MJA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MJA, Media/News Company, Sylhet.

সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি:নং ৭০৭ এর  সকল শ্রমিক ভাইদেরকে জানানো যাচ্ছে যে, আপনাদের গাড়ির গ্...
02/09/2025

সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি:নং ৭০৭ এর সকল শ্রমিক ভাইদেরকে জানানো যাচ্ছে যে, আপনাদের গাড়ির গ্যাস সিলিন্ডার টেস্টের কাগজ সাথে রাখবেন,, সিএনজি পাম্পে সিলিন্ডার টেস্টের কাগজ ছাড়া গ্যাস দেওয়া হচ্ছে না। তাই আপনার গাড়ির গ্যাস সিলিন্ডার টেস্টের কাগজ সাথে রাখার জন্য অনুরোধ করা হল।

✨ আজকের দিনটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ✨আজ আমাদের মুক্তিযুদ্ধের সেনাপতি, বাংলার সূর্য সন্তান, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আত...
01/09/2025

✨ আজকের দিনটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ✨

আজ আমাদের মুক্তিযুদ্ধের সেনাপতি, বাংলার সূর্য সন্তান, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণী ওসমানীর ১০৭তম জন্মদিন।

🇧🇩 তিনি ছিলেন—

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।

গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও অসীম সাহসিকতার প্রতীক।

দেশমাতৃকার জন্য নির্ভীক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত।

সিলেটের গর্ব, বাংলাদেশের চিরকালীন প্রেরণা।

১৯৭১ সালে তাঁর নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ কল্পনাও করা যেত না।
👉 বাঙালি জাতি তাঁর প্রতি চিরঋণী, এই ঋণ কোনোদিন শোধ করার নয়।

আজ তাঁর ১০৭তম জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। 🖤

আমরা আপনাকে কখনো ভুলবো না, বঙ্গবীর। 🌺

#বঙ্গবীরওসমানী #মুক্তিযুদ্ধ #বাংলারসূর্যসন্তান #মুক্তিযুদ্ধেরসেনাপতি #বীরবাংলারগর্ব

📢 ওসমানীনগরে ছিনতাই হওয়া টমটম উদ্ধার, আটক ৩ জনসিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া একটি টমটম...
28/08/2025

📢 ওসমানীনগরে ছিনতাই হওয়া টমটম উদ্ধার, আটক ৩ জন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া একটি টমটমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত ১২টার দিকে চাতলপাড় বাজার থেকে ছিনতাইকারীদের আটক করা হয়। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

👉 এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
👉 আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

😡 ছিনতাইকারীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

---

#ওসমানীনগর #সিলেট #ছিনতাইকারী #টমটম

রেফারি আছাব আলীর উপর হা*মলার প্রতিবাদে ওসমানীনগরে মানব*বন্ধন।
27/08/2025

রেফারি আছাব আলীর উপর হা*মলার প্রতিবাদে ওসমানীনগরে মানব*বন্ধন।

27/08/2025

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দাদের নজরদারিতে ধরা পড়লেন এক বিদেশি নাগরিক। যাত্রী পেতুলা স্টাফেল-এর ব্যাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করে তারা।
আন্তর্জাতিক মাদক পাচারের এই ঘটনায় বিমানবন্দর এলাকা ও গোয়েন্দা সংস্থাগুলোতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভ...
26/08/2025

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

#ভোলাগঞ্জ #সাদাপাথর #কোম্পানীগঞ্জ #সিলেটসংবাদ #সিলেট
#ভোলাগঞ্জসংবাদ #সাদা_পাথর #সিলেটবাসী #কোম্পানীগঞ্জসংবাদ #গ্রামবাংলা #সিলেট
#বাংলাদেশ

অপরাধের জীবন কখনোই সুখের হয় না। প্রতিটি ভুলের জন্য রয়েছে কঠিন মাশুল। তাই আসুন, অপরাধ থেকে দূরে থাকি, ভালো কাজ করি। জীব...
26/08/2025

অপরাধের জীবন কখনোই সুখের হয় না। প্রতিটি ভুলের জন্য রয়েছে কঠিন মাশুল। তাই আসুন, অপরাধ থেকে দূরে থাকি, ভালো কাজ করি। জীবনকে সুস্থ ও সুন্দরভাবে উপভোগ করি।

#কারাগার #জেলজীবন #অপরাধ #শাস্তি #অনুতাপ #অপরাধমুক্ত_সমাজ #সতর্কবার্তা #ভালো_কাজ_করুন #জীবন #কঠিন_বাস্তবতা #সিলেট_কেন্দ্রীয়_কারাগার

✈️ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটকঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দাদের ...
26/08/2025

✈️ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দাদের নজরদারিতে ধরা পড়লেন এক বিদেশি নাগরিক। যাত্রী পেতুলা স্টাফেল-এর ব্যাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করে তারা।
আন্তর্জাতিক মাদক পাচারের এই ঘটনায় বিমানবন্দর এলাকা ও গোয়েন্দা সংস্থাগুলোতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

---

ওসমানীনগরে এসে পরিবহনের কাভার্ড  ভ্যানে ডাকাতি: লুণ্ঠিত মালসহ গ্রেপ্তার ৬নিজস্ব প্রতিবেদকসিলেটের ওসমানীনগরে এসে পরিবহন স...
25/08/2025

