের কাভার্ড ভ্যানে ডাকাতি: লুণ্ঠিত মালসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগরে এসে পরিবহন সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে ওসমানীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), মো. সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ডাকাতির শিকার হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে— ৫৭০ কেজি জিরা (১৯ বস্তা), ৬৭৫ প্যাকেট ফুসকা (১২ বস্তা), ৫৮টি শাড়ি (১ বস্তা), ১,২০০ পিস সানসিল্ক ক্রিম এবং এক বস্তা চাল।
এর আগে, রোববার দিবাগত রাতে এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।
সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ ডাকাত দল সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় এসে পরিবহন সার্ভিসের কাভার্ড ভ্যানটি টার্গেট করে। পরে চালককে জিম্মি করে গাড়িটি নিয়ে যাওয়া হয় মঙ্গলচন্ডী বাজার সংলগ্ন একটি নির্জন এলাকায়, যেখানে ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
দ্রুত অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে,বিস্তারিত ভিডিও সহ আসছে।