ওসমানীনগরে এসে পরিবহনের কাভার্ড ভ্যানে ডাকাতি: লুণ্ঠিত মালসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগরে এসে পরিবহন সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে ওসমানীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আব্দুল মজিদ (২৪), মো. সুফিয়ান আহমেদ (২৬), দিলশাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ডাকাতির শিকার হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে— ৫৭০ কেজি জিরা (১৯ বস্তা), ৬৭৫ প্যাকেট ফুসকা (১২ বস্তা), ৫৮টি শাড়ি (১ বস্তা), ১,২০০ পিস সানসিল্ক ক্রিম এবং এক বস্তা চাল।

এর আগে, রোববার দিবাগত রাতে এ ঘটনায় ওসমানীনগর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

সিলেট জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ ডাকাত দল সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় এসে পরিবহন সার্ভিসের কাভার্ড ভ্যানটি টার্গেট করে। পরে চালককে জিম্মি করে গাড়িটি নিয়ে যাওয়া হয় মঙ্গলচন্ডী বাজার সংলগ্ন একটি নির্জন এলাকায়, যেখানে ডাকাতির ঘটনা সংঘটিত হয়।

দ্রুত অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে,বিস্তারিত ভিডিও সহ আসছে।

সূর্য উটার সাথে সাথেই পুরুষের চ্যালেন্জিং জীবন শুরু
25/08/2025

সূর্য উটার সাথে সাথেই পুরুষের চ্যালেন্জিং জীবন শুরু

10/02/2025

ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি : বাঙালির স্বাধীনতা সংগ্রামের তীর্থস্থান
--------------

ঢাকায় বঙ্গবন্ধুর নিজের বাড়ি ছিল না; তিনি ভাড়ায় থেকেছেন বিভিন্ন এলাকায়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপে অনেকেই তাকে বাড়ি ভাড়া দিতে চাইতেন না। যারা দিতেন, তাদের হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হতো। এই হেন পরিস্থিতিতে শুভানুধ্যায়ীদের পরামর্শে বেগম ফজিলাতুন নেছা মুজিব ঢাকায় প্লটের জন্যে আবেদন করেন। ১৯৫৭ সালে ২ হাজার টাকা এককালীন জমা দিয়ে তাঁর নামে ধানমন্ডিতে পিডব্লিউডি-র কাছ থেকে ৬ হাজার টাকা মূল্যে ১ বিঘার একটি প্লট বরাদ্ধ পান। বাকি ৪ হাজার টাকা ছিল কিস্তিতে পরিশোধযোগ্য। ১৯৬০ সালে বঙ্গবন্ধু আলফা ইনস্যুরেন্সে ৩ হাজার টাকা বেতনে উচ্চপদে চাকরি পান। উচ্চ বেতনের টাকা থেকে বঙ্গবন্ধু ১৯৬১ সালে বাড়ি নির্মাণ শুরু করেন। সেই বছরই তিনি সপরিবারে নির্মাণাধীন বাড়িটিতে ওঠেন। তার পরেরটা ইতিহাস, বাঙালির মুক্তির সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ীটি। ১৯৬২ সালে আইয়ুববিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১-এর শুরুতে অসহযোগ আন্দোলনসহ নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী এই বাড়ি। এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন, দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ৩২ নম্বরের এই বাড়ি। এখান থেকেই ট্রাঙ্ককলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এই বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড ও লাল সবুজের পতাকা। এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় রূপান্তরিত হয়েছেন। এই বাড়িতেই বঙ্গবন্ধু সপরিবারে জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের ৩ মার্চ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। এ বাড়িতেই ঘাতকেরা ঘটিয়েছে মানবেতিহাসের এক কলঙ্কময় ঘটনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এ বাড়ি একটি ইতিহাস। এ বাড়ির প্রধান ওই ইতিহাসের স্রষ্টা। ইতিহাস যেখানে সৃষ্টি হয়, সেটিই তো তীর্থস্থান। বাঙালি জাতির তীর্থস্থান ধানমন্ডির ৩২ নম্বর এই বাড়ি। এই বাড়ির সঙ্গে মিশে আছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এই বাড়ীর অপরাধ - এই বাড়ীর মালিক পাকিস্তান ভেঙে বাঙালিকে স্বাধীন সার্বভৌম একটা দেশ দিয়েছিল - একটা পতাকা দিয়েছিল যেটা এখানে উত্তোলন করা হয়। একটা মানচিত্র দিয়ে ছিল। পলাশীতে যে স্বাধীনতার সূর্য ডুবে যায় - সেটা ৩২ নম্বর থেকে উদয় হয়। এখান থেকেই দেয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণা। তাই তো সেই পরাজিত শক্তির আক্রমণ এই বাড়ীতে। এরা আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধিকারের সংগ্রামকে মুছে দিতে চায়। এরা আমাদের সকল অর্জন ধ্বংস করে, তাদের মত ইতিহাস বানিয়ে আমাদের শাসন করতে চায়।

08/02/2025

আওয়ামী সভাপতি শেখ হাসিনার আহ্বান,,,
বিস্তারিত কমেন্টে। ゚

Address

Sylhet

Opening Hours

Monday 10:00 - 12:00
Tuesday 10:00 - 12:00
Wednesday 10:00 - 12:00
Thursday 10:00 - 12:00
Friday 02:30 - 12:00
Saturday 10:00 - 12:00
Sunday 10:00 - 12:00

Telephone

+8801725960000

Website

Alerts

Be the first to know and let us send you an email when MJA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MJA:

Share